বাড়ছে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের দাম

 

ছবি: সংগৃহীত

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে পাওয়া যাবে এই ম্যাচের টিকিট। হাইভোল্টেজ এই ম্যাচের টিকিটের দাম বাড়ছে।

বাংলাদেশ-ভারত ম্যাচের সাধারণ গ্যালারির মূল্য ধরা রাখা হয়েছে ৫০০ টাকা। ঘরের মাঠে সর্বশেষ দুটি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুর ও হংকংয়ের খেলায় সাধারণ গ্যালারি টিকিটের দাম ছিল ৪০০ টাকা।

এছাড়া অন্যান্য ক্যাটাগরির টিকিটের দামও। ক্লাব হাউস-২ এর টিকিটের মূল্য ধরা হয়েছে ৩ হাজার টাকা। এর আগের দুটি এশিয়ান কাপ বাছাই ম্যাচে এই ক্যাটাগরির টিকিটের দাম ছিল দুই হাজার টাকা করে।

টিকিটের দাম বাড়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। তিনি বলেন, 'ডিমান্ড আরও বেশি, টিকিটের দাম ইচ্ছে করেই আমরা ৫০০ টাকা করেছি। ভারত আমাদের প্রতিবেশি দেশ, এখানে অনেক চাহিদা আছে (দর্শক আগ্রহ), হাইভোল্টেজ ম্যাচ, তারপরও কিন্তু বেশি বাড়াইনি।'

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

জাতীয় নাগরিক কমিটি মাদারীপুর জেলা শাখার ৫৩৭ নং সদস্য আরাফাত খান গ্রেফতার