ছেলের হাতে বাবা খুন!
ঘটনাটি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় সংঘটিত হয়।
রবিবার দিবাগত রাত আনুমানিক রাত ১২ টার দিকে নিজ ছেলের হাতে নৃশংসভাবে খুন হয় বাবা মতি মিয়া (৬৫)।
ছেলে ফারুক মিয়া (২৭) চাপাই নবাবগঞ্জের ভোলার হাট থানার বড়োহাটি এলাকায় মৃত ওই মতি মিয়ার মেঝ ছেলে। তিনি বলেন, বিকেল থেকেই এই পরিকল্পনা নিয়ে রাতে ঘুমাতে যায়। পরে ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে উপর্যুপরি কোপের মাধ্যমে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম তাঁর একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন এবং উপস্থিত অবস্থায়ই আসামিকে গ্রেফতার করা হয়।

মন্তব্যসমূহ