আবারও ছাদখোলা বাসে বরণ করা হবে সাবিনা-তহুরাদের!

 🏠খেলা | 30th October, 2024 10:33 pm

👤স্পোর্ট ডেক্স , দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh

save image

স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে টানাতো বটেই, কখনো কোনো খেলায় দু’বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশের।এদিকে টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জেতায় সাবিনা-সানজিদা-তহুরাদের আবারো ছাদ খোলা বাসে বরণ করা হবে বলে জানা গেছে। যদিও বাংলাদেশ দল আগামীকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করবেন মনিকা-ঋতুপর্ণারা। যেহেতু সময় কম, তাই আদৌ সেটি সম্ভব হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েই যাচ্ছে। 


সালাউদ্দিন পরবর্তী সময়ে বাফুফে পেয়েছে নতুন সভাপতি। গত শনিবার (২৬ অক্টোবর) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তাবিথ আউয়াল। বর্তমানে তিনি দক্ষিণ কোরিয়ায় এএফসির অনুষ্ঠানে অংশ নিতে সেখানে অবস্থান করছেন।

save image
এদিকে টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জেতায় সাবিনা-সানজিদা-তহুরাদের আবারো ছাদ খোলা বাসে বরণ করা হবে বলে জানা গেছে। যদিও বাংলাদেশ দল আগামীকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করবেন মনিকা-ঋতুপর্ণারা। যেহেতু সময় কম, তাই আদৌ সেটি সম্ভব হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েই যাচ্ছে। 

সালাউদ্দিন পরবর্তী সময়ে বাফুফে পেয়েছে নতুন সভাপতি। গত শনিবার (২৬ অক্টোবর) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তাবিথ আউয়াল। বর্তমানে তিনি দক্ষিণ কোরিয়ায় এএফসির অনুষ্ঠানে অংশ নিতে সেখানে অবস্থান করছেন।
সেখান থেকেই ছাদখোলা বাসের বিষয়ে তিনি জানান, আমরা চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। সময়টাও খুবই কম। অল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি।তবে মেয়েদের এমন জয়ে তাবিথ তার ভেরিফাইড ফেসবুক পেজে অভিনন্দন জানিয়ে লিখেন, ‘অভিনন্দন! অভিনন্দন!! অভিনন্দন!!!’ 

আরও লিখেছেন, নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী ফুটবল দল। পুরো দেশের মানুষ আজ আমাদের নারী ফুটবলারদের নিয়ে গর্বিত, আমরা আনন্দিত। নতুন বাংলাদেশের যাত্রায় এই জয় আমাদের আরও ঐক্যবদ্ধ করবে, যে কোনো প্রতিকূলতা জয়ে এই নারী চ্যাম্পিয়নরা আমাদের অনুপ্রাণিত করবে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরও ৪টি কমিশন গঠন করেছে সরকার

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম