সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে মাদারীপুর টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিন সম্পন্ন
🏠মাদারীপুর | 31th October, 2024 04:33 pm
👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh
‘সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে মাদারীপুর টিআরসি নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিন সম্পন্ন
𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐃𝐢𝐬𝐭𝐫𝐢𝐜𝐭 𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 Madaripur.
[31 𝐎𝐜𝐭𝐨𝐛𝐞𝐫 𝟐𝟎𝟐𝟒]
মাদারীপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ০৮.০০ ঘটিকা থেকে মাদারীপুর জেলার প্রার্থীদের পুলিশ লাইন্স মাঠে তৃতীয় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET)- এর পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় ও নারী প্রার্থীদের ১০০০ মিটার দৌড়, ড্রাগিং এবং রোপ ক্লাইমিং পরিক্ষা সম্পন্ন হয়েছে।
Physical Endurance Test (PET)-পরীক্ষায় মাদারীপুর জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিত্বে শারীরিকভাবে ফিটনেস সম্পন্ন যোগ্য ব্যক্তিকে নিয়োগ প্রদানের লক্ষ্যে সার্বিক কার্যক্রম সরজমিনে তদারকি করেন মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুজ্জামান বিপিএম।
এ সময় পুলিশ সুপার পূনরায় চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে শুধুমাত্র যোগ্য ও মেধাবীদের চাকরি দেয়া হবে। কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত পন্থায়। যে সকল পরীক্ষার্থী শারীরিক সক্ষমতায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভালো করবে; শুধুমাত্র তারাই কনস্টেবল পদে নিয়োগ পাবে।
তিনি আরো বলেন,এ বছর যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)'পদে নিয়োগপ্রাপ্ত হবেন, তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবেন, বিধায় তারা এবং তাদের পরিবার কোন প্রকার প্রতারক ও দালাল চক্রের খপ্পরে না পড়ে এ বিষয়ে সতর্ক থাকার জন্য সকলকে আহ্বান জানান।
এসময় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টাসের প্রতিনিধি,নিয়োগ বোর্ডের সদস্যগণ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
আগামী মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ০৯.০০ ঘটিকা থেকে
মাদারীপুর সরকারি কলেজে শারীরিক মাপ,কাগজপত্র যাচাইকরণ ও Physical Endurance Test (PET)-পরীক্ষার সকল ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরিক্ষা অনুষ্ঠিত হবে।
মন্তব্যসমূহ