লেবাননে শান্তি ফেরাতে মুসলিম ভোটারদের কাছে ভােট চাইলেন ট্রাম্প
🏠আন্তর্জাতিক | 31st October, 2024 1:07 pm
👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh
![]() |
save image |
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে জয়লাভের বিষয়ে আশাবাদী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবে শান্তি ও সমৃদ্ধি আনতে নিজের বিকল্প নেই- এমন দাবি করেছেন ট্রাম্প।
ভোটের বাকি এক সপ্তাহেরও কম সময়। এসময় লেবানন ইস্যুতেও কথা বললেন ট্রাম্প। লেবাননে শান্তি ফেরাতে মুসলিম ভোটারদের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেছেন, তিনি মধ্যপ্রাচ্যে আক্ষরিক অর্থে শান্তি ফেরাতে চান। লেবাননে ধ্বংস এবং দুভোর্গ কমিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চান।
![]() |
save image |
৩০ অক্টোবর (বুধবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) ট্রাম্প লিখেছেন, আমার প্রশাসনের সময়, আমরা মধ্যপ্রাচ্যে শান্তি পেয়েছি, এবং খুব শীঘ্রই আমরা আবার শান্তি পাব! আমি কমলা হ্যারিস এবং জো বাইডেনের কারণে সৃষ্ট সমস্যার সমাধান করব এবং লেবাননে দুর্ভোগ ও ধ্বংস বন্ধ করব। আমি মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি দেখতে চাই। সেখানে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করব। যাতে এটি প্রতি ৫ বা ১০ বছরে পর যেনো পুনরাবৃত্তি না হয়ট্রাম্প আরও লেখেন, আমি সমস্ত লেবাননের সম্প্রদায়ের মধ্যে সমান অংশীদারিত্ব রক্ষা করব। লেবাননে আপনার বন্ধুবান্ধব এবং পরিবার তাদের প্রতিবেশীদের সাথে শান্তি, সমৃদ্ধি এবং সম্প্রীতির সাথে বসবাস করার যোগ্য পরিবেশ নিশ্চিত করতে চাই। এটি শুধুমাত্র মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার সাথেই ঘটতে পারে। আমি আশাবাদী লেবাননের মহান জনগণের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারব। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত লেবানিজ সম্প্রদায়ের সাথে কাজ করে শান্তির জন্য ট্রাম্পকে ভোট দিন।
গাজায় চলা ইসরাইলের অবর্ণনীয় নিষ্ঠুরতায় ৪৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১ লাখেরও বেশি ফিলিস্তিনি।
উল্লেখ্য, সেপ্টেম্বর থেকে লেবাননেও অভিযান শুরু করে ইসরাইল। এমন পরিস্থিতিতে মুসলিম ভোটাররা হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে। আর তাই মুসলিম ভোটারদের টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
মন্তব্যসমূহ