গরিব হতে পারি, কিন্তু কট খাইলে এয়ারপোর্টেই খামু’

 🏠 বিনোদন  | 30th October, 2024 7:33 pm

👤 বিনোদন ডেক্স , দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh

save image

ওপার বাংলার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৯’-এর মঞ্চ থেকে বেরিয়ে অভিনয়ে আসেন সাইদুর রহমান পাভেল। নাটকের অভিনেতা হিসেবে তিনি এখন সবার পরিচিত মুখ। এই অভিনেতাকে জনপ্রিয়তা এনে দেয় নির্মাতা কাজল আরেফিন অমির ব্যাচেলর পয়েন্ট নাটকটি। যেখানে এই অভিনেতাকে দেখা গেছে নোয়াখালীর বজরা বাজারের জাকির চরিত্রে। যে কিনা মোবাইলে গান ও ভিডিও ডাউনলোড করে দেন। বলা চলে এই চরিত্রটি অভিনেতা পাভেলকে খ্যাতি এনে দেয়। এমনকি পাভেলের পরিবর্তে মানুষজন তাকে বজরা বাজারের জাকির বলে ডাকতে শুরু করেন।

save image

বুধবার (৩০ অক্টোবর) বিকেল থেকে হুট করে আলোচনায় পাভেল। তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? ফেসবুকের একটি পোস্টের জেরে এমন প্রশ্ন চারদিকে ঘুরপাক খাচ্ছে। পাভেল ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায় তার দুই দিকে পুলিশ। ছবিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তোলা। পাভেল এই ছবির ক্যাপশনে লিখেছেন, গরিব হতে পারি কিন্তু কট খাইলে এয়ারপোর্টেই খামু....। আর এ নিয়েই নানা প্রশ্ন। তবে বিভ্রান্ত হলেও খুব সহজেই অনুমান করা যায় এটি নিছক মজা করেই পোস্ট করেছেন তিনি।
save image

পাভেল জানান, তাকে প্রথম অভিনয়ে ডাক দেন তপু খান, নাটকটির নাম ছিল ‘কট বিহাইন্ড’। পরে টুকটাক নাটক করছিলেন, কিন্তু গণমানুষের কাছে পৌঁছাতে পারছিলেন না। পাভেলের ভাষ্য, আশফাকুর রহমান রবিন ভাইয়ের রেফারেন্সে অমি ভাইয়ের ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালে জাকির চরিত্র পাই। এরপর লাইফের গতিপথ বদলে গেছে। আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি কাজ দিয়ে মানুষকে আনন্দ দিতে।


তিনি আরও জানান, আমি মীরাক্কালের পাভেল আছি, সবসময় থাকবো। কিন্তু অভিনেতা হওয়ার জন্য বজরা বাজারের জাকির চরিত্রটি হেল্প করেছে। এখন আমার ফোকাস অভিনয়ে। আমি অভিনেতা হিসেবে বাকি জীবন কাটাতে চাই। বুড়ো হয়ে গেলে যদি বাবার চরিত্র পাই, সেই সময়ও অভিনয় করতে চাই।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরও ৪টি কমিশন গঠন করেছে সরকার

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম