গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবর্তনই এখন বড় চ্যালেঞ্জ: বিএনপি মহাসচিব
🏠 রাজনীতি | 30th October, 2024 02:06 pm
👤রাজনীতি , দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh
![]() |
save image |
গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করাই এখন বড় চ্যালেঞ্জ— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ন্যাশনাল পিপলস পার্টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি কাজ করবে। যৌক্তিক সময়ের মধ্যে দেয়া হবে নির্বাচন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলতো। কিন্তু তারাই গণতন্ত্রকে হত্যা করেছে। নিজেদের স্বার্থ হাসিলের জন্য বারবার পরিবর্তন করেছে ’৭২ এর সংবিধান।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ অর্থ পাচার করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। টাকা পাচারের অপরাধে তাদের বিচারের দাবি জানান বিএনপি মহাসচিব।
মন্তব্যসমূহ