তারেক রহমানের বিরুদ্ধে তেজগাঁও থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল
🏠বাংলাদেশে | 31st October, 2024 12:07 pm
👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh
![]() |
save image |
রাজধানীর তেজগাঁও থানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মামলাটি বাতিলের আদেশ দেন আদালত।
২০১৫ সালের ৮ জানুয়ারি তেজগাঁও থানায় তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে যোগসাজশ করে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টির অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।
এর আগে, নোয়াখালীতে করা আরেক রাষ্ট্রদ্রোহ মামলা থেকে তারেক রহমান খালাস পান। সাক্ষ্যগ্রহণ শেষে কোনো প্রমাণ না থাকায় গত ২১ আগস্ট তাকে ওই মামলা থেকে খালাস দেওয়া হয়।
মন্তব্যসমূহ