উত্তর কোরিয়াকে উপহার পাঠালো রাশিয়া
🏠আন্তর্জাতিক | 21th November , 2024 11:13 am
👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh
উত্তর কোরিয়াকে ‘উপহার’ হিসেবে ৭০টির বেশি প্রাণী পাঠিয়েছে রাশিয়া। বুধবার (২০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করে রুশ সরকার। উপহার দেয়া প্রাণীগুলো মস্কোর চিড়িয়াখানা থেকে পিয়ংইয়ংইয়ে দেশটির কেন্দ্রীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। খবর, দ্য গার্ডিয়ানের।
রুশ কর্তৃপক্ষ জানায় রাশিয়ার পক্ষ থেকে উত্তর কোরিয়ার জনগণের জন্য উপহারস্বরূপ এগুলোকে পাঠানো হয়েছে। প্রাণীগুলো উত্তর কোরিয়া পাঠানোর বিষয়টি দেখভাল করেন রাশিয়ার প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রী আলেকজান্ডার কোজলভ।
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার তরফ থেকে জানানো হয় রুশ সরকারের তরফ থেকে পাঠানো উপহারগুলো পিয়ংইয়ংয়ে এসে পৌঁছেছে। তথ্য নিশ্চিত করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক কেসিএনএ।
উল্লেখ্য, চলতি বছরের জুনে রুশ প্রেসিডেন্ট পুতিন উত্তর কোরিয়া সফর করেন। সেই সফরে দুদেশের মধ্যে একটি দ্বিপাক্ষক চুক্তিও হয়। সেই সফরে কিম জোড়া কুকুর উপহার দেন বন্ধু পুতিনকে।
মন্তব্যসমূহ