মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা, নিহত ৩
🏠আন্তর্জাতিক | 30th November , 2024 11:33 am
👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh
মালয়েশিয়ায় অতিবৃষ্টির কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে নয় রাজ্যে লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বন্যায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার, সেখানকার ন্যশনাল ডিসাস্টার কমান্ড সেন্টারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় নয়টি রাজ্যজুড়ে ২৮ হাজার পরিবারের ৯৪ হাজার ৭৭৮ জনকে ৫২৭টি অস্থায়ী আশ্রয়স্থলে স্থানান্তর করা হয়েছে।
থাইল্যান্ডের সীমান্তবর্তী মালায়েশিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কেলাতান রাজ্যটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ৬৩ হাজার ৭৬১ জনকে তাদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তারপরই রয়েছে পাশের রাজ্য তেরেঙ্গানু যেখানে ২২ হাজার ৫১১ জনকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, মন্ত্রী পরিষদের সকল সদস্যের ছুটিতে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে এবং তাদেরকে বন্যা কবলিত এলাকায় সাহায্য করতে নির্দেশ দেয়া হয়েছে।
মন্তব্যসমূহ