মাদারীপুরে প্রেমিকার সাথে ঝগড়া করে কিশোরের আত্মহত্যা
🏠দেশের খবর | 28th November , 2024 10:33 pm
👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh
নিজস্ব প্রতিবেদক,
মাদারীপুরে প্রেমিকের সাথে অভিমান করে রানা (১৬) নামে এক কিশোর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গিয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের বাদামতলা ভুইয়া কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রানা মাদারীপুর পুরান বাজারের কাপড় ব্যবসায়ী রানা গার্মেন্টসের মালিক জসিম সরদারের বড় ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়,
গত দুই বছর আগে গলায় ফাঁস নিয়ে মৃত্যু হয় রানার মায়ের।বাবা পুনরায় বিয়ে করেন।মায়ের মৃত্যুর পর দাদা-দাদির সাথে থাকতেন।মারিয়া নামে এক মেয়ের সাথে রানার প্রেমের সম্পর্ক ছিলো।ধারনা করা যাচ্ছে প্রেমিকার সাথে ঝগড়া করে আত্মহত্যা করেছে রানা।তবে মা ও ছেলে উভয়েরই ফাঁস নিয়ে আত্মহত্যা বিষয়টি সত্যিই করুন।
ঘটনার বিষয়ে রানার সৎ মা বলেন,
পরিবারের কারো সাথেই রানার কোন ঝগড়া ঝাটি হয় নাই। আমরা অন্য এলাকায় থাকি। রানা ওর দাদা-দাদির সাথে থাকে। রানা মাঝেমধ্যে ওর বাবার দোকানেও বসে। কি কারনে আত্মহত্যা করল আমরা তা জানি না।তবে রানার সাথে মারিয়া নামে এক মেয়ের সাথে সম্পর্ক ছিলে।মেয়েটির পরিচয় জানিনা আমরা।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন ঘটনা নিশ্চিত করে বলেন,বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন রানাকে গলায় রশি পেঁচিয়ে রুমে ঝুলে থাকতে দেখে সদর থানায় ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে রানার মৃত্যুদেহ উদ্ধার করে।ময়নাতদন্ত জন্য লাশ নিয়ে আসা হয়েছে।
মন্তব্যসমূহ