মায়া চৌধুরীর বাড়িতে আগুন, ১২১ জনের বিরুদ্ধে মামলা


🏠স্টাফ রিপোর্টার (চাঁদপুর),দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ মাদারীপুর বাংলাদেশ ঢাকা 

👤১৯ নভেম্বর ২০২৪, ১৪:২৯


মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমানসহ ১২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার পর এ পর্যন্ত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির চৌধুরী।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- আরজু সরকার (৪০), জুয়েল প্রধান (৩৭), নবীর হোসেন (২৫), সিফাত (২৫), মো. আলমগীর সরকার (৩৭) ও মো. জীবন সরকার (২৮)।

পুলিশ জানায়, মায়া চৌধুরীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় মতলব উত্তর থানায় মোহনপুরের মাখন খালাসীর ছেলে শিপন খালাসী বাদী হয়ে সোমবার (১৮ নভেম্বর) ৪১ জন এজাহারনামী এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করে মামলা করেন।এর আগে শনিবার (১৬ নভেম্বর) রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুর মায়া চৌধুরীর বাড়ির দুটি ভবনে ভাঙচুর, লুটপাট ও আগুনের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস।

পুলিশ জানায়, ঘটনার সময় বাড়ি দুটির নিচতলায় আগুন দেওয়ার আগে ফানির্চারগুলো গাড়িতে করে নিয়ে যান দুর্বৃত্তরা। পাশাপাশি মায়া চৌধুরীর কিছু স্মারক ছিল সেগুলোও নিয়ে গেছেন তারা।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

জাতীয় নাগরিক কমিটি মাদারীপুর জেলা শাখার ৫৩৭ নং সদস্য আরাফাত খান গ্রেফতার