পুলিশ দেখে পালালেন মাদক ব্যবসায়ী।৩০০ পিস ইয়াবা উদ্ধার।
🏠মাদারীপুর |19 December 2024 07: pm
👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh
পুলিশ দেখে পালালেন মাদক ব্যবসায়ী।৩০০ পিস ইয়াবা উদ্ধার।
মাদারীপুর সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল করা কালে মাদারীপুর সদর থানাধীন পেয়ারপুর ইউনিয়নের পেয়ারপুর গ্রামের আক্কাছ হাওলাদার ওরফে আলকেচ হাওলাদারের ছেলে ইব্রাহীম হাওলাদার(৩৫) ও দেলোয়ার খালাশীর ছেলে পারভেজ খালাসী ওরফে কালুকে গ্রেফতার করতে গেলে পালিয়ে গেলে তাদের বাড়ী থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদারীপুর সদর থানাধীন চরমুগুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় ঘোষ সঙ্গীয় অফিসার ফোর্সসহ পেয়ারপুর গ্রামে গ্রেফতারী পরোয়ানা আসামীকে গ্রেফতার করতে গেলেউ উভয়েই পুলিশের উপস্থিতি টের পাইয়া পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ স্থানীয় লোকজনের উপস্থিতিতে ইব্রাহিম এর গৃহ তল্লাশি করে বসত ঘরের বারান্দায় খাটের তোষকের নিচে রক্ষিত অবস্থায় এয়ার টাইট সাদা ৩ ঢি পলিব্যাগ এর ভিতরে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন৷ পলাতক আসামিদ্বয়ের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্যসমূহ