মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত
🏠জাতীয় | 25 December , 2024 10:09pm
👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh
মাদারীপুর করেসপনডেন্ট:
মাদারীপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নুরুল হায়দার নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল সরদার (৩২) স্থানীয় তারতীলুল কুরআন হিফজ মাদরাসার শিক্ষক ছিলেন। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগদা ইউনিয়নের চাত্রীশিরা এলাকায় মাওলানা আনোয়ার সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদরাসায় পাঠদান শেষে মোটরসাইকেলযোগে কালিরবাজার এলাকায় যাচ্ছিলেন নুরুল সরদার। পথিমধ্যে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত পায় নুরুল সরদার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মন্তব্যসমূহ