পদপিষ্টে নিহতের পরিবারকে ১ কোটি রুপি দিচ্ছেন আল্লু অর্জুন

 🏠আন্তর্জাতিক বিনোদন  | 25 December , 2024 1:33 pm

👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh


ভারতের হায়দরাবাদে ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারী অনুরাগীর মৃত্যুর ঘটনায় বিপাকে আল্লু অর্জুনসহ গোটা পুষ্পা টিম। এই ঘটনাকে কেন্দ্র করে একরাত জেলেও থাকতে হয়েছিল আল্লুকে। এবার ভুক্তভোগী পরিবারকে ২ কোটি ভারতীয় রুপি সহায়তা দেয়া হচ্ছে।


জানা গেছে, ২ কোটি রুপির মধ্যে আল্লু অর্জুন দিচ্ছেন ১ কোটি, সিনেমার প্রযোজনা সংস্থা মিথরি মুভিস এবং পরিচালক সুকুমার দিচ্ছে ৫০ লাখ রুপি করে।


এর আগে চলতি মাসের ৪ তারিখে হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির স্ক্রিনিংয়ে ভিড়ে পদপিষ্ট হয়ে মারা যান ৩৬ বছর বয়সী নারী রিভাতি। এসময় গুরুতর আহত হয় তার শিশু সন্তান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

জাতীয় নাগরিক কমিটি মাদারীপুর জেলা শাখার ৫৩৭ নং সদস্য আরাফাত খান গ্রেফতার