মাদারীপুর পরিবহণ শ্রমিক নেতাকে কুপিয়ে জখম

🏠সারাদেশ  |29January  , 2025 9:23 pm

👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh

মাদারীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সহ-সড়ক বিষয়ক সম্পাদক রেজাউল শরীফকে দিনে-দুপুরে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা।


বুধবার সকাল পৌনে ১১টার দিকে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের পাশে বালুর মাঠে তাকে কুপিয়ে জখম করে ফেলে রাখে।


পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে মাদারীপুর জেলা আড়াই শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে রেজাউল শরীফ মাদারীপুর জেলা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আসেন। পরে কার্যালয়ের পাশে বালুর মাঠে গেলে ১২ থেকে ১৪ জনের একটি সন্ত্রাসী দল তাকে ঘেরাও করে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে ফেলে রেখে যায়। পরে তার ডাক-চিৎকালে লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর জেলা আড়াইশ শয্যা হাসপাতালে নিয়ে যায়।



এ সময় তার হাত-পা আর পিঠের একাধিক স্থানে জখমের চিহ্ন দেখা যায়। তবে রেজাউল শরীফ তাকে পূর্ব শত্রুতার জেরে সাবেক মন্ত্রী শাজাহান খানের ছোট ভাই হাফিজুর রহমান জাচ্চু খানের মালিকানাধীন ‘সার্বিক পরিবহণ’ এর সাবেক কর্মী আয়নাল বেপারী ও তার লোকজন নিয়ে তাকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ করেন। তবে আয়নাল বেপারী বিষয়টি অস্বীকার করেছে।


এ ঘটনায় মাদারীপুর জেলা পুলিশের চৌকস একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা করেছে বলেও জানা যায়।


এ ব্যাপারে আহত রেজাউল শরীফ বলেন, ‘আমাকে যারা কুপিয়েছে, তাদের মধ্যে আয়নাল বেপারীকে চিনি। সে নিজে থেকে আমাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। তার সাথে আমার অনেক আগ থেকেই ঝামেলা চলছিল। সে কারণেই আমাকে খুন করতে চেয়েছিল।’


তবে অভিযোগ অস্বীকার করেছে আয়নায় বেপারী বলেন, ‘আমি সকাল ৬টা থেকে আমার কাজের সাইডে ছিলাম। কীভাবে রেজাউলকে আমি জখম করবো। বরং তাকে যারা জখম করেছে, তাদের শাস্তি আমিও দাবি করি। আমার নাম বলে থাকলে সেটা ইচ্ছেকৃতভাবে বলা হয়েছে। আমি কোনোভাবেই এতে জড়িত নই।’


এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘সার্বিক পরিবহনের সাবেক দুই কর্মীর পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। যদি আহত পরিবার অভিযোগ দেয়, তাহলে দোষীকে গ্রেপ্তারে জোর চেষ্টা চালানো হবে।’

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরও ৪টি কমিশন গঠন করেছে সরকার

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম