ইয়াশাকে নিয়ে তুলকালাম, ঘটনা কতোটা সত্য?

 🏠Sports  |29 January , 2025 07:33 pm

👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh


রংপুরকে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখার খুশিতে মাতোয়ারা চিটাগাং কিংস। তবে এবার কিংসের কানাডিয়ান হোস্ট ইয়াশা সাগারের ভিডিওকে ভারতীয় নাগরিককে হেনস্তা করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রচার করা হয়েছে। তবে ফ্যাক্ট চেক করে জানা গেছে ঘটনাটি সত্য নয়।


দেশীয় ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, প্রচারিত ভিডিওতে বাংলাদেশে বেড়াতে আসা ভারতীয় পর্যটককে হয়রানির দৃশ্য নেই বরং বিপিএলে চিটাগং কিংসের হোস্ট (উপস্থাপক) ইয়াশা সাগারের সঙ্গে তার একজন ভক্তের ছবি তোলার সময় ধারণকৃত দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। যেখানে বেশ সাবলীলভাবে ছিলেন।

ভারতীয় নাগরিককে হেনস্তা করা হচ্ছে বলে প্রচারিত ভিডিওটি রিউমার স্ক্যানারের পরবর্তী অনুসন্ধানে ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ দিয়ে সার্চ করলে সিলেটের স্থানীয় সংবাদমাধ্যম ‘Sylhetview’ এর ফেসবুক পেজে চলতি মাসের ১৩ তারিখের ‘হাসি মুখে দর্শকদের সাথে সেলফি তুললেন ইয়াশা সাগর’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিওর (আর্কাইভ) সঙ্গে মিল পাওয়া যায়। যেখানে দেখা যায় ইয়াশা সাগরের সাথে ছবি তুলতে উৎসুক মানুষের মাঝে হেঁটে গাড়িতে উঠছেন ভারতীয় বংশোদ্ভুত এ তারকা।


এদিকে বাংলাদেশে এসে এখানকার পরিবেশ বেশ ভালো লাগছে বলে জানিয়েছিলেন তিনি। তার ইনস্টাগ্রাম পোস্ট এবং গণমাধ্যমে ভিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারে তাকে বলতে দেখা যায় যে তিনি বাংলাদেশে তার সময় এবং কাজ উপভোগ করছেন। বাংলাদেশিদের আতিথেয়তার প্রশংসাও করতে দেখা যায় তাকে।

বিপিএলে এবারের আসরে ভারতীয় বংশোদ্ভূত কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে অফিসিয়াল হোস্ট’ (উপস্থাপক) হিসেবে নিয়োগ দেয় চট্টগ্রাম কিংস।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরও ৪টি কমিশন গঠন করেছে সরকার

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম