দু’বছর হিমাগারে পড়ে থাকা ২ ভারতীয়র মরদেহ সৎকার, সরকারের ব্যয় ২৪ লাখ টাকা

 🏠সারাদেশ | 29 January  2025 3:13 pm

👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh


অবশেষে সৎকার করা হলো দীর্ঘদিন শরীয়তপুর সদর হাসপাতালের হিমাগারে পড়ে থাকা দুই ভারতীয় নাগরিকের মরদেহ। বুধবার (২৯ জানুয়ারি) সকালে পৌরসভার মনোহরবাজার শ্মশানঘাটে মরদেহ দুটি সৎকার করে কারা কর্তৃপক্ষ। দুই বছরের অধিক সময় ধরে পড়ে থাকা মরদেহ দুটির রক্ষণাবেক্ষণে সরকারকে গুনতে হয়েছে প্রায় ২৪ লাখ টাকা।


এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের স্বাস্থ সুরক্ষা বিভাগ ও সচিব পর্যায়ের বৈঠক শেষে মরদেহ দুটি সৎকারের সিদ্ধান্ত নেয় সরকার।


শরীয়তপুর কারা কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালে ১৮ মে ভারতীয় নাগরিক বাবুল সিং ও ৮ অক্টোবর সত্যেন্দ্র কুমারকে পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে আটক করে পুলিশ। পরে তাদের কারাগারে পাঠায় আদালত।


২০২৩ সালের ১৮ জানুয়ারি সত্যেন্দ্র কুমার ও ১৫ এপ্রিল মারা যান বাবুল সিং। এরপর থেকেই মরদেহ দুটি সদর হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করা হয়। পরে কুটনৈতিক আলোচনার পর মরদেহ দুটির সৎকারের সিদ্ধান্ত নেয় সরকার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরও ৪টি কমিশন গঠন করেছে সরকার

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম