পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অভিনেত্রী হিসেবে আমার আবার জন্ম হয়েছে: তিশা

ছবি
 🏠|বিনোদন | ১ মার্চ ২০২৫ শনিবার |১২:১০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত ছোট পর্দার বড় তারকা অভিনেত্রী তানজিন তিশা। নাটক ইন্ডাস্ট্রির পাশাপাশি তিনি ব্যস্ত থাকেন ওটিটির কাজ নিয়েও। সম্প্রতি দেশের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে তার নতুন ওয়েব ফিল্ম। নাম ‘ঘুমপরী’। জাহিদ প্রীতমের নির্মাণে কাজটি নিয়ে এই অভিনেত্রী সম্প্রতি নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। যেখানে তিনি জানান, এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র তাকে অভিনেত্রী হিসেবে নতুন করে আবার জন্ম দিয়েছে। তিশার ভাষ্য, “কিছু চরিত্র থাকে, যা একজন আর্টিস্টকে নতুন করে জন্ম দেয়। আমার বেলাতেও এমনটি হয়েছে। গল্পটি যখন আমি পাই। এর পরই আমি সিদ্ধান্ত নিই কাজটি করব। তারপর ভেতরে ভেতরে একটু ভয় হয় যে, আসলে চরিত্রটি আমি করতে পারব কি না। তবে নির্মাতার ওপর আমার ভরসা ছিল। সে যে আমার ভেতর থেকে সেরাটি বের করে আনবে। তেমনটাই হয়েছে। কাজটি সম্পন্ন করার পর মনে হয়েছে ‘ঘুমপরী’-তে আমার যে চরিত্র ‘জ্যোতি’। এটি আমার অভিনয় জীবনের অন্যতম একটি সেরা চরিত্র হয়ে থাকবে। এর কারণ দর্শকের ভালোবাসা।...

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ১ পয়েন্ট নিয়ে দেশে পা রাখলো বাংলাদেশ

ছবি
 🏠|খেলা | ১ মার্চ ২০২৫ শনিবার |১২:১০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| দেশে পা রাখলো বাংলাদেশ, ছবি: সংগৃহীত চলমান চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশ দলকে। যে প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছিল টাইগাররা, তার সামান্য অংশও পূরণ করতে পারেনি নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় বাজে পারফরম্যান্স আর ব্যর্থতার গ্লানি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে টাইগাররা। দেশে ফিরলেও খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। তাদের সামনে রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এর আগে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। তবে কম স্কোর নিয়েও বোলাররা লড়াই করেছিলেন। দ্বিতীয় ম্যাচেও একই চিত্র দেখা যায়। ব্যাটারদের ব্যর্থতায় ২৫০ রানের নিচে গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলার কথা থাকলেও বৃষ্টির কারণে টসই হয়নি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা ...

অলৌকিক সমীকরণে ঝুলছে আফগানিস্তানের সেমিফাইনালে স্বপ্ন

ছবি
 🏠|খেলা | ১ মার্চ ২০২৫ শনিবার |১২:১০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| আফগানিস্তান ক্রিকেট দল, ছবি: সংগৃহীত ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখানো আফগানিস্তান এখন সেমিফাইনালের স্বপ্ন দেখছে। কিন্তু এই স্বপ্ন বাস্তবে পরিণত করতে হলে তাদের নির্ভর করতে হবে একাধিক শর্তের ওপর। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় তারা। আগে ব্যাটিং করে আফগানিস্তান অজিদের সামনে ২৭৪ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। অস্ট্রেলিয়া লক্ষ্য তাড়ায় ভালোই এগোচ্ছিল, কিন্তু ১২.৫ ওভারের মাথায় বৃষ্টি এসে খেলা বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে মাঠে খেলা না গড়ানোয় পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি।  এতে করে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া ১ পয়েন্ট করে ভাগাভাগি করে নেয়। এতে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার। অন্যদিকে, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার সমান ৩ পয়েন্ট হয়ে যায়। কিন্তু রান রেট ভালো থাকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। যদিও তাদের এখনো একটি ম্যাচ বাকি। শনিবার (১ মার্চ) ইংল্যান্ড যদি দক্ষিণ আফ্রিকাকে হারি...

অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিরুদ্ধে কঠোর ‍হুঁশিয়ারি অমিত শাহ’র

ছবি
 🏠|আন্তর্জাতিক | ১ মার্চ ২০২৫ শনিবার |১২:১০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করতে সাহায্যকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রী অমিত শাহ। এ কাজে কাগজপত্র তৈরিতে সাহায্যকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছেন তিনি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিল্লি পুলিশের কর্মকর্তাদের এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।  অমিত শাহ বলেছেন, জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয় হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোরভাবে মোকাবেলা করা উচিত। তিনি তার বক্তব্যে আরও বলেন, ‘‘যেসব থানা এবং মহকুমা ধারাবাহিকভাবে খারাপ পারফর্ম করছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত।’’ এদিন, তিনি দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সম্পর্কিত উচ্চপর্যায়ের বৈঠকে এসব কথা বলেন।

The Jamaat Secretary asked the new party to form an alliance with the NCP

ছবি
🏠 | politics  | 27 February 2025 Thursday | 09: 21: PM 👤 | Staff Correspondent | Daily Dream world  News | Madaripur Dhaka Bangladesh The National Citizens Party (NCP) made its debut in the politics of the anti -discrimination student movement and the National Citizens Committee. Bangladesh Jamaat -e -Islami, BNP and leaders of various political parties were invited to launch the party's debut on Friday (February 26th) on Manik Mia Avenue in the capital. Bangladesh Jamaat -e -Islami has welcomed the new political party of the youth who already led the mass uprising in July. In this regard, journalists questioned the party secretary general Mia Ghulam Parwar.  When the party's debut on Manik Mia Avenue in front of the Parliament House this afternoon, the journalists questioned him whether Jamaat would talk to the new party with the upcoming elections or whether he would go to any alliance.  In response, the Jamaat Secretary gave the positive answer. Ghulam Parwar sa...

Tasnim Zara said that he was in politics

ছবি
🏠 |politics  | 27February2025 Thursday | 9: 36: PM 👤 | Staff Correspondent | Daily Dream world  News | Madaripur Dhaka Bangladesh We did not come to do politics for the occupation of power, the people of the people have come back to the people, ”said the new political party Jatiya Citizens Party (NCP) senior joint member secretary. Tasnim Zara. He said this at the Jatiya Citizens' Party's debut on Friday (February 26th) at Manik Mia Avenue in the capital. Dr. Tasnim Zara said the politics of the past was the game of power, the transaction of fraud and interests with the people. We want to end it. We want to do politics where the interests of a person or family will not be protected; Politics will be standing by the people, talking about the people. "We want a Bangladesh where anyone can lead the people on the basis of its ability and integrity," he said. This will not become his family identity. The senior joint member secretary of the Jatiya Citizens Party (NCP) to...

বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশে রমজান শুরু কাল

ছবি
 🏠|সারাদেশ|২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার|০৭:৪৯:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় কাল শনিবার (১ মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। দেশটির সংবাদমাধ্যম অন্তরা জানিয়েছে, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ইন্দোনেশিয়ায় রমজান মাস শুরু হচ্ছে ১ মার্চ থেকে। সে হিসেবে আজ শুক্রবার রাতেই পড়া হবে প্রথম রোজার তারাবির নামাজ। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সন্ধ্যার দিকে ইন্দোনেশিয়ার ধর্ম ভবনে ‘ইসবাত’-এর বৈঠক হয়। সেখানে ধর্মীয় ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার থেকে প্রথম রমজান উদযাপন করা হবে। দেশটির ধর্মমন্ত্রী নাসরুদ্দিন ওমর এক সংবাদ সম্মেলনে বলেছেন, “ইসবাত বৈঠকে সবাই এই সিদ্ধান্তে উপনীত হয় যে, শনিবার (১ মার্চ) ১৪৪৬ হিজরি সনের রমজান মাস শুরু হতে যাচ্ছে।” ইন্দোনেশিয়ায় কাল থেকেই রমজান শুরু হলেও তাদের প্রতিবেশী মালয়েশিয়া ও ব্রুনাইয়ে ২ মার্চ থেকে রমজান শুরু হতে যাচ্ছে। দুটি দেশই আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। এরপর ইন্দোনেশিয়া জানায়, তাদের এখান...

৪৫ বছর পর ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেলেন ফিলিস্তিনের মুক্তিকামী নেতা বারগুতি

ছবি
 🏠|আন্তর্জাতিক |২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার|৫:৩০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় জেলে কাটান ফিলিস্তিনি নাগরিক নায়েল বারগুতি। ৬৭ বছর বয়সী জীবনে তিনি ৪৫ বছর ইসরায়েলি কারাগারে বন্দি ছিলেন। অবশেষে তার মুক্তি মিলেছে। গতকাল বৃহস্পতিবার তাকে মুক্তি দেয় ইসরায়েল। বারগুতির ৪৫ বছরের কারা জীবনের মধ্যে কারাগারে একটানা কাটে ৩৪ বছর। এর মধ্য দিয়ে বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজনীতিবিদ হিসেবে ২০০৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠেছে। বারগুতি ‘আবু আল-নুর’ নামে ফিলিস্তিনি বন্দীদের মধ্যে পরিচিত। ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বেশি সময় ইসরায়েলের কারাগারে থাকা ব্যক্তিও তিনিই। ২০১১ সালে হামাস ‘গিলাদ শালিত’ বন্দিবিনিময়ের অংশ হিসেবে নায়েলকে মুক্ত করে এনেছিল। তবে সেই ছাড়া পাওয়া খুব বেশি দিনের জন্য হয়নি। ২০১৪ সালে তাকে আবারও গ্রেপ্তার করে ইসরায়েল বাহিনী।  বারগুতির পরিবার বলেছে, এবার মুক্তি পেয়ে ফিলিস্তিনের বাইরে নির্বাসিত জীবন কাটাতে সম্মত হয়েছেন তিনি। এ শর্তে ইসরায়েল তাকে আবার গ্রেপ্তার হওয়া থেকে মুক্ত থাকার কিছুটা স...

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু

ছবি
 🏠|সারাদেশ|২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার|৫:২০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার পর মানিক মিয়া এভিনিওয়ে আনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন, গীতা, বাইবেল, ত্রিপিটক থেকে কিছু অংশ পাঠ করা হয়। এরপর সবাই একসঙ্গে জাতীয় সংগীতের সাথে গলা মেলান। পরে জুলাই অভ্যুত্থানের নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরইমধ্যে মানিক মিয়া এভিনিউ লোকে লোকারণ্য হয়ে গেছে। নতুন এই দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা এতে যোগ দিয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির যোগ দেয়ার কথা রয়েছে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০টি পর আগেই চূড়ান্ত হয়েছে। দলটির শীর্ষ পদে রয়েছেন- আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা...

সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে: বুবলী

ছবি
 🏠|বিনোদন |২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার|৪:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের আসন্ন ঈদের সিনেমা ‘বরবাদ’ এর টিজার প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক মিনিট ৪৪ সেকেন্ডের টিজার শাকিব খানের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়। টিজারটি শেয়ার করে শাকিব লিখেছেন, ‘ভালোবাসা ও যুদ্ধের জন্য সবকিছুই ন্যায়সঙ্গত।’ এক মিনিট ৪৪ সেকেন্ডের ট্রিজারের এ ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশি সিনেমার শীর্ষ তারকা শাকিবের নতুন সিনেমার টিজার কবে আসবে- এ নিয়ে কয়েক দিন ধরে অন্তর্জালে চলছিল আলোচনা। বৃহস্পতিবার টিজার প্রকাশের পর পাওয়া গেছে ধুন্ধুমার অ্যাকশনের আভাস। যেখানে ভিডিওতে দেখা যায় শাকিব খানের ভয়ংকর রূপ। ট্রিজারের শুরুতেই মিশার উদ্দেশ্যে বলতে শোনা যায়- ‘আমার মা হয়ে লজ্জা হয়, আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না।’ বরবাদে শাকিব খান পুরোদস্তুর একজন গ্যাংস্টার হিসেবে ধরা দিয়েছেন। তাকে বলতে শোনা যায়, ‘আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু শুধুই আমার।’ এদিকে ‘বরবাদ’ টিজার দেখেছেন চিত্রনায়িক...

নতুন রাজনৈতিক দল; ‘সুপার টেনে’ থাকছেন যারা

ছবি
 🏠|রাজনীতি |২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার|৪:২০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলে ‘জাতীয় নাগরিক পার্টি’ আত্মপ্রকাশ করবে আজ। নতুন রাজনৈতিক দলের শীর্ষ ১০ পদ (‘সুপার টেন’) চূড়ান্ত হয়েছে। শীর্ষ ১০ পদে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে থাকছেন দুজন করে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে তৈরি মঞ্চ থেকে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে। জুলাই আন্দোলনে শহীদ পরিবার এই দল ঘোষণা করবে বলে জানা গেছে। অনুষ্ঠানে নতুন দলের দেড় শতাধিক সদস্যের কমিটি ঘোষণা করা হবে। আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলটির নামের ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)। দলের শীর্ষ পদে এসেছে একাধিক নারী নেতৃত্ব। ‘সুপার টেন’ নতুন রাজনৈতিক দলের শীর্ষ ১০ পদকে ‘সুপার টেন’ বলছেন উদ্যোক্তারা। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। সদস্যসচিব আখতার হোসেন। নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকা...

হাতিরঝিলে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাই আসলে শুটিংয়ের দৃশ্য: ডিএমপি

ছবি
 🏠|সারাদেশ|২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার|৪:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| রাজধানীর হাতিরঝিলে দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাই সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এটি আসলে শুটিংয়ের দৃশ্য। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হাতিরঝিলে ওভারপাসের নিচে ‘অস্ত্র ঠেকিয়ে’ চার যুবকের মোটরসাইকেল ছিনতাইয়ের যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে, সেটি আসলে প্রকৃত কোনো ছিনতাইয়ের ঘটনা নয়। এটি একটি সতর্কতামূলক ভিডিও তৈরির শুটিংয়ের দৃশ্য। এতে জানানো হয়, কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর কর্তৃক রাজধানীতে পাঠাও চালকদের নির্জন স্থানে অবস্থানকালে ছিনতাইয়ের ব্যাপারে সতর্ক করার উদ্দেশে সচেতনতামূলক একটি ভিডিও নির্মাণের অংশ হিসেবে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১ টার দিকে হাতিরঝিলের ২ নম্বর ব্রিজের মহানগর পূর্ব পাশের এলাকায় দৃশ্যটি ধারণ করা হয়। ভিডিও তৈরিতে যে পিস্তল ব্যবহার করা হয়েছে, সে...

তরুণ প্রজন্ম দেশ গঠনে ভূমিকা রাখতে পারে: সেনাপ্রধান

ছবি
 🏠|জাতীয় |২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার|১২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| দেশের তরুণ প্রজন্ম দেশ গঠনে ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের ইনানীতে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেরিন ড্রাইভ রেইস-২০২৫ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।   সেনাপ্রধান বলেন, দেশের তরুণ প্রজন্ম একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। তাই কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপন এবং সর্বস্তরে সুস্থতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে ‘রাইড ফর গ্লোরি’ এই বার্তাকে ধারণ করতে হবে। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের তরুণ প্রজন্ম যেন একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদেশিদের বিশেষভাবে ধন্যবাদ জানান, দেশব্যাপী এ ধরনের প্রতিযোগিতার আয়োজন অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত ...

দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবিহ পড়ার আহ্বান

ছবি
🏠 | International | 28February2025 Friday | 02: 11: AM 👤 | Staff Correspondent | Daily Dream world News | Madaripur Dhaka Bangladesh  পবিত্র রমজান মাসে খতমে তারাবিহ পড়ার সময় সারা দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।  বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতমে তারাবিহ নামাজে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে করে বিভিন্ন স্থানে যাতায়াতকারী কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে পবিত্র কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটি অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। পবিত্র কুরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন। এ পরিস্থিতি নিরসনকল্পে পবিত্র রমজান মাসের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র শবে কদরে পবিত্র কুরআন খতম করা সম্ভব হবে। দেশের ...

Australia's nurse case against Israeli patients threatened, dismissed from jobs

ছবি
 🏠 | International | 28February2025 Friday | 02: 11: AM 👤 | Staff Correspondent | Daily Dream world News | Madaripur Dhaka Bangladesh Australia's nurse case against Israeli patients threatened, dismissed from jobs An Australian Sydney nurse has been dismissed from the job through a video and police have filed a case against him in the incident. News BBC Three allegations have been made against the 21 -year -old nurse Sarah Abu Lebad. Which includes a threat to an organization; Threat of killing and harassing the profession using the profession. An unknown person posted a video online. Where randomly chatting has been seen. Abu Leb's body and another person were dismissed from the Bangtone Hospital soon after the incident.  Authorities said there was no evidence of damage to the anger against them before.  It is thought that the video was captured within that hospital. Which is an Israeli content creator. The video alleged that Abu Leb and Ahmed Rashed Nadir were not t...

The Rohingya issue will get new speed on the UN Secretary -General's visit: Philippo Grandy

ছবি
🏠 | International | 28February2025 Friday  | 02: 11: AM 👤 | Staff Correspondent | Daily Dream world  News | Madaripur Dhaka Bangladesh UN Secretary -General Antonio Guterres's visit to Bangladesh will get the Rohingya issue new, and UNHCR chief Philippo Grandy, the UN refugee agency, said. On Thursday (February 26th), the chief adviser to the state guest house in Dhaka. He met Muhammad Yunus and expressed this optimism. The chief adviser to expect that the upcoming international conference will come to the upcoming international conference with the Rohingya crisis. Muhammad Yunus said the United Nations called for the United Nations to bring back decades of humanitarian tragedy on the world map and to increase further support for the minorities in Myanmar. On Thursday (February 26th), the chief adviser to the state guest house in Dhaka. He met Muhammad Yunus and expressed this optimism. The chief adviser to expect that the upcoming international conference will come to the u...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৩ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা

ছবি
🏠|রাজনীতি |২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার|১২:১০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (ন্যাশনাল সিটিজেনস পার্টি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্রায় তিন লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউতে উত্তর পাশের লেনে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং সংসদ ভবনের দক্ষিণ গেটের সামনে প্রস্তুত করা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের মূল মঞ্চ।  জানা গেছে, জাতীয় সংসদ ভবনের কাছে বিশাল সমাবেশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (ন্যাশনাল সিটিজেনস পার্টি)। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের অনুষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে দলটির শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করা হবে। এ উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, আত্মপ্রকা...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন যারা

ছবি
 🏠|সারাদেশ|২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার|১২:১০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| ড. মুহাম্মদ ইউনূস, বেগম খালেদা জিয়া ও ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। দলের নাম রাখা হয়েছে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে বড় জমায়েতের কথা জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টাকে। পাশাপাশি বিএনপি-জামায়াত থেকে শুরু করে গণঅভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত ৫১ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিকদের। এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় গিয়ে সরকারপ্রধানের হাতে আমন্ত্...

ছাত্রদের নতুন দলকে ঢাকা কেন্দ্রীক উল্লেখ করে দুই সমন্বয়কের পদত্যাগ

ছবি
🏠|সারাদেশ|২৮ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার|১২:১০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| মেহেদী সজীব ও সালাউদ্দিন আম্মার, ছবি: সংগৃহীত ছাত্রদের নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ- এর মধ্যে ঢাকা ও ঢাবিকেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাব লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে সংগঠনটি থেকে পদপত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে পদ পাওয়া দুইজন সমন্বয়ক। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নিজ নিজ ফেসবুক পোস্টে এ কথা জানান তারা। পদত্যাগ করা দুইজন হলেন- গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক মেহেদী সজীব ও যুগ্ম-সদস্য সচিব সালাউদ্দিন আম্মার। ফেসবুক পোস্টে মেহেদী সজীব লিখেছেন, ‘আজ ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ এর কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আমার নাম বলা হয়েছে। গতকাল রাতেও এ নিয়ে আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করেছি। এখনও বলছি। নতুন বন্দোবস্তের নামে ঢাকা ও ঢাবিকেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাবের যে উত্থান লক্ষ্য করা যাচ্ছে, তার প্রতিবাদেই আমি এই প্লাটফর্মে থাকতে রাজি না।  কেন্দ্র থেকে অন্য একটি মাধ্যমে আমার সাথে কয়েকবার যোগাযোগ করা হয়েছিলো। ত...

Customs will soon be imposed on the European Union: Trump

ছবি
🏠 | International | 27February2025 Thursday | 10: 21: PM 👤 | Staff Correspondent | Daily Dream world  News | Madaripur Dhaka Bangladesh US President Donald Trump has not changed the decision on Canada and Mexico. On the other hand, tariffs will be imposed on the European Union soon. Qatar -based news media al -Jazeera said this in a report on Thursday (February 26th). US President Donald Trump says he will impose 20 percent tariff on import from the European Union. At the first meeting of the cabinet, Trump said the decision was taken on the tariff and the new decision would be announced soon. Trump's claim to Mexico and Canada claims that the US damage has been done. Thousands of people died in Fentanil, which entered the Mexico and Canada borders. So there is no reason to withdraw from Shulkop's decision. Trump insisted that on April 7, it was a desire to be effective but it was 2 dates. A 20 percent of the European Union vehicles, including vehicles, will be announced soon

জুলাই শহিদ’ ও ‘জুলাই যোদ্ধারা’ কে কী সুবিধা পাবেন

ছবি
 🏠|সারাদেশ|২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার|১০:০৫:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তারা তিন ক্যাটাগরিতে পাবেন ভাতা, চিকিৎসা, চাকরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা। গত ৯ ও ২৪ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, জুলাই অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাদের পরিবার ৩০ লাখ টাকা করে এককালীন পাবে। এই অর্থবছরে তাদের সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ করে পাবে। পরের অর্থবছরে প্রতিটি শহিদ পরিবারকে ২০ লাখ টাকা করে দেয়া হবে। তিনি জানান, শহিদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা দেয়া হবে। তিনটি মেডিকেল ক্যাটাগরিতে সুবিধা পাবেন। সরকারি, আধা সরকারি চাকরিতে সুযোগ পাবেন। অতি জরুরি এ ক্যাটাগরিতে এককালীন ৫ লাখ টাকা দেয়া হবে। ব্যাংকে চেকের মাধ্যমে। বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসাসেবা পাবেন। তিনি আরও জানান, ইতোমধ্যে জুলাইয়ের ৮৩৪ জন শহিদের তালিকা গেজেটে প্রকাশ করা হয়েছে। প্রতিটি শহিদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাবেন। এর মধ্যে ২০২৪-২০২৫ অর্থ বছরে জাত...

In the United Arab Emirates, the imprisonment of 5 imprisonment is being forgiven on the occasion of Holy Ramadan

ছবি
🏠 | International  | 27February2025 Thursday | 10: 21: PM 👤 | Staff Correspondent | Daily Dream vault News | Madaripur Dhaka Bangladesh Dubai ruler Sheikh Muhammad bin Rashid al -Maktum has ordered the release of 5,900 prisoners on the occasion of the holy Ramadan. Those who are imprisoned there because of various crimes. News Gulf News  Dubai Attorney General Chancellor Isam Isha al-Humaidan said they were being released because of the generosity of Sheikh Muhammad. So that they can meet their family again in the holy month of Ramjan. Al-Humaidan also said that the Dubai Public Prosecution has already started legal process to implement Sheikh Muhammad's order in coordination with the police. Meanwhile, the holy month of Ramadan will begin in the Arab world from March 7, the Abu Dhabi -based international astronomy center said. The company's director Mohammad Shawkat Ohnah said, "Half -moon will be seen in some parts of the Arab world on February 26. If the moon appears...

The new political party's debut, which said adviser Asif

ছবি
🏠 | independent | 27February2025 Thursday | 10: 21: PM 👤 | Staff Correspondent | Daily Dream vault News | Madaripur Dhaka Bangladesh Regarding the debut of the new political party, local government adviser Asif Mahmud Sajeeb Bhuiyan said, "I am not involved in the activities of the new party." Because I am still in charge of the government. We will not be able to be associated with any political party from the responsibility of the democratic transformation of this government. He said this while addressing reporters after a meeting with local villagers at Akbpur High School ground in Muradnagar, Comilla on Thursday (February 26th). Regarding the debut of the new political party at the time, Asif said, "I will expect not only the new political party, but all the political parties of Bangladesh will be welfare. The people should be the main goal of their political activities. Regarding the election, adviser Asif Mahmud said no final decision has been made on local gover...

Israel has shown an unprecedented contempt for human rights in Gaza: Volca Turk

ছবি
🏠 | International | 27February2025 Thursday | 10: 21: PM 👤 | Staff Correspondent | Daily Dream vault  News | Madaripur Dhaka Bangladesh UN Human Rights High Commissioner Volca Turk alleges that Israel has shown an unprecedented contempt for human rights in Gaza military operations. Besides, Hamas, a Palestinian independent organization, has also broken international law, he said. News Reuters  Turk said the international law in Gaza, which has broken in international law, cannot be hidden through anything. He said this while giving a new report to the Human Rights Council in Geneva on the human rights situation in Gaza and Israel and the human rights situation in East Jerusalem. The report also accused Hamas of Hamas. Turk said Hamas fired at Haradar, which is a war crimes involving the Israeli territory.  Tel Aviv claimed that Hamas assassinated about 120 people and assassinated more than 20 people on October 7, 2012. In response to this, Israel has continued to attack...

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ

ছবি
 🏠|রাজনীতি |২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার|১০:০৫:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| |সংরক্ষিত ছবি| নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে বিএনপিকে দাওয়াত দিতে সংসদ ভবনের এল ডি হলে দলটির বর্ধিত সভাস্থলে আসেন জাতীয় নাগরিক পার্টির তিন সদস্যের প্রতিনিধিরা। এ সময় বিএনপি মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ বিএনপির সকল কর্মীদের আগামীকালের আয়োজনে দাওয়াত দেয়া হয়েছে। এর পাশাপাশি শহিদ ও আহত পরিবারের সকলকেই আমন্ত্রণ জনানো হয়েছে বলে জানয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। তিনি আরও বলেন, নতুন দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টাদের ও আমন্ত্রণ জানানো হয়েছে। এসময় আগামীকাল জনগণের সতস্ফুর্ত সাড়া পাবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করতে আগ্রহী চীন

ছবি
 🏠|জাতীয় |২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার|১০:০৫:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| |সংরক্ষিত ছবি| বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে এক হাজার টন ইলিশ আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই আগ্রহ প্রকাশ করেন।  চীনের রাষ্ট্রদূত বলেন, চীনে বাংলাদেশের ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। তাই প্রাথমিকভাবে আমরা বাংলাদেশ থেকে এক হাজার টন ইলিশ আমদানি করতে চাই। এ ছাড়া বাংলাদেশে থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করারও আশা প্রকাশ করেছেন ইয়াও ওয়েন। একইসঙ্গে চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলেও জানান তিনি। ইতোমধ্যে চট্টগ্রামের ইকোনমিক জোনে ৩০টি চীনা কোম্পানি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু রাষ্ট্র। বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।  এসময় তিনি বাংলাদেশে কৃষি, ট্রান্সপোর্টেশন, অ্যাগ্রো-মেশিন...

গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে রিফাত রশীদের পদত্যাগ

ছবি
 🏠|রাজনীতি |২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার|৮:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| আত্মপ্রকাশের একদিনের মাথায় পদত্যাগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশীদ। ইতোমধ্যে তিনি পদত্যাগপত্রও জমা দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে নতুন এ ছাত্র সংগঠনের নেতারা এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে রিফাত রশীদ নেই। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সময় বুধবার গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘিরে বিশৃঙ্খলার ঘটনা পরিকল্পিত কি না, তা খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার জানান, ৩ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে তাহমীদ আল মুদাসসির চৌধুরী, তৌহিদ সিয়াম ও নাঈম রয়েছেন। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবেন। এ সময় বুধবারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া...

পদ বাড়িয়ে নাহিদের নেতৃত্বেই আত্মপ্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি, দ্বন্দ্ব কতটা মিটেছে

ছবি
 🏠|রাজনীতি  |২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার|৮:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| নতুন রাজনৈতিক দলে যারা থাকবেন বলে আলোচনা চলছে জাতীয় নাগরিক পার্টি' নাম নিয়ে শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। পদ-পদবি নিয়ে শেষ পর্যায়েও দ্বন্দ্ব-বিভেদ মেটানোর চেষ্টা ছিল। শেষ পর্যন্ত উপদেষ্টার পদ থেকে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আব্দুল্লাহ এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়ক হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তবে সবার মন যোগাতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের পদ তৈরি করা হয়। এই দুটি পদের জন্য দাবিদার হয়েছেন বেশ কয়েকজন। ফলে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। পরে এই দুই পদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলা বৈঠকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা এই সিদ্ধ...

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ড. ইউনূসকে আমন্ত্রণ

ছবি
 🏠|জাতীয় |২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার|৮:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| ড. ইউনূসকে নিমন্ত্রণপত্র তুলে দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল। নতুন দলটির নাম হবে ‘বাংলাদেশ নাগরিক পার্টি’! নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিমন্ত্রণপত্র দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বৃহস্পতিবার (২৭ ব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে ড. ইউনূসের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আব্দুল হান্নান মাসউদ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘২৪ পরবর্তী নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র দিলাম, আর দোয়া নিলাম।’ ক্যাপশনের শেষে একটি হার্ট ইমোজি যুক্ত করা হয়েছে। এদিকে, আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে গণঅভুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল ‘বাংলাদেশ নাগরিক পার্টি’।

নয়াদিল্লিতে শেখ হাসিনার মৃত্যুর খবরটি সত্য নয়

ছবি
 🏠|সারাদেশ|২৭ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার |১:৫৬:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| সম্প্রতি, ‘পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আজ ইন্তেকাল করেছেন’ ও ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন’ শীর্ষক শিরোনামে ইলেক্ট্রনিক গণমাধ্যম যমুনা টেলিভিশন এবং চ্যানেল 24-এর ডিজাইন সম্বলিত দুইটি পৃথক পৃথক ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এছাড়াও একই দাবিতে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস-এর ফটোকার্ড দাবিতেও একটি ছবি আলোচিত ফটোকার্ডগুলোর সঙ্গে প্রচার করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকেও শেখ হাসিনার মৃত্যুর সংবাদ প্রচার করা হয়েছে- এমন দাবিতে একটি স্ক্রিনশটও ফেসবুকে ঘুরছে। স্ক্রিনশটটিতে দেখা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকে শেখ হাসিনার ছবি ব্যবহার করে“শোক সংবাদ, দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি স্বৈরাচার পরবর্তী বাংলাদেশের উন্নয়নে অমূল্য অবদান রেখেছেন, তিনি আর আমাদের মাঝে আর নেই। দলের বিশ্বস্ত সূত্রের মাধ্যমে এই শোক স...

Assistant JJ ​​Best Bobby Student Sadia

ছবি
🗓️|Country|27 February 2025 Thursday| 2: 12: AM 🫂|Staff Correspondent| Daily Dream world  News | Madaripur Dhaka Bangladesh Halimatus Sadia has won first place across the country as Assistant Judge in the final result of the 8th Bangladesh Judicial Service (BJS) recruitment test. Halimatus Sadia, a student at Barisal University, took first place after the first time the first -launched Rajshahi University. The information was confirmed from the notification signed by Sharif AM Reza Zak, the test controller of the Bangladesh Judicial Service Commission Secretariat on Sunday (February 26th).  He is a 20-5 year student of the Law Department of Barisal University (Bobby). Sadia village home is in Lohalia village of Babuganj upazila of Barisal. This time the list of 12 people nominated as Assistant Judge was published in the final recruitment test. The list is initially known as the Assistant Judge of Barisal University. The other two are-Subrata Poddar, a student of the law depa...

Trump sat at the cabinet meeting, Elon Mask was also

ছবি
 🗓️| International | 27 February 2021 Thursday | 2: 12: AM 🫂 | Staff Correspondent | Daily Dream world  News | Madaripur Dhaka Bangladesh Trump sat in the cabinet meeting, and Trump was over a month of Elon Masksoopadent. Most of the ministers who nominated him have already received the approval of the Congress. This time, Trump also sat in the cabinet meeting. The meeting was seen by his close friend and wealthy Elon Musk. Trump met with the new cabinet on Wednesday (February 26th). After taking his power, the newly formed Government Action Office (DOGE) took over the Dhankub's Elon Musk. After the meeting, on social media, Trump said it was a fruitful meeting. "We all gathered at a great meeting," he said. Our start has been quite successful and it will continue for many years. White House's Press Secretary Caroline Levit had earlier stated that Mask was considered as a 'special government official' and 'senior adviser to the president' as the head...