অভিনেত্রী হিসেবে আমার আবার জন্ম হয়েছে: তিশা

🏠|বিনোদন | ১ মার্চ ২০২৫ শনিবার |১২:১০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত ছোট পর্দার বড় তারকা অভিনেত্রী তানজিন তিশা। নাটক ইন্ডাস্ট্রির পাশাপাশি তিনি ব্যস্ত থাকেন ওটিটির কাজ নিয়েও। সম্প্রতি দেশের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে তার নতুন ওয়েব ফিল্ম। নাম ‘ঘুমপরী’। জাহিদ প্রীতমের নির্মাণে কাজটি নিয়ে এই অভিনেত্রী সম্প্রতি নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। যেখানে তিনি জানান, এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র তাকে অভিনেত্রী হিসেবে নতুন করে আবার জন্ম দিয়েছে। তিশার ভাষ্য, “কিছু চরিত্র থাকে, যা একজন আর্টিস্টকে নতুন করে জন্ম দেয়। আমার বেলাতেও এমনটি হয়েছে। গল্পটি যখন আমি পাই। এর পরই আমি সিদ্ধান্ত নিই কাজটি করব। তারপর ভেতরে ভেতরে একটু ভয় হয় যে, আসলে চরিত্রটি আমি করতে পারব কি না। তবে নির্মাতার ওপর আমার ভরসা ছিল। সে যে আমার ভেতর থেকে সেরাটি বের করে আনবে। তেমনটাই হয়েছে। কাজটি সম্পন্ন করার পর মনে হয়েছে ‘ঘুমপরী’-তে আমার যে চরিত্র ‘জ্যোতি’। এটি আমার অভিনয় জীবনের অন্যতম একটি সেরা চরিত্র হয়ে থাকবে। এর কারণ দর্শকের ভালোবাসা।...