অলৌকিক সমীকরণে ঝুলছে আফগানিস্তানের সেমিফাইনালে স্বপ্ন

 🏠|খেলা | ১ মার্চ ২০২৫ শনিবার |১২:১০:এএম

👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|

আফগানিস্তান ক্রিকেট দল, ছবি: সংগৃহীত

ইংল্যান্ডকে হারিয়ে চমক দেখানো আফগানিস্তান এখন সেমিফাইনালের স্বপ্ন দেখছে। কিন্তু এই স্বপ্ন বাস্তবে পরিণত করতে হলে তাদের নির্ভর করতে হবে একাধিক শর্তের ওপর।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় তারা। আগে ব্যাটিং করে আফগানিস্তান অজিদের সামনে ২৭৪ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। অস্ট্রেলিয়া লক্ষ্য তাড়ায় ভালোই এগোচ্ছিল, কিন্তু ১২.৫ ওভারের মাথায় বৃষ্টি এসে খেলা বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে মাঠে খেলা না গড়ানোয় পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। 


এতে করে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া ১ পয়েন্ট করে ভাগাভাগি করে নেয়। এতে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার। অন্যদিকে, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার সমান ৩ পয়েন্ট হয়ে যায়। কিন্তু রান রেট ভালো থাকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। যদিও তাদের এখনো একটি ম্যাচ বাকি।

শনিবার (১ মার্চ) ইংল্যান্ড যদি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়, তাহলে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের পয়েন্ট সমান হবে। তখন নেট রান রেট হিসাব করা হবে। এখানে আফগানিস্তান অনেক পিছিয়ে রয়েছে। বর্তমানে তাদের নেট রান রেট -০.৯৯০, যেখানে দক্ষিণ আফ্রিকার নেট রান রেট +২.১৪০।


সেমিফাইনালে যেতে হলে আফগানিস্তানের প্রার্থনা করতে হবে যে ইংল্যান্ড যেন বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারায়। উদাহরণস্বরূপ, যদি দক্ষিণ আফ্রিকা ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নামে, তাহলে তাদের অন্তত ২০৭ রানের বিশাল ব্যবধানে হারতে হবে।

অর্থাৎ, আফগানিস্তানের জন্য সেমিফাইনালের রাস্তা এখনো খোলা থাকলেও, তা অত্যন্ত কঠিন এবং প্রায় অসম্ভব এক সমীকরণ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরও ৪টি কমিশন গঠন করেছে সরকার

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম