ঈদের চাঁদ দেখতে এআই ড্রোন ব্যবহার করছে আরব আমিরাত

 🏠|আন্তর্জাতিক | ২৯ মার্চ ২০২৫ শনিবার |৫:৪০:পিএম

👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|

ঈদের চাঁদ দেখতে এআই ড্রোন ব্যবহার করছে আরব আমিরাত। ছবি: সংগৃহীত

এ বছর ঈদুল ফিতরকে সামনে রেখে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য এআই চালিত ড্রোন ব্যবহার করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার (২৯ মার্চ) দেশটির ফতোয়া কাউন্সিল এ বিষয়ে সভা আহ্বান করেছে। খবর খালিজ টাইমসের।

সংযুক্ত আরব আমিরাতজুড়ে পাঁচটি অত্যাধুনিক অবজারভেটরি (পর্যবেক্ষণিকা) — আল খাতিম, জাবাল হাফেত, দুবাই, শারজাহ এবং রাস আল খাইমা— সুনির্দিষ্ট পর্যবেক্ষণ নিশ্চিত করতে উন্নত প্রযুক্তিতে সজ্জিত। এগুলো মাটি থেকে ৩০০ মিটারেরও বেশি উচ্চতায় উড়তে পারে।


সুনির্দিষ্ট জ্যোতির্বিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে ড্রোনগুলো চাঁদের অবস্থানের দিকে পরিচালিত হবে। মানুষের দৃষ্টিতে বাধা দিতে পারে এমন চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে। একইসঙ্গে ড্রোনগুলো সঠিক পর্যবেক্ষণ নিশ্চিত করতে পারে।

দ্বিতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাত চাঁদ দেখার জন্য ড্রোন মোতায়েন করছে। এর আগে ড্রোন ব্যবহার করে রমজান ক্রিসেন্ট বা শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য দেশটি বিশ্বে প্রথম ছিল। ড্রোনগুলো ছবি বিশ্লেষণ, ডেটা প্রক্রিয়াকরণ, চাঁদের অবস্থান এবং এর দৃশ্যমানতার সম্ভাবনা নির্ধারণ করতে এআই এবং স্মার্ট প্রযুক্তি ব্যবহার করবে।


আবুধাবির ঐতিহাসিক আল-হোসন সাইটে অনুষ্ঠিত সভায় শেখ আবদুল্লাহ বিন বায়া এবং ড. ওমর হাবতুর আল দারেইয়ের সভাপতিত্ব করবেন। এ সময় শরিয়াহ, জ্যোতির্বিদ্যা এবং আইন বিশেষজ্ঞরা চাঁদ দেখা প্রক্রিয়া তত্ত্বাবধান করবেন।

এই কমিটি জনসাধারণকে (আল-শুওয়াইফাহ) ২৯শে রমজান সূর্যাস্তের পর চাঁদ দেখার জন্য এবং সরকারি চ্যানেলের মাধ্যমে তাদের ফলাফল রিপোর্ট করার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরও ৪টি কমিশন গঠন করেছে সরকার

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম