কালকিনিতে প্রশাসনের অভিযানে অবৈধ ট্রলি ট্রাকের চালককে জরিমানা

 🏠|সারাদেশ | ২৮ এপ্রিল ২০২৫ সোমবার |১২:৪৫:এএম

👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ এর দিক নির্দেশনায় আজ বিকালে কালকিনি ব্রিজের পাশে বালু, মাটি, ইটবাহী অবৈধ ট্রলি (মাহিন্দ্র) এর বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম অভিযান পরিচালনা করেন। এসময় এক জনকে ১০০০ টাকা জরিমানাপূর্বক তা আদায় করা হয়েছে। এসময় কালকিনি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ
সম্পাদক ও প্রকাশক: মেহেদী হাসান
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরও ৪টি কমিশন গঠন করেছে সরকার

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম