ভুয়া কাগজপত্র দেখিয়ে আমেরিকা যাওয়ার চেষ্টা, কেবিন ক্রু অনিমা আটক

 🏠|সারা দেশ | ৩১ মে ২০২৫ শনিবার  |৩:২৯:পিএম

👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু জেরিন তাসনিম অনিমা। ছবি: সংগৃহীত

ভুয়া কাগজপত্র দেখিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করতে গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে আটক হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু জেরিন তাসনিম অনিমা। গত বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের (ইকে ৫৮৭) ফ্লাইটে তার দেশত্যাগের কথা থাকলেও ইমিগ্রেশন চেকিংয়ে ধরা পড়েন তিনি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র এবিএম রওশন কবীর জানান, “বিমানের কোনো কর্মকর্তা-কর্মচারীকে বিদেশ সফরের জন্য অবশ্যই ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) নিতে হয়। অনিমা যে এনওসি দাখিল করেছিলেন, তা ছিল অবৈধ। তাছাড়া তিনি যে স্টাডি লিভের জন্য আবেদন করেছিলেন, সেটিও অনুমোদিত হয়নি। ভুয়া কাগজপত্র ব্যবহার করে বিদেশ যাওয়ার চেষ্টা অবশ্যই চাকরিবিধি পরিপন্থী। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।

সূত্র জানায়, অনিমার পিতা আশরাফ আলী সরদার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন ফ্লাইট পার্সার। এ সুবাদে দীর্ঘদিন ধরে মেয়ের জন্য বিভিন্ন ‘অনিয়মতান্ত্রিক সুবিধা’ আদায় করে আসছিলেন তিনি। হজ মৌসুমে কেবিন ক্রুরা যখন অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন, তখন অনিমা ভুয়া চিকিৎসা সনদ দেখিয়ে ছুটি নিয়েছিলেন।


জানা গেছে, গত ১ মার্চ তিনি চিকিৎসাজনিত ছুটিতে যান, যা ১৪ দিন করে কয়েক দফায় বাড়িয়ে ২৯ মে পর্যন্ত নেওয়া হয়। এ প্রসঙ্গে বিমানের একাধিক কর্মকর্তা জানান, তার হাতের প্লাস্টার ও এক্স-রে রিপোর্ট নিয়ে শুরু থেকেই সন্দেহ ছিল। অভিযোগ রয়েছে, তিনি অন্য একজনের এক্স-রে রিপোর্ট ব্যবহার করে ভুয়া চিকিৎসা সনদ তৈরি করেন এবং বিমানের চিকিৎসক ডা. মাসুদের সহায়তায় তা দাখিল করেন।

এছাড়া, তার স্টাডি লিভের আবেদনও নিয়মবহির্ভূত ছিল, কারণ চাকরিতে তিন বছর পূর্ণ না হলে এমন ছুটি অনুমোদনযোগ্য নয়। অনিমার চাকরির বয়স মাত্র দুই বছর

।ওই কর্মকর্তারা আরও জানান, অনিমার বাবা তদবির করে মেয়ের স্টাডি লিভ অনুমোদনের চেষ্টা করেন। মূলত ভিসা প্রক্রিয়ায় জটিলতা এড়াতে ভুয়া মেডিক্যাল নথিপত্র প্রস্তুত করা হয়। এপ্রিল মাসেই অনিমা যুক্তরাষ্ট্রের ভিসা পান। পরে বিমানের অনুমতি না নিয়ে তার বাবা নিজেই মেয়ে অনিমাকে ভুয়া কাগজপত্রসহ বিমানবন্দরে পৌঁছে দেন।

এ ঘটনায় জেরিন তাসনিম অনিমা ও তার বাবা আশরাফ আলী সরদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।


দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ

সম্পাদক ও প্রকাশক: মেহেদী হাসান

whatsapp : 01405-188896

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরও ৪টি কমিশন গঠন করেছে সরকার

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম