গাজায় আগ্রাসন চালানো ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত না করায় ইউরোপীয় ইউনিয়নের তীব্র নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ...
🏠|আন্তর্জাতিক | ২৭ জুন ২০২৫ শুক্রবার |১২:১০:পিএম
👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|
![]() |
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি: সংগৃহীত |
গাজায় আগ্রাসন চালানো ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত না করায় ইউরোপীয় ইউনিয়নের তীব্র নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
বৃহস্পতিবার (২৬ জুন) ব্রাসেলসে ইইউ কাউন্সিলের বৈঠকের আগে সানচেজ বলেন, 'এটা একেবারেই অর্থহীন যে, আমরা ইউক্রেন এবং ইউরোপের বিরুদ্ধে আগ্রাসনের জন্য রাশিয়ার ওপর ১৮টি নিষেধাজ্ঞার প্যাকেজ পাস করেছি, কিন্তু দ্বিমুখী মানদণ্ড নিয়ে ইসরায়েলের সঙ্গে অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করতেও পারিনি - যখন তারা স্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন করছে।'
সানচেজ আরও বলেন, আজ বৃহস্পতিবারের বৈঠকে তিনি ইইউকে ইসরায়েলের সঙ্গে চুক্তি অবিলম্বে স্থগিত করার জন্য চাপ দেবেন।
ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তির অনুচ্ছেদ ২-এ বলা হয়েছে, মানবাধিকার এবং গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধা চুক্তির একটি 'অপরিহার্য উপাদান'।
বৃহস্পতিবার সানচেজ বলেন, এটা আরও স্পষ্ট যে, ইসরায়েল চুক্তির অধীনে তার মানবাধিকারের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে এবং ইইউ পদক্ষেপ নেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারে না।
স্পেন এবং আয়ারল্যান্ড প্রথমে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চুক্তিটি পর্যালোচনা করার জন্য জোটের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করে। গত মে মাসে নেদারল্যান্ডসের উদ্যোগের পর চুক্তিটি পর্যালোচনা করতে সম্মত হয়।
স্পেনের প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের প্রথম লক্ষ্য হলো পরিস্থিতির পরিবর্তন আনা। যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আমরা আরও পদক্ষেপ নিয়ে আলোচনা করতে পারি।
মন্তব্যসমূহ