মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১

 ঘটনাস্থল থেকে বাসের চালক পালিয়ে গেছে। ঘাতক বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

🏠|সারা দেশ | ২৪ জুন  ২০২৫ মঙ্গলবার  |১১:৫০:পিএম

👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|



মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় এক নসিমন চালক নিহত এবং ১১ জন আহত হয়েছেন।


মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার রাজৈর উপজেলার কালীবাড়ি মোড়ে যাত্রীবাহী বাস, নসিমন ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ইন্দজিৎ ভদ্র (৪০) নামে এক নসিমন চালক নিহত হন। একই সাথে আহত হন নসিমনে থাকা শুভ বিশ্বাস (২১) নামে আরো একজন। তারা দুইজনই গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা।

অপরদিকে দুপুর দেড়টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জেলার শিবচর উপজেলার দৌলতপুর নামক স্থানে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে নসিমন নিয়ে রাজৈর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন ইন্দ্রজিৎ ও শুভ। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের কালিবাড়ী মোড় এলাকায় আসলে বরিশালগামী ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস নসিমনটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় নসিমনটি ছিটকে গিয়ে ওই স্থানে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা লাগে। এতে নসিমন চালক ইন্দ্রজিৎ ও তার সাথে থাকা শুভ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইন্দ্রজিৎকে মৃত ঘোষণা করেন এবং শুভকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।


অপরদিকে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে শিবচর উপজেলার দৌলতপুরে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে পরিবহনটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হন। পরে খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে হাইওয়ে পুলিশ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।


ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহতের ঘটনা নিশ্চিত করে মোস্তফাপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আরব আলী বলেন, ‘দুইজনকে আহত অবস্থায় রাজৈর হাসপাতালে নিয়ে আসলে ইন্দ্রজিতের মৃত্যু হয়েছে বলে জানায় চিকিৎসক। পরে তার পরিবারের জিম্মায় লাশটি দেয়া হয়েছে। তবে ঘাতক বাসটিকে পাওয়া যায়নি। এ বিষয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে বাসের চালক পালিয়ে গেছে। ঘাতক বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরও ৪টি কমিশন গঠন করেছে সরকার

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম