ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ ভুয়া ডাক্তারকে জরিমানা, একজনের বিরুদ্ধে মামলা
🏠|সারাদেশ| ২৯ জুন ২০২৫ রবিবার |১:৫০:এএম
👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|
বরগুনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকের পর তিন ভুয়া ডাক্তারকে জরিমানা ও একজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার (২৯ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ। এ সময় অভিযুক্তদের জরিমানা ও মামলা করা হয়।
এর আগে, শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ ভুয়া ডাক্তারকে আটক করা হয়।
পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্তরা বিএমডিসির সনদপ্রাপ্ত নন। এছাড়া ডাক্তার পদবি ব্যবহারের যোগ্যতা সম্পন্নও নয় তারা। তাই তাদের মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় আনা হয়।
এ সময়, বিধান চন্দ্র সরকার, ইদ্রিস আলম ও জাহাঙ্গীর হোসেনকে ১ লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। আর জহিরুল ইসলাম সৌরভের নামে একটি মামলা করা হয়।
মন্তব্যসমূহ