ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ ভুয়া ডাক্তারকে জরিমানা, একজনের বিরুদ্ধে মামলা

 🏠|সারাদেশ| ২৯ জুন ২০২৫ রবিবার |১:৫০:এএম

👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|

বরগুনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকের পর তিন ভুয়া ডাক্তারকে জরিমানা ও একজনের বিরুদ্ধে মামলা হয়েছে।



শনিবার (২৯ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ। এ সময় অভিযুক্তদের জরিমানা ও মামলা করা হয়।


এর আগে, শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ ভুয়া ডাক্তারকে আটক করা হয়।


পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্তরা বিএমডিসির সনদপ্রাপ্ত নন। এছাড়া ডাক্তার পদবি ব্যবহারের যোগ্যতা সম্পন্নও নয় তারা। তাই তাদের মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় আনা হয়।



এ সময়, বিধান চন্দ্র সরকার, ইদ্রিস আলম ও জাহাঙ্গীর হোসেনকে ১ লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। আর জহিরুল ইসলাম সৌরভের নামে একটি মামলা করা হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

জাতীয় নাগরিক কমিটি মাদারীপুর জেলা শাখার ৫৩৭ নং সদস্য আরাফাত খান গ্রেফতার