পোস্টগুলি

জুলাই, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

যুক্তরাষ্ট্রে পড়াশোনা: বাংলাদেশি ছাত্রদের দ্রুত আবেদন করতে বলল দূতাবাস

ছবি
  বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী এবং প্রত্যয়িত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছেন, তাদের দ্রুত সময়ের মধ্যে ছাত্র ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা প্রক্রিয়াকরণের জন্য পর্যাপ্ত সময় হাতে রাখার গুরুত্ব তুলে ধরে এই তাগিদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) মার্কিন দূতাবাস একটি পোস্ট শেয়ার করে। সেখানে জানানো হয়, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হতে কিছু সময় লাগে। তাই, শিক্ষাবর্ষ শুরুর আগে পর্যাপ্ত সময় হাতে রেখে ভিসার আবেদন করা অপরিহার্য। এটি শিক্ষার্থীদের সময়মতো তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিতে সাহায্য করবে। দূতাবাস থেকে আরও জানানো হয়েছে, সময়মতো ভিসার জন্য আবেদন করলে ভিসা প্রক্রিয়াকরণে অপ্রত্যাশিত বিলম্ব এড়ানো সম্ভব হবে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রতি বছর বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী আবেদন করেন। যুক্তরাষ্ট্রের দূতাবাস নিয়মিতভাবে শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া ...

জুলাই গণ-অভ্যুত্থান আমাদের প্রজন্মের আত্মচেতনার জাগরণ: মেহেনাজ

ছবি
  নাফসিন মেহেনাজ আজিরিন জুলাই গণ-অভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের একত্রিত করার চেষ্টা করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফসিন মেহেনাজ আজিরিন। নাফসিন মনে করেন, নারীরা যখন রাস্তায় নেমে আসেন তখন ইতিহাস পাল্টে যায়। নারী শক্তি রাজনীতিতে যুক্ত হলে দেশের রাজনীতি পাল্টে যাবে। নাফসিন এমন এক বাংলাদেশ চান, যেখানে কেউ প্রশ্ন করলে গুম হবে না, প্রতিবাদ করলে গুলি খাবে না। যেখানে ভিন্নমত প্রকাশ করলে অপরাধ হবে না। তিনি একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন স্বপ্নের কথা জানান জুলাইয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া মেহেনাজ। সাক্ষাৎকারে নাফসিন মেহেনাজ আজিরিন বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান আমাদের প্রজন্মের আত্মচেতনার জাগরণ। এটা শুধু একটি সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল একদল তরুণ-তরুণীর বিবেকের ডাকে সাড়া দেওয়ার এক ঐতিহাসিক মুহূর্ত। আমি এই অভ্যুত্থানকে দেখি একটি নবজাগরণ হিসেবে, যেখানে সত্য, সাহস ও স্বপ্ন একসাথে মিশে একটি নতুন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর গড়ে তোলে।’ তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থান ছিল এক নতুন আশার আলো, বিশ্বের উন্নত দেশ...

আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন ট্রাম্প, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ছবি
  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়ায় আগামী অক্টোবরে অনুষ্ঠেয় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ানের সম্মেলনে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩১ জুলাই) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই তথ্য নিশ্চিত করেছেন। খবর সাউথ এশিয়া মর্নিং পোস্টের। ইব্রাহিম বলেছেন, বৃহস্পতিবারের ফোনকলে ট্রাম্প নিশ্চিত করেছেন যে তিনি আসিয়ানের সামিটে থাকছেন। এ ছাড়া কম্বোডিয়া ও থাইল্যান্ডের সংঘাত বন্ধে মালয়েশিয়া মধ্যস্থতায় যে ভূমিকা রেখেছে তার জন্য মার্কিন প্রেসিডেন্ট স্বাগত জানিয়েছেন বলে জানান ইব্রাহিম। পার্লামেন্টে ভাষণকালে ইব্রাহিম বলেছেন, ‘আজ সকাল ৬টা ৫০ মিনিটে ট্রাম্পের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি অক্টোবরে অনুষ্ঠেয় ৪৭তম আসিয়ান সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।’  মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছেন, ট্রাম্পের সঙ্গে শুল্ক ও মুক্ত বাণিজ্য নিয়ে কথা হয়েছে। ইব্রাহিম বলেছেন, মালয়েশিয়ার পণ্যের ওপর মার্কিন শুল্ককার কত হবে তা আগামী ১ আগস্ট ঘোষণা করা হবে।

ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা মিয়ানমারের জান্তা সরকারের

ছবি
  মিয়ানমারের সামরিক প্রধান জেনারেল মিন অং হ্লাইং। ছবি : এএফপি মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার ডিসেম্বর মাসেই দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) এই নির্বাচন আয়োজনের জন্য সামরিক প্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে একটি ১১ সদস্যের কমিশনও গঠন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এটি ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে প্রথম জাতীয় ভোট হতে যাচ্ছে। মিয়ানমারের রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন (এমআরটিভি) জানিয়েছে, নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে, সামরিক প্রধান মিন অং হ্লাইং অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে এই ভোটের তত্ত্বাবধান করবেন, কার্যকরভাবে দেশের দায়িত্বে থাকবেন। একই সঙ্গে, তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবেও বহাল থাকবেন। মিয়ানমারে ২০২১ সালের অভ্যুত্থান গৃহযুদ্ধের সূত্রপাত ঘটায় ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিকে গভীর বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দেয়। প্রস্তাবিত এই নির্বাচন সেই বিশৃঙ্খলার মধ্যে একটি নতুন রাজনৈতিক অধ্যায় শুরুর ইঙ্গিত দিচ্ছে।

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, সাড়ে ৫ কোটি টাকা ফ্রিজ করল সিআইডি

ছবি
  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং তার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মোতাল্লেস হোসেন ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে সিআইডি। আদালতের আদেশ অনুযায়ী— এসব হিসাবে মোট ৫ কোটি ৩ লাখ ৩ হাজার ৭৮২ টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিআইডির অনুসন্ধানকালে পাওয়া বিভিন্ন রিপোর্ট ও ডকুমেন্ট এবং ব্যাংক হিসাব পর্যালোচনায় দেখা যায়— মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে প্রায় ২৬ দশমিক ৮৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অর্থপাচার এবং অবৈধ উপায়ে অর্জিত সম্পদের সঙ্গে এর সম্পৃক্ততা খতিয়ে দেখতে তার স্থাবর সম্পত্তি ও আর্থিক কার্যক্রম পর্যালোচনার কাজও চলমান রয়েছে। এ ছাড়া, প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের অন্যান্য সন্দেহভাজনদের শনাক্ত করার কার্যক্রমও অব্যাহত রেখেছে সিআইডি।

৩ সন্তানসহ শেখ রেহানার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

ছবি
  শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক।ছবি: সংগৃহীত। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় দুদকের করা পৃথক তিন মামলায় শেখ রেহানা ও তার তিন সন্তানের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। অন্য আসামিরা হলেন— শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক। এ বিষয়ে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, ‘তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এসব মামলায় শেখ রেহানা, টিউলিপ ও শেখ হাসিনাসহ আসামি ১৭ জন। আজমিনা, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৮ জন এবং রাদওয়ান, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।  আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আ...

গাজায় প্রবেশ করল সৌদি আরবের মানবিক সহায়তা

ছবি
  দীর্ঘদিন অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্ষুধার্ত ও দুর্দশাগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে সৌদি আরব। বুধবার (৩০ জুলাই) সকালে রাফা ক্রসিং দিয়ে ছয়টি ট্রাকে করে এসব সহায়তা গাজায় প্রবেশ করে। খবর আরব নিউজের। আরব নিউজ জানিয়েছে, সৌদি বাদশাহ সালমানের মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র কে এস রিলিফের তত্ত্বাবধানে এই সহায়তা পাঠানো হয়েছে। ট্রাকগুলোতে প্রধানত খাদ্যসামগ্রী ছিল, যা গাজার ক্ষুধার্ত জনগণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে বিবেচিত। সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত ৫৮টি কার্গো বিমান ও ৮টি জাহাজের মাধ্যমে গাজার জন্য বিপুল পরিমাণ সহায়তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে সৌদি গ্যাজেট। এ সহায়তার মধ্যে ছিল প্রায় ৭ হাজার ২০০ টন খাদ্য, ওষুধ, আশ্রয়ের সামগ্রী এবং ২০টি অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সগুলো ইতিমধ্যে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়েছে। ইসরায়েলের টানা বর্বর হামলার কারণে গাজা এখন ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। সেখানে বহু মানুষ খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন পার করছেন। আন্তর্জাতিক মহলের চাপের মুখে সম্প্রতি সীমিত আকারে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিচ্...

সাময়িক বরখাস্ত হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা

ছবি
  কর্মস্থলে অনুপস্থিত থাকা, অধস্তনের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দিয়ে সংসার ভাঙার চেষ্টা, অভিযোগ জানাতে আসা ব্যক্তিকে মারধর এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে নির্যাতন করার অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন পুলিশের পাঁচ কর্মকর্তা৷ বুধবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক পাঁচ প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্তের আদেশ জানানো হয়। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— রাজশাহীর সাবেক ডিআইজি আনিসুর রহমান, রংপুর মহানগর পুলিশের সাবেক ডিসি মোহাম্মদ শিবলী কায়সার, র‌্যাবের অতিরিক্ত এসপি জুয়েল চাকমা, ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের সাবেক এডিসি (এসপি পদে সুপার নিউমারারারি পদোন্নতি পাওয়া) রাজীব দাস ও বরিশাল আরআরএফের এএসপি আফজাল হোসেন। এদের মধ্যে এসপি শিবলী কায়সারকে বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করতে আসা ব্যক্তিকে মারধরের অভিযোগে। অতিরিক্ত এসপি জুয়েল চাকমা বরখাস্ত হয়েছেন দুই বছর আগে মেডিকেল প্রশ্নফাঁসের অভিযোগে পাঁচ চিকিৎসককে গ্রেপ্তার করে নির্যাতন ও তাদের যথাসময়ে আদালতে হাজির না করানোর অভিযোগে। কনস্টেবলের প্রথম স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়া, কুপরামর্শ ও তার সংসার ভাঙার চেষ্টার অভি...

ডাকসুতে স্বতন্ত্র প্যানেলে নির্বাচন করবেন উমামা ফাতেমা

ছবি
  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন । বুধবার (৩০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ফেসবুক পোস্টে উমামা বলেন, “সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ২০২৫ এর তফসিল ঘোষণা হয়েছে এবং নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।” তিনি আরও বলেন, “দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে থাকা শিক্ষার্থীদের নিয়ে একটি স্বতন্ত্র প্যানেল করতে চাই। যা আসন্ন ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে গবেষণাভিত্তিক ও দূরদর্শী কাজ করার চেষ্টা করবে।” ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, “আমি উমামা ফাতেমা, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী।” “আমি বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ থেকেই ছাত্র রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম এবং রাজনৈতিক সংগঠনের...

উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৩৫

ছবি
 কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ প্রতিবেদনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনার পর দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উপজেলা সদরের আল্লাহু চত্বরে এসব ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারীরা একটি টিভি চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ‘নাগরিক সমাজ’-এর ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। একই সময় উপজেলা ছাত্রদলও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা ও গ্রেপ্তারের’ প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয়। দুই মিছিল কাছাকাছি আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়াছুড়ি শুরু হলে কমপক্ষে ৩৫ জন আহত হন। ‘নাগরিক সমাজ’-এর আহ্বায়ক মিনাজুল হক বলেন, কয়েক দিন আগে কায়কোবাদের এক অনুসারীকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। পরে কায়কোবাদের লোকজন থানায় হামলা করে ওই চাঁদাবাজকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘট...

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নতুন হুমকি নিয়ে উদ্বিগ্ন রাশিয়া

ছবি
  রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ছবি: সংগৃহীত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন হামলার হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল-মার্কিন বোমা হামলার পর নতুন করে হুমকির প্রেক্ষিতে মস্কোর পক্ষ থেকে এই উদ্বেগ জানানো হলো। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও ইরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। দেশ দুটি এই বছর একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিও সই করেছে। বুধবার (৩০ জুলাই) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেন, পারমাণবিক স্থাপনায় বোমা হামলা সাধারণ ঘটনা নয়। এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন তিনি উল্লেখ করেন, এর সঙ্গে সম্পর্কিত বিপর্যয়কর ঝুঁকিগুলোকেও উপেক্ষা করা যাবে না। এর ন্যায্যতাও দেওয়া যাবে না। জাখারোভা আরও বলেন, তেহরান এবং জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার মধ্যে সহযোগিতা স্বাভাবিক করার পূর্বশর্ত হলো একটি টেকসই শান্তি মীমাংসা এবং ইরানের ওপর নতুন করে হামলা না চালানোর প্রতিশ্রুতি।

সাংবা‌দিক আ‌রিফ‌কে নির্যাতন: সাবেক ডি‌সি সুলতানা ও ৩ ম্যাজিস্ট্রেটের বিরু‌দ্ধে চার্জশিট

ছবি
 বাংলা ট্রিবিউ‌নের কু‌ড়িগ্রা‌ম প্রতি‌নি‌ধি মো. আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদাল‌তের মাধ্যমে রা‌তের আঁধা‌রে বা‌ড়ি থে‌কে তু‌লে নি‌য়ে নির্যাতনের মামলায় কু‌ড়িগ্রা‌মের সা‌বেক জেলা প্রশাসক সুলতানা পারভীন ও তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অভিযুক্ত ক‌রে আদাল‌তে চার্জশিট জমা দি‌য়েছে পু‌লিশ ব্যু‌রো অব ইন‌ভে‌স্টি‌গেশন (‌পি‌বিআই)। মঙ্গলবার (২৮ জুলাই) বিকা‌লে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও পি‌বিআই রংপু‌রের প‌রিদর্শক রায়হানুল রাজ দুলাল কু‌ড়িগ্রাম চিফ জু‌ডি‌শিয়াল ম্যাজিস্ট্রেট আদাল‌তে চার্জশিট দেন। মামলার আইও রায়হানুল রাজ দুলাল এবং কোর্ট পরিদর্শক নজরুল ইসলাম জু‌য়েল এ তথ্য বাংলা ট্রিবিউনকে নি‌শ্চিত ক‌রে‌ছেন। কোর্ট পরিদর্শক নজরুল ইসলাম জু‌য়েল ব‌লেন, ‘আমরা চার্জশিট ‌পে‌য়ে‌ছি। পরবর্তী ধার্য তা‌রি‌খে আদালতে ন‌থি উপস্থাপন করা হ‌বে।’ আদালত সূত্র জানায়, চার্জশি‌টে সা‌বেক ডি‌সি সুলতানা পারভীন, সা‌বেক আর‌ডি‌সি না‌জিম উ‌দ্দিন, নির্বাহী ম্যাজি‌স্ট্রেট রিন্টু বিকাশ চাকমা এবং এসএম রাহাতুল ইসলাম‌কে অ‌ভিযুক্ত করা হ‌য়ে‌ছে। দণ্ডবি‌ধির ৯টি ধারায় তা‌দের বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ আনা হ‌য়ে‌ছে। পরবর্তী ধার্য তা‌রি‌খে সং...

ওবায়দুল কাদেরের যেসব কুকীর্তি ফাঁস করল ভারতীয় গণমাধ্যম

ছবি
 ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’ এক প্রতিবেদনে দাবি করেছে, ভারতে আশ্রয় নেওয়ার পর ভার্চুয়াল প্ল্যাটফর্ম টেলিগ্রামে চাঁদাবাজি ও রাজনৈতিক দখলদারিত্ব চালাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে তার বিরুদ্ধে উঠে এসেছে অননুমোদিত গ্রুপ গঠন ও ভার্চুয়াল মিটিংয়ে অংশ নিতে অর্থ আদায়ের মতো গুরুতর অভিযোগ। প্রতিবেদনে বলা হয়, আগামী ৫ আগস্ট শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার এক বছর পূর্ণ হচ্ছে। এর আগেই নিষিদ্ধ আওয়ামী লীগের অভ্যন্তরে দেখা দিয়েছে তীব্র অস্থিরতা। ‘নিউজ ১৮’ জানিয়েছে, এখন ভার্চুয়ালি দলের কার্যক্রম চালানো হচ্ছে মূলত টেলিগ্রামভিত্তিক প্ল্যাটফর্মে, যেখানে রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত চলে ভার্চুয়াল বৈঠক। এসব বৈঠকে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা, এমপি, জেলা-উপজেলা পর্যায়ের নেতারাও। প্রতিবেদন অনুযায়ী, এসব সেশনে শেখ হাসিনা নিজে উপস্থিত থাকলে তার সামনে কে কথা বলবে—তাও নির্ধারিত হচ্ছে টাকার বিনিময়ে। এই প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছেন ওবায়দুল কাদের। অভিযোগ উঠেছে, তিনি দলের শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কাছ থেকেও টাকা নিয়েছেন শুধু শেখ হাসিনার সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার কথা বলে। এ...

কেটি পেরি-জাস্টিন ট্রুডোর প্রেমের গুঞ্জন

ছবি
  কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পপ তারকা কেটি পেরি। পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের গুঞ্জনে সয়লাব নেটদুনিয়া। মন্ট্রিয়ালের এক অভিজাত রেস্টুরেন্টে একান্তে রাতের খাবার উপভোগ করতে দেখা গেছে এই জুটিকে। তাদের ‘ঘনিষ্ঠ’ নৈশভোজের ছবি নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পিপল ম্যাগাজিন-এর প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার সন্ধ্যায় তারা একসঙ্গে খাবার খান জাস্টিন ট্রুডো-কেটি পেরি। এছাড়া টিএমজেডে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কেটি পেরি ট্রুডোর সঙ্গে কথোপকথনে সম্পূর্ণভাবে মগ্ন ছিলেন এবং টেবিলের ওপর ঝুঁকে কথা বলছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কড়া নিরাপত্তার মধ্যে এই জুটি ককটেল এবং লবস্টারসহ বিভিন্ন পদ উপভোগ করেন। এমনকি রেস্টুরেন্টের শেফ নিজেও তাদের সঙ্গে কথা বলতে আসেন এবং খাবার শেষে তারা দুজন রান্নাঘরে গিয়ে কর্মীদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান। বর্তমানে কেটি পেরি কানাডায় তার কনসার্ট সফরে রয়েছেন। মন্ট্রিয়লের পাশাপাশি তার অটোয়াতেও পারফর্ম করার কথা রয়েছে। ব্যক্তিগত জীবনে সম্প্রতি দীর্ঘদিনের বাগদত্তা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে তা...

মাদারীপুর দুর্নীতির অভিযোগে সাবেক ২ জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

ছবি
  দুর্নীতির অভিযোগে সাবেক ২ জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু রেললাইন সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম ও ড. রহিমা খাতুন, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ, জোটন চন্দ্রসহ ১৩ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন মাদারীপুর এর সমন্বিত জেলা কার্যালয়। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর কার্যালয় এ সংক্রান্ত নোটিশ মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়, সাবেক দুই জেলা প্রশাসকসহ অভিযুক্তদের কাছে পাঠিয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, পদ্মা রেললাইন সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন জন্য দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানকে দলনেতা ও সহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপুকে সদস্য করে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান সংশ্লিষ্ট তথ্যাদি (দুর্নীতি দমন কমিশন আইন, ২০০...

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হান্ডা

ছবি
  হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক চেইন হান্ডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুন এই পরিকল্পনার ঘোষণা করেন। হান্ডা প্রাথমিকভাবে বাংলাদেশের টেক্সটাইল খাতে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল এবং ২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনের সময় বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। আরও মূল্যায়নের পরে এবং বাংলাদেশ কর্তৃপক্ষের দৃঢ় সমর্থনের পরে, হান্ডা তার বিনিয়োগ পরিকল্পনাটি প্রায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করেছে বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। কোম্পানিটি এখন বাংলাদেশে তিনটি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে – দুটি গার্মেন্টস প্রসেসিং এবং একটি নিটিং এবং ডাইং ইউনিট – যা ২৫,০০০ কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। হান চুন বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বেজা (বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ) এবং বেপজাসহ (ব...

প্রেমের টানে মাদারীপুরে এসে বিয়ে করলেন চীনা যুবক

ছবি
ভাষা, সংস্কৃতি ও হাজার মাইলের দূরত্বকে হার মানিয়েছে ভালোবাসা। সেই ভালোবাসার টানেই মাদারীপুরে এসে এক তরুণীকে বিয়ে করেছেন এক চীনা যুবক। সি-তিয়ানজি (২৫) নামের ওই চীনা যুবক পরিবারসহ চীনের সাংহাই শহরের চ্যাংনিং এলাকায় বসবাস করেন। বাবার নাম সি গেঞ্জি নিং। পেশায় তিনি একজন রেস্তোরাঁ ব্যবসায়ী। সি-তিয়ানজির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া তরুণীর নাম সুমাইয়া আক্তার (১৯)। তিনি মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার সাইদুল হোসেনের মেয়ে। সুমাইয়া মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। গত ২৭ জুলাই আদালতে মুসলিম রীতিনীতি মেনে তিয়ানজির সঙ্গে সুমাইয়ার বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়। সুমাইয়া আক্তার জানান, প্রায় চার মাস আগে টিকটকে তিয়ানজির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁরা নিয়মিত উইচ্যাটে যোগাযোগ রাখতে শুরু করেন। বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়ায় প্রেমে। একপর্যায়ে তিনি তিয়ানজিকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। ২৪ জুলাই বাংলাদেশে আসেন তিয়ানজি। পরে উভয় পরিবারের সম্মতিতে ২৭ জুলাই তাঁরা বিয়ে করেন। বর্তমানে তিয়ানজি তাঁর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি মাদারীপুরে অবস্থান করছেন। মঙ্গলবার সকালে সুমাইয়...

শান্তিরক্ষী হত্যার দায়ে লেবাননে ৬ জনের সাজা, প্রধান আসামির মৃত্যুদণ্ড

ছবি
  জাতিসংঘের শান্তিরক্ষীকে হত্যার অভিযোগে ছয় জনকে দোষী সাব্যস্ত করেছে লেবাননের সামরিক আদালত। মঙ্গলবার (২৯ জুলাই) লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল) এ কথা জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন বাহিনী এক বিবৃতিতে বলেছে, 'ইউনিফিল বিচার প্রক্রিয়ার সমাপ্তি এবং অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য লেবানন সরকারের প্রতিশ্রুতিকে স্বাগত জানায়।' ইউনিফিল এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে লেবাননের বিচার বিভাগীয় তিনি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেছেন, আদালত মামলার প্রধান আসামি মোহাম্মদ আয়াদের অনুপস্থিতিতে তার মৃত্যুদণ্ড জারি করেছে। আইরিশ শান্তিরক্ষী প্রাইভেট শন রুনি (২৪) হত্যার অভিযোগে ২০২২ সালের ডিসেম্বরে আয়াদকে গ্রেপ্তার করা হয়েছিল। আইনজীবী তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রমাণের জন্য মেডিকেল নথি সরবরাহ করার পর ২০২৩ সালের নভেম্বরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। অ্যাসোসিয়েটেড প্রেস আদালতের রায়ের একটি অনুলিপি পেয়েছে। এতে দেখা যায়, মৃত্যুদণ্ডের পাশাপাশি আয়াদকে ১০০ মিলিয়ন লেবানিজ পাউন্ড জ...

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন: যেভাবে টেলিগ্রামে হাসিনার সঙ্গে বৈঠকের সুযোগ দিতে চাঁদাবাজি করছে আ.লীগ

ছবি
  দলটির ভেতরের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শেখ হাসিনা নিজে যখন এসব বৈঠকে অংশ নিচ্ছেন, তখন কারা তার সঙ্গে কথা বলবেন, তা অর্থের বিনিময়ে নির্ধারিত হচ্ছে। এই আর্থিক লেনদেনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংশ্লিষ্টতা রয়েছে বলেও দাবি করেন তারা। আগামী ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে ভারত গমনের এক বছর পূর্ণ হতে চলেছে। এই সময়ের মধ্যে তার দল আওয়ামী লীগ একাধিক সংকটে পড়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮। গণমাধ্যমটি দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এ তথ্য নিশ্চিত করেছে। দলটি বাংলাদেশে নিষিদ্ধ; যদিও এটা দলটির জন্য অপ্রত্যাশিত নয়। কিন্তু যে উপায়ে টেলিগ্রামভিত্তিক আলোচনায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে অর্থ আদায় করা হচ্ছে, নানা অননুমোদিত টেলিগ্রাম গ্রুপ গজিয়ে উঠেছে, এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে ওই গ্রুপে ঢুকে পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে; তাতে করে এসব ঘটনায় নেতাকর্মীরা বিপাকে পড়েছেন বলে দাবি দলটির নেতাদের। চাঁদাবাজির অভিযোগ টেলিগ্রাম গ্রুপে গত এক বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংগঠনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম। এসব গ্রুপের সদস্য সংখ্যা অনেক ক্ষেত্রে ২০ হাজার থ...

নারী এশিয়ান কাপে সাবেক দুই চ্যাম্পিয়নদের গ্রুপে বাংলাদেশ

ছবি
  src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8HyBG_wrmOXX0-FFD1tVdZdaEW6RQcFAJ891TgijY8GQS2V94GLsrfashr4dt0u2k97aW911c4uwna7ICUHC_kdWV2jAZPyKHmNzgPhQUTRBauUxCnMvUyYg0mS-1ldYFjist_CORtkMJE3a4mKGiPSVM_jKv7iwtSEfuI-HgPKtIg5dGaiMPc02maM8/s320/1000078680.jpg" width="320" /> আগামী বছরের ১-২৩ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়া কাপ। মঙ্গলবার (২৯ জুলাই) সিডনিতে ১২ দলের এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। ৯ বারের চ্যাম্পিয়ন চীন ও তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে আফঈদাদের আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান। ড্র অনুষ্ঠানে অংশগ্রহণকারী সব দেশের অধিনায়ক ও কোচকে আমন্ত্রণ জানিয়েছিল এএফসি। কিন্তু ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশের কেউ ড্র অনুষ্ঠানে ছিলেন না। মেয়েদের এশিয়ান কাপে এখন সবচেয়ে সফল দল চীন। ১৯৮৬ সাল থেকে ১৪ বার এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সবচেয়ে বেশি ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। ৩ মার্চ নিজেদের প্রথম ম্যাচেই চীনের বিপক্ষে মাঠে নামবে পিটার বাটলারের শিষ্যরা। ৬ মার্চ নিজে...

এনসিপির কাছে নীলার প্রশ্ন— এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন?

ছবি
নীলা ইস্রাফিল। জাতীয় নাগরিক পার্টি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নীলা ইস্রাফিল। গতকাল সোমবারই এ ঘোষণা দেন তিনি। এরপর দলটির সদস্যসচিব আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘নীলা ইস্রাফিল এনসিপির কেউ নয়। তবে সে নাগরিক কমিটিতে ছিল। আখতার হোসেনের এমন মন্তব্যের পর এনসিপির কাছে নীলা ইস্রাফিলের প্রশ্ন— আপনারা এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন? নিজের ভেরিফায়েড ফেসবুকে সোমবার রাতে এক পোস্টে এ প্রশ্ন করেন নীলা। তিনি বলেন, ‘আজ যখন আপনাদের নেতার অপরাধ, অনাচার, এবং লিপ্সার বিরুদ্ধে আমি মুখ খুলেছি, তখন আমি আপনাদের কেউ না? এতদিন আমার কণ্ঠ, আমার পরিচয়, আমার ত্যাগ আপনাদের পক্ষে ছিল তখন তো কোনো সমস্যা ছিল না আপনারা কি দল করেন, না কেবল ক্ষমতা আর নারীকে ব্যবহার করে ছুঁড়ে ফেলার একটা কারখানা চালান?’ নীলা ইস্রাফিল আরো বলেন, ‘আপনাদের অপরাধ ঢাকার জন্য আজ আমাকেই অস্বীকার করছেন? সত্য বললেই কি নারীকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়? এটাই কি আপনাদের নৈতিকতা? এই প্রশ্ন আজ শুধু আমার না এই প্রশ্ন প্রতিটি নারীর, যাকে আপনারা দলীয় পরিচয়ে ব্যবহার করেছেন, আর পরে ‘অপরিচিত’ বানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টি আজ আমাকে অস্বীকার করছে। কিন্তু...

সারাদেশে ১১ দিন বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

ছবি
  দেশজুড়ে নৈরাজ্যের আশঙ্কা এসবির, সব জেলায় সতর্কবার্তা সারাদেশে ১১ দিন বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে ১১ দিন বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের বিশেষ শাখা (এসবি) আশঙ্কা করছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করছে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে-বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছেন। গোপনে তারা একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারেন। এই সময়ে দলটির কিছু নেতাকর্মী সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারেন এমন আশঙ্কায় সারাদেশে ১১ দিন বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) পুলিশের বিভিন্ন ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ দেশের সব জেলার পুলিশ সুপারের (এসপি) কাছে সতর্কবার্তার চিঠি পাঠানো হয়ে...

ইরানের পারমাণবিক স্থাপনায় ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

ছবি
ইরানের পারমাণবিক স্থাপনায় ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প। ছবি: সংগৃহীত  গত মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালুর চেষ্টা করা হলে মার্কিন সৈন্যদের নতুন করে হামলার নির্দেশ দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৮ জুলাই) স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে টার্নবেরি গলফ রিসোর্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি। ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পশ্চিমা বিশ্ব। তবে তেহরান বরাবরের মতো পশ্চিমাদের এই অভিযোগ অস্বীকার করেছে। তবে গত মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্র। এই হামলার পরও অভ্যন্তরীণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে তেহরান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ইরান ‘অত্যন্ত বাজে ইঙ্গিত’ দিচ্ছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি আবার চালু করার যেকোনও প্রচেষ্টা সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা তাদের পারমাণবিক সম্ভাবনা একেবারে মুছে দিয়েছি। তার...

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত

ছবি
  দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করেছে সরকার। এতে সারাদেশে ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি, ১২৪/২০২২ নং সিভিল রিভিউ পিটিশনে সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বিদ্যমান ১১তম থেকে ১০ম গ্রেড বেতন স্কেলে উন্নীত করার সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ যৌক্তিক বিবেচিত হওয়ায় সরকার সারাদেশে ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণে সরকার সম্মতি প্রদান করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা হলো। গৃহীত উদ...

১৭টি ব্যাংকে তাদের ৫৩টি অ্যাকাউন্টে থাকা এসব অর্থ অবরুদ্ধ করা হয়েছে।

ছবি
  কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দীন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার নামে থাকা ১৭ কোটি ৩৯ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে। সিআইডি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের সংঘবদ্ধ প্রতারণা, জাল-জালিয়াতি, কমিশন গ্রহণ, হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহণসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগে ১৭টি ব্যাংকের ৫৩টি অ্যাকাউন্টে থাকা ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬শত কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ আদালত গত ৮ জুলাই তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছিল। সিআইডি বলছে, বাহাউদ্দিন বাহার ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান চলছে। এ সংক্রান্তে মানিলন্ডারিং আইনে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাহাউদ্দিন বাহার ২০০৮ সাল থেকে টানা চার বার নৌকার মনোনয়নে কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন। অপরদিকে তার বড় মেয়ে ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সূচনা ২০২৪ সালের ৯...

ইন্টারভিউ ছাড়া ভিসা? ২ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের নতুন কড়াকড়ি নীতি

ছবি
  ২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের যারা অভিবাসী নন ভিসার (non-immigrant visa) বেশিরভাগ আবেদনকারীদের জন্য সরাসরি ইন্টারভিউ বাধ্যতামূলক করা হচ্ছে। ১৪ বছরের নিচের শিশু ও ৭৯ বছরের ঊর্ধ্বে যাঁরা এতদিন ইন্টারভিউ ছাড়াই ভিসা পেতেন, তাঁরাও এই নিয়মের আওতায় আসবেন। এই সিদ্ধান্তটি ২৫ জুলাই মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি হালনাগাদ ঘোষণায় জানানো হয়, যা আগের ইন্টারভিউ ছাড় নীতিমালাকে বাতিল করে আবেদনকারীদের জন্য যোগ্যতা সীমিত করেছে। নতুন নীতিমালা অনুযায়ী, সব ধরনের অ-অভিবাসী ভিসার আবেদনকারীদের বয়স যাই হোক না কেন, সাধারণভাবে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ইন্টারভিউ দিতে হবে। এর মধ্যে থাকছে ১৪ বছরের নিচের শিশু ও ৭৯ বছরের ঊর্ধ্বে ব্যক্তিরাও, যাঁরা পূর্বে এই নিয়ম থেকে ছাড় পেতেন। এই হালনাগাদ নিয়ম ১৮ ফেব্রুয়ারি, ২০২৫-এ জারি হওয়া বিস্তৃত ইন্টারভিউ ছাড়ের নীতির পরিবর্তে প্রযোজ্য হবে। শুধু নির্দিষ্ট কিছু ক্যাটাগরির আবেদনকারীই ইন্টারভিউ ছাড়ের সুযোগ পাবেন। এদের মধ্যে রয়েছে: ১. কূটনৈতিক ও সরকারি ভিসা আবেদনকারী নিম্নোক্ত ভিসা ক্যাটাগরিতে আবেদনকারীরা এখনও ইন্টারভিউ ছাড়ের জন্য যোগ্য হতে পারেন: A-1, A-2, C-3 (ত...

আজও আপসহীন, বিএনপির ভরসার বাতিঘর খালেদা জিয়াই

ছবি
  ১৯৯১ সাল থেকে শুরু করে ২০০১ সাল পর্যন্ত তিনটি সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রতিবারই ৫টি আসনে প্রার্থী ছিলেন। সবগুলো আসনে তিনি জয়লাভ করেছেন। সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনে খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতে জয়ী হন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। দলের নেতাকর্মীদের কাছে তিনি আপসহীন নেত্রী। ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর আসেন দলের নেতৃত্বে। সেই থেকে দেশের রাজনীতিতে অবিচ্ছেদ্য এক নাম বেগম খালেদা জিয়া।  দীর্ঘদিন শারীরিক নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। ফলে রাজনীতির মাঠে আগের মতো সরাসরি সক্রিয় নন তিনি। দলীয় কর্মসূচিগুলোতে থাকতে পারছেন না সশরীরে। তবে দলীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কৌশলগত পরামর্শে পরোক্ষভাবে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। রাজনীতিতে তার ‘নীরবে অন্তরালের কূটনীতি’ এখনও দলের বড় আত্মবিশ্বাসের জায়গা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে বয়স্ক ও অভিজ্ঞ রাজনীতিবিদদের অন্যতম খালেদা জিয়া। বয়স ও অসুস্থতার কারণে হয়তো বিএনপির রাজনীতিতে এখন সশরীরে তার সক্রিয় উপস্থিতি নেই। কিন্তু দীর্ঘদিনের নেতৃত্ব, দূরদর্শি...

নতুন ২ হত্যা মামলায় গ্রেপ্তার আমু-গোলাপ

ছবি
সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও সাবেক এমপি আবদুস সোবহান গোলাপ ।  জুলাই আন্দোলনকেন্দ্রিক ঢাকার মিরপুর ও ধানমন্ডি থানার পৃথক দুই মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের সাবেক এমপি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস আব্দুস সোবহান গোলাপকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (২৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত এ আদেশ দেন। এর আগে, গত ২১ জুলাই আমুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সিআইডির পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন। সোমবার তার উপস্থিতিতে গ্রেপ্তার শুনানি হয়। পরে সেটি মঞ্জুর করেন আদালত। আমুকে গ্রেপ্তার দেখানো মামলার এজহার সূত্রে জানা গেছে, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের শিক্ষার্থী সুজন মাহমুদ। গত বছরের ৫ আগস্ট জুলাই আন্দোলন চলাকালে মিরপুর থানা এলাকায় অবস্থান করাকালে আসামিদের ছোঁড়া গুলি মাথার ডান পাশ দিয়ে ঢুকে ভেতরে আটক থাকে। পরে বিকেলে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই সুলতান মাহমুদ গত বছরের ২৩ আগস্ট মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে গত ৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ...

ওসির বিরুদ্ধে তদন্ত ‘মাদক’ মামলা হয়ে গেল ছিনতাইয়ের, ‘গায়েব’ ১০ লাখের হেরোইন

ছবি
  ঢাকার মোহাম্মদপুর থেকে হেরোইনসহ এক যুবককে আটকের পর তার বিরুদ্ধে মাদক মামলা করে পুলিশ। তবে পরে সেই মামলা ‘গায়েব’ করে একই নম্বরে ছিনতাই মামলা দায়ের করার অভিযোগ উঠেছে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানসহ কয়েকজন পুলিশের বিরুদ্ধে।মে মাসের প্রথম সপ্তাহে ঘটে যাওয়া এই ঘটনা জানাজানি হওয়ার পর দেখা যায়, জেনিভা ক্যাম্প থেকে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইনসহ আটক সাদ্দাম নামে এক ব্যক্তিকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানোর পরিবর্তে পুরনো এক মামলার গ্রেপ্তারি পরোয়ানায় আদালতে পাঠানো হয়। এরপর মাদক মামলাটি বাতিল করে একই নম্বরে দায়ের করা হয় ছিনতাই মামলা। নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয় অন্য এক ব্যক্তিকে।ঘটনার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার এজাহারে ১০ গ্রাম হেরোইন উদ্ধারের কথা থাকলেও পরে পুরো ১০০ গ্রাম হেরোইন ‘গায়েব’ হয়ে গেছে বলেও অভিযোগ ওঠে। এই ঘটনায় তদন্তে নেমেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন, একজন অতিরিক্ত উপকমিশনারকে জরুরি ভিত্তিতে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। পাশাপাশি, মোহাম্মদপুর থানার আরও কারা এতে জড়িত, তাও ত...

চাঁদাবাজি করলে তাকে ধরে থানায় দিবেন: হাসনাত

ছবি
  কথা বলছেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘কেউ চাঁদাবাজি করলে তাকে ধরে থানায় দিয়ে আসবেন।’ আজ (রোববার, ২৭ জুলাই) শেরপুরে এনসিপির পদযাত্রায় তিনি এ কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘অন্য দলের চাঁদাবাজ যদি কেউ হয়ে থাকে তাহলে তাকে ধরে থানায় দিয়ে আসবেন। আর আমার দলের চাঁদাবাজ যদি কেউ হয়ে থাকে তাকে আগে নিজেরা আপ্যায়ন করবেন। তারপর থানায় দিয়ে আসবেন। আমাদের আশেপাশে এখন অনেক তেলবাজ জড়ো হয়েছে।’ তিনি বলেন, ‘এক জায়গায় দাঁড়াবো এসে সেলফি তোলে। সেলফিবাজই চাঁদাবাজি করে। এই সেলফি পলিটিক্স বাদ দিতে হবে। এই সেলফিবাজ থেকে, এই ফুটেজখোরদের থেকে আমাদের দূরে থাকতে হবে। অনেক ফুটেজখোর আছে যাদের কোনোসময় কাজে পাওয়া যাবে না। কিন্তু সব নেতার সঙ্গে তাদের ছবি। এই ছবি বাণিজ্যের মধ্যে তারা ব্যস্ত। এই এলাকায় এসব ছবি বাণিজ্য যারা করে তাদের চিহ্নিত করুন।’ তিনি আরও বলেন, ‘আজকের পর থেকে এই শেরপুরবাসীর মাধ্যমে সারাদেশকে বলবো যারা রাজনীতি করতে চান তারা এই সেলফি পলিটিক্স থেকে বের হয়ে আসুন।’ হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের যখন হাসিনা বলতো বিকল্প নাকি খুঁজে পা...

১৭৩ যাত্রী নিয়ে ওড়ার আগমুহূর্তে বিমানে আগুন

ছবি
  ১৭৩ যাত্রী নিয়ে ওড়ার অপেক্ষায় ছিল বিমানটি। হঠাৎ বিকট শব্দ হয় এবং বিমানের পেছনের অংশ থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়। আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি আমেরিকান এয়ারলাইন্স বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা থেকে এই আগুনের সূত্রপাত। বিমানটি জরুরি অবতরণ করে এবং যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। এতে একজন আহত হন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শনিবার (২৬ জুলাই) স্থানীয় সময় বিকেল ২টা ৪৫ মিনিটে ডেনভার থেকে মিয়ামি গামী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৩০২৩ বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়াল দেওয়ার আগমুহূর্তে এই ঘটনা ঘটে। বিমানটি তখনো রানওয়েতে ছিল। এক যাত্রী ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ধোঁয়ার মধ্যে যাত্রীরা স্লাইড ব্যবহার করে দ্রুত বিমান থেকে নামছেন। বিমানে থাকা ১৭৩ যাত্রী ও ছয়জন ক্রু সদস্য সবাই নিরাপদে বের হয়ে আসেন। ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, পাঁচজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং একজনকে হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শী যাত্রী মার্ক সর্কিস সিবিএসকে বলেন, ‘বিমানটি যখন উড়াল দেওয়ার জন্য গতি বাড়াচ্ছিল, তখন বিকট শব্দ হয়। আমি বলি, এটা ভালো লক্...