শান্তিরক্ষী হত্যার দায়ে লেবাননে ৬ জনের সাজা, প্রধান আসামির মৃত্যুদণ্ড

 



জাতিসংঘের শান্তিরক্ষীকে হত্যার অভিযোগে ছয় জনকে দোষী সাব্যস্ত করেছে লেবাননের সামরিক আদালত। মঙ্গলবার (২৯ জুলাই) লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল) এ কথা জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন বাহিনী এক বিবৃতিতে বলেছে, 'ইউনিফিল বিচার প্রক্রিয়ার সমাপ্তি এবং অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য লেবানন সরকারের প্রতিশ্রুতিকে স্বাগত জানায়।'

ইউনিফিল এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে লেবাননের বিচার বিভাগীয় তিনি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেছেন, আদালত মামলার প্রধান আসামি মোহাম্মদ আয়াদের অনুপস্থিতিতে তার মৃত্যুদণ্ড জারি করেছে।


আইরিশ শান্তিরক্ষী প্রাইভেট শন রুনি (২৪) হত্যার অভিযোগে ২০২২ সালের ডিসেম্বরে আয়াদকে গ্রেপ্তার করা হয়েছিল। আইনজীবী তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রমাণের জন্য মেডিকেল নথি সরবরাহ করার পর ২০২৩ সালের নভেম্বরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

অ্যাসোসিয়েটেড প্রেস আদালতের রায়ের একটি অনুলিপি পেয়েছে। এতে দেখা যায়, মৃত্যুদণ্ডের পাশাপাশি আয়াদকে ১০০ মিলিয়ন লেবানিজ পাউন্ড জরিমানা করা হয়েছে। অন্য তিন জন - হুসেইন সুলেমান, মুস্তফা সুলেমান এবং আলী হাকিমকে কেবল জরিমানা করা হয়। এছাড়া আসামি আলী খালিফেহ এবং আলী সুলেমানকে যথাক্রমে এক এবং তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ষষ্ঠ আসামি মোহাম্মদ মেজহারকে খালাস দেওয়া হয়েছে।


সেদিন রাতে কী ঘটেছিল 


ঘটনার রাতে রুনি এবং ইউনিফিল-এর আরও বেশ কয়েকজন আইরিশ সৈন্য দক্ষিণ লেবাননে তাদের ঘাঁটি থেকে বৈরুত বিমানবন্দরে যাচ্ছিলেন। জাতিসংঘের দুটি গাড়ি আল-আকবিয়া শহরের মধ্য দিয়ে ঘুরতে থাকে, যা শান্তিরক্ষীদের আওতাধীন এলাকার বাইরে ছিল। তখন একদল জনতা তাদের লক্ষ্য করে হামলা ও গুলি চালায়।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষুব্ধ বাসিন্দারা শান্তিরক্ষীদের মুখোমুখি হয়েছিল। কিন্তু সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে, গুলি চালানোটি ছিল একটি লক্ষ্যবস্তু আক্রমণ। অভিযোগ করা হয়েছেম আসামির হিজবুল্লাহর অঙ্গে যুক্ত।


লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল সোমবার আদালতে হাজির হওয়া আসামিরা সাক্ষ্য দিয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ খেলাধুলার ম্যাচ দেখছিলেন। তারা একটি সংকীর্ণ আবাসিক রাস্তায় বেশ কয়েকবার সন্দেহজনকভাবে একটি গাড়ি যেতে দেখেন, যার ফলে সেখানে মানুষজনের ভিড় পড়ে যায়। তারা দাবি করেছেন, তারা জানতেন না গাড়িটি ইউনিফিল-এর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরও ৪টি কমিশন গঠন করেছে সরকার

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম