১৭টি ব্যাংকে তাদের ৫৩টি অ্যাকাউন্টে থাকা এসব অর্থ অবরুদ্ধ করা হয়েছে।

 



কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দীন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার নামে থাকা ১৭ কোটি ৩৯ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে।


সিআইডি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের সংঘবদ্ধ প্রতারণা, জাল-জালিয়াতি, কমিশন গ্রহণ, হুন্ডির মাধ্যমে অর্থ গ্রহণসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগে ১৭টি ব্যাংকের ৫৩টি অ্যাকাউন্টে থাকা ১৭ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬শত কোটি টাকা ফ্রিজ করা হয়েছে।


সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ আদালত গত ৮ জুলাই তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছিল।

সিআইডি বলছে, বাহাউদ্দিন বাহার ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান চলছে। এ সংক্রান্তে মানিলন্ডারিং আইনে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বাহাউদ্দিন বাহার ২০০৮ সাল থেকে টানা চার বার নৌকার মনোনয়নে কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।


অপরদিকে তার বড় মেয়ে ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সূচনা ২০২৪ সালের ৯ মার্চ উপনির্বাচনে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন।

গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাহারের বাসভবন, মহানগর আওয়ামী লীগ অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল লুটপাট চালায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের মিছিলে সশস্ত্র হামলা ও গুলির অভিযোগে বাহার ও সূচনার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।


ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে বাহার ও তার মেয়ের হদিস মিলছে না। গত বছরের ১১ নভেম্বর বাহার ও তার স্ত্রী-ছেলেমেয়েদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরও ৪টি কমিশন গঠন করেছে সরকার

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম