কালকিনি উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান


পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে সারাদেশের ন্যায় মাদারীপুরের কালকিনিতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 




আজ বৃহস্পতিবার সকালে কালকিনি পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোসা: ইয়াসমিন আক্তার। উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন পতিত জমি ও অফিস প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।



বৃক্ষরোপণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন, কালকিনি আনসার ও ভিডিপি অফিসার মো: রবিউল ইসলাম, কালকিনি আনসার ও ভিডিপি ব্যাংক এর ব্যাবস্থাপক মো: হেজাজ খানসহ ইউনিয়ন দলনেতা ও আনসার ও ভিডিপি সদস্যরা।



উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রবিউল ইসলাম জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ প্রকৃতি গড়ে তুলতে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

জাতীয় নাগরিক কমিটি মাদারীপুর জেলা শাখার ৫৩৭ নং সদস্য আরাফাত খান গ্রেফতার