একটি পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব: ডিসি সারওয়ার


 সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম পাথরখেকোদের হুঁশিয়ারি দিয়ে বলেন, একটি পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব। 


বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর বিকেলে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে তিনটি মিলের পাথর জব্দ করেন। পরে সেগুলো স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দিয়ে এমন হুঁশিয়ারি দেন।


পরিদর্শনকালে সাংবাদিকদের সারওয়ার আলম বলেন, সাদাপাথর লুটে জড়িতদের একজনকেও ছাড় দেওয়া হবে না। কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন এবং কীভাবে হয়েছে সবকিছু পর্যালোচনা করা হবে।

 

তিনি বলেন, আর যাতে একটি পাথরও চুরি না হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে। সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা প্রয়োজন তা করা হবে।


সারওয়ার আলম বলেন, জনগণ আমাদের শক্তি। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পরিদর্শন শেষে ফেরার পথে উপজেলার টুকেরগাঁও এলাকায় অবৈধভাবে মজুদ করা পাথরের বিরুদ্ধে অভিযান চালান তিনি।


এ সময় চাচা-ভাতিজা স্টোন ক্রাশার, মেসার্স আল করিম স্টোন ক্রাশার ও নাম না জানা আরেকটি ক্রাশারে থাকা বিপুল পরিমাণ অবৈধ পাথর জব্দের নির্দেশ দেন জেলা প্রশাসক।


সিলেটের পাথর লুটের ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে গত সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। একইদিনে আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরও ৪টি কমিশন গঠন করেছে সরকার

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম