মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত


বাসচাপায় নিহত মোটরসাইকেল আরোহী মাসুদ প্যাদা


 মাদারীপুরে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহতের মাসুদ প্যাদা সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামের বুলু প্যাদার ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ির ফিরছিলেন মাসুদ প্যাদা। পখিরা এলাকার আচমত আলী খান সেতুতে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় বাসের নিচে আটকে পড়েন মাসুদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। তাকে ধরতে চলমান রয়েছে কার্যক্রম।মঙ্গলবার বিকেলে সদর উপজেলার পখিরা এলাকার আচমত আলী খান সেতুতে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

জাতীয় নাগরিক কমিটি মাদারীপুর জেলা শাখার ৫৩৭ নং সদস্য আরাফাত খান গ্রেফতার