আফগানিস্তানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
আফগানিস্তানে ব্যাপক ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে। তালেবান সরকার দেশটির বিভিন্ন প্রদেশে ফাইবার অপটিক সংযোগ বিচ্ছিন্ন করা শুরুর পর সোমবার এই ঘটনা ঘটে।
ইসলামাবাদ থেকে এএফপি জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তারা রাজধানী কাবুলে তাদের ব্যুরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সাইবারসিকিউরিটি ও ইন্টারনেট গভর্নেন্স পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানায়, এখন আমরা দেশব্যাপী সংযোগ সাধারণ মাত্রার ১৪ শতাংশ পর্যবেক্ষণ করছি।
সংস্থাটি আরও বলেছে, বর্তমানে দেশব্যাপী টেলিকম ব্ল্যাকআউট কার্যকর রয়েছে।

মন্তব্যসমূহ