ছেলের জন্মদিনে শাকিবের আবেগঘন পোস্ট, যা বলছেন অপু বিশ্বাস
![]() |
| ছেলে জয়ের সঙ্গে শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত |
ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয়ের জন্মদিন আজ। দেখতে দেখতে নয় বছর পেরিয়ে এবার ১০–এ পা দিল ছোট্ট জয়। জন্মদিনে বাবা-মা দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় সন্তানকে। তবে বিশেষ এই দিনে অপুর আগে শাকিবের পোস্টই সবার নজর কেড়েছে।শাকিব খান রাত ১২টা পেরোতেই নিজের ফেসবুক পেজে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, বিদেশের একটি পার্কে জয়ের সঙ্গে খেলায় মেতে আছেন এই সুপারস্টার। ক্যাপশনে তিনি লেখেন, শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র।
তুমি যেন বড় হয়ে একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হও। মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা, তোমার জীবনে যেন সুখ, শান্তি ও সফলতার সব দরজা সবসময় খোলা থাকে। মনে রেখো, তোমার যখনই আমার প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি। অনেক ভালোবাসা আমার ছেলে।শাকিবের পোস্টের প্রায় এক ঘণ্টা পর মধ্যরাতে নিজের ফেসবুক আইডি থেকে জয়কে শুভেচ্ছা জানান অপু বিশ্বাস। তিনি দুটি ছবি শেয়ার করেন একটিতে মা-ছেলে সোফায় বসে আছেন, আরেকটিতে জন্মদিনের কেক। ক্যাপশনে অপু লেখেন, শুভ জন্মদিন, আমার প্রিয় সন্তান। তোমার হাসি আর সরলতা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। তোমার সব স্বপ্ন পূর্ণ হোক। মা তোমাকে ভালোবাসে আজ, আগামীকাল এবং সবসময়।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর পর ২০১৬ সালে আব্রামের জন্মের মাধ্যমে তাদের দাম্পত্যের খবর প্রকাশ্যে আসে। তবে ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে এই জনপ্রিয় জুটির।



মন্তব্যসমূহ