‘কখনোই পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবো না’
![]() |
উত্তর কোরিয়া কখনোই তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম সন জিয়ং। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে এই তথ্য জানান তিনি।
কিম সন জিয়ং বলেন, পারমাণবিক কর্মসূচি ত্যাগের দাবি উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও অস্তিত্বের অধিকার ছিনিয়ে নেওয়ার সমতুল্য। উত্তর কোরিয়া কখনোই তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না।
২০১৮ সালের পর প্রথমবারের মতো পিয়ংইয়ংয়ের পাঠানো কোনও সরকারি কর্মকর্তা হিসেবে নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ সভায় বিশ্ব নেতাদের উদ্দেশে ভাষণ দিয়েছেন কিম সন। ওই বছর দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিউইয়র্ক সফর করেছিলেন।
কিম সন জিয়ং বলেন, পারমাণবিক অস্ত্রের অধিকার আমাদের দেশের সংবিধানে সুরক্ষিত এবং এটি আলোচনার কোনও বিষয় নয়। তিনি দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের সাম্প্রতিক যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে বলেন, এই মহড়া কোরীয় উপদ্বীপে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলছে।
এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং জাতিসংঘে দেওয়া ভাষণে উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তবে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক উন্নয়নের মাধ্যমে এটি অর্জন করা সম্ভব।
উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে ক্রমবর্ধমান হারে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। দক্ষিণ কোরিয়া বলেছে, উত্তর কোরিয়া বর্তমানে চারটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিচালনা করছে। এসব কেন্দ্রে বছরে অন্তত ২০টি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে উত্তর কোরিয়ার।
এছাড়া, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দু’দিন আগে দেশটির পারমাণবিক সক্ষমতা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, পারমাণবিক ঢাল ও তলোয়ারকে আরও ধারালো করতে হবে।
সূত্র: রয়টার্স, এমকে নিউজ।

মন্তব্যসমূহ