অভিনেতা থেকে বিচারক আখম হাসান

 


আবারও শুরু হয়েছে বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কার্যক্রম। জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান উৎসবের ২০২৪-২০২৫ সালের বিচারক হিসেবে ইতোমধ্যেই কাজ শুরু করেছেন। এরই মধ্যে চলচ্চিত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছে বলে অভিনেতা জানান।

বাংলাদেশ-ভারত- সিঙ্গাপুর (বাভাসি) ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসব দেশ ও দেশের বাহির থেকে এ পর্যন্ত সর্বমোট ৭১টি চলচ্চিত্র জমা পড়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে ৭১টি চলচ্চিত্র থেকে জুরি বোর্ডের বিচক্ষণতার আলোকে ২৬টি চলচ্চিত্র বাছাই করা হয়েছে দ্বিতীয় রাউন্ডের জন্য। এরপর দ্বিতীয় রাউন্ডের ২৬টি চলচ্চিত্র থেকে ৭টি চলচ্চিত্র বাছাই করা হবে ফাইনাল রাউন্ডের জন্য। 

আ খ ম হাসান বলেন, আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসবের  সবগুলো রাউন্ডে একজন বিচারক হিসেবে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক আনন্দের এবং সম্মানের। একজন অভিনেতা হিসেবে বিষয়টি আমার কাছে অনেক গর্বেরও বটে।’

বাভাসি চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, নির্মাতা, শিল্পী, চিত্রগ্রাহক, রূপসজ্জা, শিল্প নির্দেশক, সম্পাদনা ও আবহ-সংগীতের ওপর মেধা যাচাই-বাছাই শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। শ্রেণি অনুযায়ী কর্মের যোগ্যতার ভিত্তিতে নতুনদের প্রতিভা বিকাশের সেই সুযোগটি প্রতি বছর করে দিচ্ছে বাভাসি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।


ইতোপূর্বে এই আয়োজন থেকে সেরা ব্যক্তিগণ যারা বিজয়ী হয়ে বের হয়েছেন, তারা বর্তমানে মিডিয়াতে নিজ মেধায় পারফর্ম করে এগিয়ে যাচ্ছেন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

জাতীয় নাগরিক কমিটি মাদারীপুর জেলা শাখার ৫৩৭ নং সদস্য আরাফাত খান গ্রেফতার