ভারতের উত্তরপ্রদেশে প্রেমিককে পিটিয়ে হত্যা, প্রেমিকা ও তার মামার আত্মহত্যার চেষ্টা


 ভারতের উত্তরপ্রদেশের হামিরপুরে এক মর্মান্তিক প্রেমঘটিত ঘটনায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রেমিকার পরিবার। এ ঘটনার পর হতাশা থেকে প্রেমিকা নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। একইসঙ্গে তরুণীর মামাও আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, নিহত যুবকের নাম রবি (৩৫)। তিনি প্রেমিকা মনীষা (১৮)-র সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হামিরপুরে, কারণ মনীষার পরিবার জোর করে তাঁর বিয়ে ঠিক করেছিল। কিন্তু রবি মেয়েটির বাড়িতে পৌঁছানোর পর পরিবারের সদস্যরা তাঁকে ধরে ফেলে এবং দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর লাঠি দিয়ে বেধড়ক পেটানো শুরু হয়।

স্থানীয় বাসিন্দারাও ওই মারধরে যোগ দেয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় রবি পানি চাইলে কেউ তা দেয়নি। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

রবির মৃত্যুর পরে আতঙ্কিত হয়ে পড়েন মনীষার পরিবার। আত্মগোপনের চেষ্টা করতে গিয়ে মেয়েটির মামা পিন্টু (৩৫) আত্মহত্যার উদ্দেশ্যে নিজেকে ছুরিকাঘাত করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রবি ও পিন্টুকে উদ্ধার করে মৌদাহ কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা রবিকে মৃত ঘোষণা করেন। পিন্টুকে গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে পাঠানো হয়।


রবির মৃত্যুর খবর শুনে প্রেমিকা মনীষাও নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তিনিও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

তবে পরিবার দাবি করেছে, রবিই নাকি পিন্টুর ওপর হামলা চালিয়েছিল। মনীষার দাদি বলেন, “আমি তখন মৌদাহ গিয়েছিলাম। ফিরে দেখি রবি বাড়িতে ঢুকেছে। মেয়েটি চিৎকার করলে রবি পিন্টুকে ছুরি মারে।”


পিন্টুর স্ত্রী বলেন, “রবি দরজায় নক করছিল। আমার স্বামী দরজা খুলতেই সে ছুরি মারে।”

হামিরপুর জেলার পুলিশ সুপার দীক্ষা শর্মা বলেন, “দুই পক্ষের মধ্যে বিবাদের ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। মেয়েটিও নিজেকে আঘাত করেছে। তাঁকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।”


ঘটনার পর পুরো গ্রামে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।


 


সূত্র: এনডিটিভি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

জাতীয় নাগরিক কমিটি মাদারীপুর জেলা শাখার ৫৩৭ নং সদস্য আরাফাত খান গ্রেফতার