ভেনেজুয়েলায় ‘স্থলপথে’ মাদকবিরোধী অভিযান শুরু হবে: ট্রাম্প

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার বিরুদ্ধে তথাকথিত মাদকবিরোধী প্রচেষ্টার অংশ হিসেবে খুব শিগগির 'স্থলপথে' অভিযান চালানো হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মার্কিন সেনাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্পের এই সিদ্ধান্ত ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। ভেনিজুয়েলা দাবি করে আসছে, শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য নিয়ে তথাকথিত এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।


ট্রাম্প যেসব মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন, তাদের মধ্যে কয়েকটি গ্রুপ সক্রিয়ভাবে মাদকবিরোধী অভিযান ‘সাউদার্ন স্পিয়ার’-এ অংশ নিচ্ছে। এই অভিযানের আগে ক্যারিবিয়ান অঞ্চলে ব্যাপক সামরিক উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে।

টেক্সাসভিত্তিক একটি বিমান বাহিনীর বোমারু ইউনিটকে উদ্দেশ্য করে প্রস্তুতকৃত বক্তব্য থেকে ট্রাম্প পড়ে শোনান, 'সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনারা ভেনিজুয়েলার মাদক পাচার প্রতিরোধে অনেক কাজ করে যাচ্ছেন।'


এর আগেও মার্কিন সেনাবাহিনী আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচারের অভিযোগে নৌকাগুলোর বিরুদ্ধে একাধিক বিমান হামলা চালিয়েছে। যদিও তারা নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি।


বিভিন্ন প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এসব হামলায় কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছে।

জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্রের মাদক সন্দেহে যেসব নৌকায় আক্রমণ করেছে, সেগুলো যে মাদকবাহী ছিল- এর কোনো প্রমাণ নেই। তাই হত্যাকাণ্ডলো মানবতাবিরোধী অপরধ বলে গণ্য হতে পারে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

জাতীয় নাগরিক কমিটি মাদারীপুর জেলা শাখার ৫৩৭ নং সদস্য আরাফাত খান গ্রেফতার