ক্যারিবীয় অঞ্চলে মুসলমানদের ৩৮তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে মুসলমানদের অন্যতম বৃহত্তম ও মর্যাদাপূর্ণ বার্ষিক সমাবেশ ৩৮তম আন্তর্জাতিক সম্মেলন—এবার অনুষ্ঠিত হলো ব্রাজিলের সাও পাওলো শহরে। সৌদি আরবের ইসলামিক স্টাডিজ ও দাওয়াহ মন্ত্রণালয়ের সহযোগিতায় ইসলাম প্রচার কেন্দ্র (CDIAL) সম্মেলনটি আয়োজন করে। 


বিশ্বের বিভিন্ন দেশের আলেম, গবেষক, ইসলামি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে এ বছরের সম্মেলন ছিল ব্যতিক্রমীভাবে সমৃদ্ধ।


সম্মেলনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ডিজিটাল যুগে মুসলিম তরুণদের সামনে উদ্ভূত নতুন সম্ভাবনা, চ্যালেঞ্জ ও নৈতিক দায়িত্ব। অংশগ্রহণকারীরা আধুনিক প্রযুক্তির বিকাশ এবং এর সামাজিক প্রভাব সম্পর্কে নানা দিক নিয়ে আলোচনা করেন।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির যুগে মুসলিম যুবদের নৈতিকতা, ঈমান ও মূল্যবোধকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। প্রায় চার দশক ধরে সম্মেলনটি বিশ্বব্যাপী এক স্বীকৃত প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত। মুসলিম বিশ্ব ও ল্যাটিন আমেরিকান মুসলিম সম্প্রদায়ের মধ্যে জ্ঞানের বিনিময়, গবেষণার অগ্রগতি ও নৈতিক দিকনির্দেশনার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সমাজকে নতুন সুযোগের পাশাপাশি নতুন ঝুঁকিও তৈরি করে। তাই ইসলামী নৈতিকতা বজায় রেখে প্রযুক্তির সদ্ব্যবহার করা এবং তরুণদের আধ্যাত্মিক ও বৌদ্ধিকভাবে প্রস্তুত করা এখন সময়ের দাবি। মূল লক্ষ্য—যুবসমাজকে সঠিক জ্ঞান, মূল্যবোধ ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গির মাধ্যমে ভবিষ্যতের ডিজিটাল বিশ্বে নেতৃত্ব দেওয়ার যোগ্য করে গড়ে তোলা।


সূত্র: আলুকা নেটওয়ার্ক

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

জাতীয় নাগরিক কমিটি মাদারীপুর জেলা শাখার ৫৩৭ নং সদস্য আরাফাত খান গ্রেফতার