নবাগত পুলিশ সুপারের সঙ্গে মাদারীপুরের সাংবাদিকদের মতবিনিময় সভা



মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হকের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর, রবিবার বিকাল সাড়ে তিনটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা এহতেশামুল হককে সম্প্রতি মাদারীপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এ পদায়ন নিশ্চিত করা হয়।

সভায় নবাগত এসপি এহতেশামুল হক বলেন, “মাদারীপুরের আইন-শৃঙ্খলা আরও সুদৃঢ় করা, জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ সেবাকে আরও জনবান্ধব ও আধুনিক করা”— এটিই হবে তাঁর মূল লক্ষ্য। তিনি আরও বলেন, পুলিশের পেশাগত উন্নয়ন, স্বচ্ছতা ও সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে গণমাধ্যম অপরিহার্য ভূমিকা পালন করে। তাই সাংবাদিক সমাজের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রশাসনের উপস্থিত কর্মকর্তারা জানান, দায়িত্ব গ্রহণের পরপরই এসপি এহতেশামুল হক জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। বিশেষ করে স**ন্ত্রা*স, মা**দ*ক, চাঁ*দা*বা*জি, নারী ও শিশু নি**র্যা*ত*ন দমনে তিনি কঠোর অবস্থানে থাকবেন বলেও উল্লেখ করেন।

এদিকে জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক মহল নতুন পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে যে, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে মাদারীপুরের অপরাধ দমন কার্যক্রম আরও শক্তিশালী হবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেলে নিরাপত্তা ও আস্থার পরিবেশ আরও সুদৃঢ় হবে বলেও তারা বিশ্বাস করেন।

মতবিনিময় শেষে নতুন পুলিশ সুপার মাদারীপুর জেলার সার্বিক উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

শাওন বল

স্টাফ রিপোর্টার

মাদারীপুর

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

জাতীয় নাগরিক কমিটি মাদারীপুর জেলা শাখার ৫৩৭ নং সদস্য আরাফাত খান গ্রেফতার