মামদানির ছেড়ে যাওয়া আসনে লড়বেন বাংলাদেশি মেরী জোবাইদ

 

নিউইয়র্কে সেম্বলি ডিস্ট্রিক্ট থার্টি সিক্সের’ প্রার্থী হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মেরী জোবাইদা। ছবি সংগৃহীত



নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোরান মামদানীর ছেড়ে যাওয়া গুরুত্বপূর্ণ ‘অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট থার্টি সিক্সের’ প্রার্থী হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মেরী জোবাইদা। এই গুরুত্বপূর্ণ আসনে তার নির্বাচনি প্রচারকে শক্তিশালী করতে শুক্রবার (২৮ নভেম্বর) সিটির এস্টোরিয়ায় আনুষ্ঠানিকভাবে তাকে সমর্থন জানিয়েছেন স্টেইট সিনেটর জন লু। এই সমর্থন জোবাইদার বিজয়ী হওয়ার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলেছে।

সিনেটর জন লু বলেন, নিউইয়র্কের অভিবাসীদের স্বার্থ সংরক্ষণে মেরী জোবাইদার মতো একজন অভিবাসী অ্যাসেম্বলিওম্যানের প্রয়োজন অনস্বীকার্য। বাংলাদেশি কমিউনিটির বন্ধু হিসেবে পরিচিত লু, জোবাইদাকে ভোট দেওয়ারও আহ্বান জানান।


ডিস্ট্রিক্ট থার্টি সিক্স আসনটি অত্যন্ত আলোচিত, কারণ এর অ্যাসেম্বলিম্যান ছিলেন সিটির নবনির্বাচিত মেয়র জোরান মামদানি। ফলে তার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।


মামদানীর নির্বাচনি এলাকায় প্রচারণা চালিয়ে যাওয়া মেরী জোবাইদা কেবল অভিবাসীই নন, তিনি বাংলাদেশি। ফলে স্থানীয় অভিবাসী ভোটারদের মধ্যে তাকে নিয়ে বিশেষ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।


মেরী জোবাইদা তার নির্বাচনি প্রতিশ্রুতিগুলো তুলে ধরে সবার সহযোগিতা চেয়েছেন। তিনি আশ্বাস দেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে নাগরিকদের সমস্যা সমাধানে সক্রিয় থাকবেন। ২০০১ সালে বাংলাদেশ থেকে আমেরিকায় আসা এই রাজনীতিবিদ কমিউনিটি হেলথ আউটরিচ ও পাবলিক স্কুল ইস্যুসহ বিভিন্ন বিষয়ে সক্রিয় থেকে মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

জাতীয় নাগরিক কমিটি মাদারীপুর জেলা শাখার ৫৩৭ নং সদস্য আরাফাত খান গ্রেফতার