দেশজুড়ে দোয়া মাহফিল খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানালেন চিকিৎসকরা

 


রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। তিনি এখন কেবিনেই রয়েছেন এবং পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, বেগম জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি স্থিতিশীল, এবং তিনি হাসপাতালে কেবিনে থেকেই চিকিৎসা নিচ্ছেন। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চালানো হচ্ছে। আরেক সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

বিএনপি সূত্রের তথ্য অনুযায়ী, লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান নিয়মিত তার স্বাস্থ্য আপডেট নিচ্ছেন। এদিকে ঢাকায় তার পাশে আছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

গত রোববার রাত ৮টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এদিকে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নয়াপল্টনের ভাসানী ভবনে জিয়া মঞ্চ এবং বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জিয়া মঞ্চ আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন বেগম খালেদা জিয়াকে সুস্থ রাখেন। তিনি বলেন, খালেদা জিয়া বেঁচে থাকলে বাংলাদেশও বেঁচে থাকবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয়তাবাদী শক্তির ঐক্য জরুরি, আর এই ঐক্যের প্রতীক হলেন বেগম জিয়া।

এ ছাড়া সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স পার্টি অফিসে নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন ও জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বুধবার ভাসানী ভবনে আরও একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর জানিয়েছে, সারা দেশের বিভিন্ন স্থানে দলীয় সংগঠনগুলো চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া মাহফিল আয়োজন করছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

জাতীয় নাগরিক কমিটি মাদারীপুর জেলা শাখার ৫৩৭ নং সদস্য আরাফাত খান গ্রেফতার