ফিরে দেখা ২০২৪ শোবিজ তারকাদের জমকালো বিয়ে: বছরের সেরা মুহূর্ত

🏠জাতীয় | 29 December , 2024 1:56 am 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh শৈবাল আদিত্য বিয়ে সব মানুষের জন্য বড় সিদ্ধান্ত। আর শোবিজ অঙ্গনের একটা প্রচলিত ধারণা হচ্ছে তারকাদের বিয়ের পর একসময় বেজে ওঠে বিচ্ছেদের বিউগল! আর সেকারণে অনেক তারকা বহু ভেবেচিন্তে, কেউ বা লিভ টুগেদারের মাধ্যমে পরষ্পরকে জেনেবুঝে তারপর নেন ঘর বাঁধার সিদ্ধান্ত! চলতি বছর দেশ এবং দেশের বাইরে শোবিজ জগতের অনেক তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। কারো বিয়ে হয়েছে জমকালো চোখ ধাঁধানো অনুষ্ঠান আয়োজনে, আবার কেউ কেউ ছিমছাম ধাঁচে পেতেছেন সংসার। তবে এ বছর বিশ্বব্যাপী সবচেয়ে আলোচিত এবং ব্যয়বহুল বিয়ে ছিল ভারতের ধনকুবের আম্বানি-পুত্রের বিয়ে। চলতি বছরের শুরুতে দেশের শোবিজ অঙ্গনের একাধিক তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। দিয়েছেন সুখবর। এক নজরে দেখে আসা যাক সেসব বিয়ের খবর- মৌসুমী হামিদ ২০২৪ সালের শুরুতেই নিজের বিয়ের খবর দেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। গত ১২ জানুয়ারি লেখক আবু সাইয়িদ রানার গলায় মালা পরান তিনি। সে সময় জানা গিয়েছিল, বিয়ের আগে প্রেম করছিলেন আবু সাইয়িদ রানা ও মৌসুমী হামিদ। তাদের এ প্রেমের সম্প...