পোস্টগুলি

মার্চ, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

লন্ডনের কিংসমিডো ঈদগাহ মাঠে নামাজ আদায় করেছেন তারেক রহমান

ছবি
 🏠|রাজনীতি | ৩০ মার্চ ২০২৫ রবিবার  |৪:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| লন্ডনের কিংসমিডো ঈদ্গাহে নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন তারেক রহমানের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে বরাবরের মতোই নেতাকর্মীরা জড়ো হন ঈদ্গাহ ময়দানে। উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার লন্ডনে তার পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করছেন। দশ বছরের মধ্যে প্রথমবারের মতো তারা একসঙ্গে উৎসব অনুষ্ঠান ভাগাভাগি করেন। এরআগে ২০১৫ সালের সেপ্টেম্বরে পরিবারের সদস্যদের সা‌থে ঈদ উদযাপন করেন তি‌নি। ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জেষ্ঠ্য সন্তান তারেক রহমান।

মাদারীপুরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদ্‌যাপন করেছেন ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ।

ছবি
🏠|সারা দেশ  |৩০ মার্চ ২০২৫ রবিবার  |৩:২৭:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| রোববার (৩০ মার্চ) সকাল ৯টায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জানা যায়, সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা প্রায় দেড়শ’ বছর আগ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় চাঁদ দেখা সাপেক্ষে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুরের চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, বাহেরচর, চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর, দৌলতপুর, হোসনাবাদ, রঘুরামপুর, কেরানীরবাট, রমজানপুর, কয়ারিয়া, রামারপুল, সাহেবরামপুর, আন্ডারচর, খাসেরহাটসহ জেলার ২৫টি গ্রামের কয়েক হাজার মানুষ ঈদ উৎসব পালন করছেন। তথ্য সঞ্জয় কর্মকার অভিজিৎ

ঈদের চাঁদ দেখতে এআই ড্রোন ব্যবহার করছে আরব আমিরাত

ছবি
 🏠|আন্তর্জাতিক | ২৯ মার্চ ২০২৫ শনিবার |৫:৪০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| ঈদের চাঁদ দেখতে এআই ড্রোন ব্যবহার করছে আরব আমিরাত। ছবি: সংগৃহীত এ বছর ঈদুল ফিতরকে সামনে রেখে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য এআই চালিত ড্রোন ব্যবহার করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার (২৯ মার্চ) দেশটির ফতোয়া কাউন্সিল এ বিষয়ে সভা আহ্বান করেছে। খবর খালিজ টাইমসের। সংযুক্ত আরব আমিরাতজুড়ে পাঁচটি অত্যাধুনিক অবজারভেটরি (পর্যবেক্ষণিকা) — আল খাতিম, জাবাল হাফেত, দুবাই, শারজাহ এবং রাস আল খাইমা— সুনির্দিষ্ট পর্যবেক্ষণ নিশ্চিত করতে উন্নত প্রযুক্তিতে সজ্জিত। এগুলো মাটি থেকে ৩০০ মিটারেরও বেশি উচ্চতায় উড়তে পারে। সুনির্দিষ্ট জ্যোতির্বিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে ড্রোনগুলো চাঁদের অবস্থানের দিকে পরিচালিত হবে। মানুষের দৃষ্টিতে বাধা দিতে পারে এমন চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে। একইসঙ্গে ড্রোনগুলো সঠিক পর্যবেক্ষণ নিশ্চিত করতে পারে। দ্বিতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাত চাঁদ দেখার জন্য ড্রোন মোতায়েন করছে। এর আগে ড্রোন ব্যবহার করে রমজান ক্রিসেন্ট বা শাওয়াল মাসে...

ঈদের তারিখ ঠিক করতে রোববার সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি

ছবি
🏠|জাতীয় | ২৯ মার্চ ২০২৫ শনিবার |২:০০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|  পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল রোববার বৈঠকে বসছেন জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ (শনিবার) ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ওইদিন দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত টেলিফোন বা ফ্যাক্স নম্বরে তথ্য জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ অথবা ০২-৪১০৫০৯১৭) কিংবা ফ্যাক্স নম্বরে (০২-২২৩৩৮৩৩৯৭ বা ০২-৯৫৫৫৯৫১)। এছাড়া, সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করা যাবে।

বাসায় ফিরে সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তামিম

ছবি
 🏠|খেলা  | ২৯ মার্চ ২০২৫ শনিবার |২:৪০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| এবার হাসপাতাল থেকে বাসায় ফিরে বিকেএসপি, কেপিজে হাসপাতালের চিকিৎসক, নিজ ক্লাব ও ভক্তসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তামিম ইকবাল। শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তামিম এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। তামিম ইকবালের ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো, ‘আপনাদের সবার দোয়ায় ও সর্বশক্তিমান আল্লাহর রহমতে এখন আমি বাসায়। উথালপাথাল এই চারটি দিনে নতুন জীবন যেমন পেয়েছি, তেমনি আমার চারপাশকে আবিষ্কার করেছি নতুন করে। সেই উপলব্ধির সবটুকুতে মিশে আছে কেবল ভালোলাগা ও কৃতজ্ঞতা। আপনাদের সবার ভালোবাসার ছোঁয়া ক্যারিয়ারজুড়ে নানা সময়ই পেয়েছি। তবে এবার তা অনভুব করতে পেরেছি আরও তীব্রভাবে। আমি সত্যিই আপ্লুত। বিকেএসপিতে আমার অসুস্থতার শুরু থেকেই অনেককে পাশে পেয়েছি তাৎক্ষণিকভাবে। ম্যাচ রেফারি দেবু দা (দেবব্রত পাল), বিকেএসপির চিকিৎসকরা এবং আরও যারা তখন ছিলেন সেখানে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার যে ভাই আমাকে দ্রুতগতিতে নিয়ে গেছেন হাসপাতালে, সবা...

সীমান্তে কাঁটাতার বসাতে গেলেই মমতার লোক বাধা দেয়: অমিত শাহ

ছবি
🏠|আন্তর্জাতিক | ২৯ মার্চ ২০২৫ শনিবার  |২:১৪:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|  বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে গেলেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক বাধা দেয় বলে অভিযোগ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  বৃহস্পতিবার (২৭ মার্চ) সংসদে বাংলাদেশ প্রসঙ্গ টেনে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।  অমিত শাহ বলেন, পশ্চিবঙ্গ সরকারকে ভারত-বাংলাদেশ সীমান্তের ৪০০ কিলোমিটার এলাকায় কাঁটাতার বসানোর জন্য দশবার বলেছি। রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবের সঙ্গে সাতবার বৈঠক করেছি। তার পরও তারা জমি দেয়নি। যেখানেই কাঁটাতার বসানোর ব্যবস্থা করা হয়, সেখানেই রাজ্য শাসকগোষ্ঠীর লোকেরা গণ্ডগোল পাকায়।  তিনি আরও বলেন, ২ হাজার ২১৬ কিলোমিটার অঞ্চলজুড়ে রয়েছে ভারত-বাংলাদেশ সীমানা। তার মধ্যে ১ হাজার ৬৫৩ কিলোমিটারে কাঁটাতার বসানো হয়ে গেছে। বাকি রয়েছে ৫৬৩ কিলোমিটার অঞ্চল। এর মধ্যে আবার ১১২ কিলোমিটার এলাকা দিয়ে নদী-নালা বয়ে চলেছে। এসব এলাকায় কাঁটাতার বসানো অসম্ভব হলেও বাকি ৪০০ কিলোমিটারে বেড়া দেওয়া যা...

আমাদের দেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ: হাসনাত

ছবি
🏠|রাজনীতি  | ২৯ মার্চ ২০২৫ শনিবার |১:১০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|  দেশের লিডারশিপ ভণ্ডামিপূর্ণ উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, উনারা (লিডার) আমাদের যা আমল করতে বলেন, সেই আমলের ধারে কাছে দিয়েও তারা যান না।  শুক্রবার (২৮ মার্চ) বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, যারা সার্ভিস প্রোডিউস করেন, তারা কখনও সার্ভিসের কনজ্যুমার না। তিনি আরও বলেন, সমাজে কিছু আছে সুদখোর, ঘুষখোর। সমাজের কিছু কিছু মানুষ আছে যাদের কাজই হচ্ছে সালিশ-দরবার করা। কিছু মানুষের কাজ হচ্ছে থানার চারপাশে ঘোরাফেরা করা। কিছু কিছু মানুষ তৈরি হয়েছে যারা কখনও স্কুলের ধারে কাছেও যায়নি কিন্তু তাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া।  জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, আসলে তাদের দোষ দিয়ে লাভ নেই, দোষটা কিন্তু আমাদের। আমরা সচেতনভাবে তাদের প্রতিহত করি না। অনুষ্ঠানে দেবিদ্বারের নেতৃত্ব প্রসঙ্গেও কথা বল...

লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া

ছবি
🏠|রাজনৈতিক পরিবার | ২৮ মার্চ ২০২৫ শুক্রবার  |১১:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| লন্ডনে মা খালেদা জিয়াকে স্বাগত জানান ছেলে তারেক রহমান। ছবি: সংগৃহীত অর্ধযুগের বেশি সময় পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছেলে তারেক রহমান, পুত্রবধূ, আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তিন নাতনির সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন তিনি। খবর বার্তা সংস্থা বাসস এর আগে ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। তখন তিনি ৩ মাস তারেক রহমানের বাসায় অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেন। এরপর দীর্ঘদিন কারাগারে থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করা হয়নি তার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়েরুল কবির খান জানান, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে যান। ৮ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত তিনি লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। বাসায় ফেরার পর গত দুই মাসে খালেদা জিয়াকে আর হাসপাতালে নিতে হয়নি। কোনও পরীক্ষার প্রয়োজন হলে দ্য ক্...

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তামিম

ছবি
 🏠|খেলা | ২৮ মার্চ ২০২৫ শুক্রবার |৫:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| হার্ট অ্যাটাকের কারণে গুরুতর অসুস্থ হওয়া তামিম ইকবাল হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর বাসায় ফিরে গেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।   গত ২৪ মার্চ বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ চলাকালীন ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তামিমের। সঙ্গে সঙ্গে সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে দ্রুত চিকিৎসা শুরু করা হয়, সিপিআর ও ডিসি শক দেওয়ার পর তার হার্টে রিং পরানো হয়। এরপর কেপিজে হাসপাতালের সিসিইউতে ভর্তি রাখা হয় তাকে। ২৬ মার্চ তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ২৭ মার্চ চিকিৎসকরা এক সংবাদ সম্মেলনে জানান, তামিমের অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ আছেন। তবে স্বাভাবিক জীবনে ফিরতে হলে তাকে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে।   আজ হাসপাতাল থেকে বাসায় ফিরলেও তার খেলায় ফেরার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন, ৩-৪ মাস পর মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়...

মিয়ানমারে নির্বাচনে ঘোষণা দিলেন জান্তা প্রধান

ছবি
 🏠|আন্তর্জাতিক | ২৮ মার্চ ২০২৫ শুক্রবার  |১২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| আগামী ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা প্রধান মিন অং হ্লেইং। বৃহস্পতিবার (২৭ মার্চ) দেশটির সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। জান্তা প্রধান মিন অং হ্লেইং বলেন, সামরিক বাহিনী একটি ‘‘গৌরবজনক’’ নির্বাচন আয়োজন এবং বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, "আমরা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু এবং বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য কাজ করছি।" এসময় তিনি দেশটিতে ব্যাপক গৃহযুদ্ধের ছড়িয়ে পড়া ঠেকাতে সশস্ত্র বিরোধীদের সহিংসতা ত্যাগ ও সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী দলের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করবো। ২০২১ সালের পর থেকে মিয়ানমারজুড়ে জান্তাবিরোধী সংঘাত চলছে। দেশটিতে বর্তমানে গৃহযুদ্ধ ও অর্থনৈতিক ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে। এর মাঝেই আগামী নির্বাচনের আগে দেশটির কয়েক ডজন রাজনৈতিক দলকে নিষিদ্ধ কিংব...

শুভ জন্মদিন শাকিব খান

ছবি
🏠|বিনোদন  | ২৮ মার্চ ২০২৫ শুক্রবার |৫:৩০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|  প্রিয়তমা’কে নিয়ে ‘তফানে’ তছনছ হবার পর দুঃখ পেয়ে হয়েছেন ‘বরবাদ’। এরপর ফিনিক্স পাখির মতো আবার পুনর্জন্ম নিয়ে হয়েছেন ‘নাম্বার-১ শাকিব খান’। পুরো ক্যারিয়ার জুড়ে অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। কিছু হয়েছে হিট, আবার কিছু হয়েছে ফ্লপ। তবে, অভিনয় নিয়ে হাল ছাড়েননি কখনোও। একটা সময় বাংলা সিনেমা মানেই চিরচেনা সেট, পুরনো ডায়লগ, সাথে প্রচুর আবেগ। কিন্তু জরাজীর্ণ সেই গল্পধারা থেকে বের হয়ে করতে চেয়েছেন ভিন্ন কিছু। বাংলাদেশের সিনেমাকে বিশ্ব দরবারে নেয়ার জন্য বদ্ধপরিকর। আর সেই লক্ষে ভিন্ন ধারার সিনেমা করে দিয়ে যাচ্ছেন একের পর এক হিট। এবারের ঈদেও মুক্তি পেতে চলেছে শাকিবের দুটি সিনেমা। ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’। ঈদুল ফিতরে শাকিব খানের ‘বরবাদ’ মুক্তি চূড়ান্ত তা আগে থেকেই জানা ছিল। কিন্তু হঠাৎ করে শাকিব খানের আরেক ছবি ‘অন্তরাত্মা’ মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। এদিকে, শাকিবের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিশিয়াল পেজ থেকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী অপু বিশ্বাস।...

কলকাতার খেলোয়াড়দের জুয়া খেলা নিয়ে বোমা ফাটালেন রামানদীপ

ছবি
 🏠|খেলা  | ২৮ মার্চ ২০২৫ শুক্রবার |০৫:২৯:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| সতীর্থদের জুয়া খেলা নিয়ে বোমা ফাটালেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার রামানদীপ সিং। আইপিএল চলাকালে গেমরুমে সতীর্থরা জুয়া খেলায় মেতে ওঠেন বলে এক পডকাস্টে জানিয়েছেন তিনি। চলছে আইপিএলের ১৮তম আসর। গত বছর মাত্র ২০ লাখ রুপিতে কেনা রামানদীপকে এবার ৪ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা। গত মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে ১৫ ম্যাচ আর চলতি মৌসুমে ইতোমধ্যে খেলেছেন ২ ম্যাচ। সব মিলিয়ে কলকাতার সতীর্থদের সঙ্গে ১৭ ম্যাচে ড্রেসিংরুম তো ভাগাভাগি করেছেন-ই, আসর চলাকালে ভাগাভাগি করা হচ্ছে টিম হোটেল, জিমন্যাশিয়াম, অনুশীলন ক্যাম্প থেকে শুরু করে সবকিছু। ২৭ বছর বয়সী এ ক্রিকেটার তাই খুব ভালো করেই জানেন সতীর্থদের। এক পডকাস্টে হাজির হয়ে ফাঁস করেছেন ভেতরের গোমরও। বলা চলে রীতিমতো বোমা ফাটিয়েছেন তিনি। রামানদীপ জানান, তার সতীর্থদের অনেকেই জুয়া খেলেন। অর্থের অঙ্কটা আবার ২০ হাজার থেকে শুরু করে ১০ লাখ রুপি পর্যন্ত। তবে সেটা আইপিএলের কোনো ম্যাচে নয়, নিজেদের মধ্যে ভার্চুয়াল গেমে তারা এ...

শবে কদরে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

ছবি
 🏠|জাতীয়  | ২৮ মার্চ ২০২৫ শুক্রবার |২:১৮:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ মার্চ) এক বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, লাইলাতুল কদর এক বরকতময় ও মহিমান্বিত রজনী। পবিত্র রমজান মাসের এই রাতে সমগ্র মানবজাতির পথ নির্দেশক পবিত্র আল-কোরআন পৃথিবীতে নাজিল হয়। মহান আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমি তা (কোরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালা লাইলাতুল কদরের রজনীকে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রজনীতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি; অর্জন করতে পারি তার অসীম রহমত, বরকত ও মাগফেরাত।  ড. মুহাম্মদ ইউনূস বলেন, মহান আল্লাহ যেন সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহা...

  ধূমপান করতে চাচ্ছেন তামিম, চিকিৎসকের ‘না’

ছবি
🏠|খেলা  | ২৮ মার্চ ২০২৫ শুক্রবার |২:১৮:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|  ঢাকার সাভারের বিকেএসপিতে হার্ট অ্যাটাকের পর কেপিজে হাসপাতালে চিকিৎসা নিয়ে এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে আছেন বাংলাদেশর সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সেখানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এরই মধ্যে চিকিৎসকরা তাকে নিয়ে বিস্ফোরক তথ্য জানিয়েছেন, তামিম ধূমপান করতে চেয়েছেন। তবে চিকিৎসকরা তাকে ধূমপান ছাড়তে হবে বলে জানিয়েছেন।  যদিও তামিম আস্তে আস্তে এই অভ্যাস ছাড়তে চেয়েছেন। কিন্তু চিকিৎসকের সাফ কথা- এই অভ্যাস আর নয়।  এক সংবাদ সম্মেলনে এভারকেয়ারে তামিমের পর্যবেক্ষণের দায়িত্বে থাকা চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার বলেন, এখন যেটা হবে, সেটা হলো পুনর্বাসন। ওর যে রিস্কগুলো আছে, সেটি কমানো। সে ধূমপায়ী। তাকে ধূমপান ছাড়তে হবে। ধূমপান হঠাৎ করে ছাড়তে পারবে না। সে বলছিল ভেপের কথা। আমি বলেছি, ভেপও নিতে পারবে না। ভেপে ক্যানসারের ঝুঁকি থাকে। তারপর সে বুঝল। তামিম সিগারেট খেতে চাচ্ছে। আমরা সিগারেট খাওয়ার অনুমতি দিচ্ছি না।  তবে, তামিমের ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ্যে আনায়...

শবে কদরের নামাজের নিয়ম ও দোয়া

ছবি
 🏠|ধর্ম | ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার |০৭:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| কোরআন নাজিলের মাস রমজানের গুরুত্ব ও মাহাত্ম্য কয়েকগুণ বৃদ্ধি পায় শবে কদরের কারণে। এই রাতেই আল্লাহ তায়ালা জিবরাঈল আলাইহিস সালামের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোরআন নাজিল করেছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মহিমান্বিত রজনীতে। আর আপনি কি জানেন মহিমান্বিত রজনী কী? মহিমান্বিত রজনী হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এ রজনীতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ এবং রূহ তাদের প্রতিপালকের আদেশত্রুমে অবতীর্ণ হয়। এবং ভোর উদিত হওয়ার আগ পর্যন্ত কেবল শান্তি আর শান্তি বিরাজ করে।’ (আল-কদর, আয়াত : ১-৫) শবে কদর কী? শবে কদর ফার্সি শব্দ। শব শব্দের অর্থও রাত্রি। কদর শব্দের অর্থ সম্মান, মর্যাদা, সমাদর, খাতির। আরবিতে এই রাতকে লাইলাতুল কদর বলা হয়। আরবি ‘লাইলাতুন’ অর্থ রাত্রি। শব ফার্সি শব্দ, এর অর্থও রাত্রি। কদর শব্দের অর্থ সম্মান, মর্যাদা, সমাদর, খাতির। আরেক অর্থ ভাগ্য, পরিমাণ ও তকদীর নির্ধারণ। রমজান মাসের শেষ দশদিনের যে কোনো বেজোড় রাত্রে, ‘শবে...

The chief adviser will address the BFA conference today

ছবি
🏠 | National | 27 March 2025 Thursday  | 1: 21: AM 👤 | Staff Correspondent | Daily Dream world  News | Madaripur Dhaka Bangladesh The Chief Advisor Professor Dr. Boyo Forum for Asia Annual Conference 2021 will address the inaugural session of 2021. Muhammad Yunus. He will address the chief adviser Abul Kalam Azad on Thursday (March 27) at 5:30 pm local time. He said, Dr. In addition to Muhammad Yunus, Laos will also address the Prime Minister of Laos, Sonxai Sifandon, Executive Deputy Prime Minister of China, Ding Shuishang, Boyo Forum for Asia Chairman Ban Ki-Moon and its Secretary General June Hainan's BFA International Convention Center. In addition, Director General of the Food and Agriculture Organization (FAO) Ku Dongu will meet with the chief adviser of Bangladesh at 2pm local time on Thursday. Professor Yunus and former UN Secretary General Ban Ki-Mun will hold a bilateral meeting. Deputy Advisor Abul Kalam Azad said that Professor Yunus arrived in China in the after...

পবিত্র কোরআনে যে কুকুরের কথা ৪ বার এসেছে!

ছবি
 🏠|হাদিস  | ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার  |১:১২:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| পবিত্র কোরআনে কুকুরের উল্লেখ চারটি আয়াতে করা হয়েছে, যা মূলত সূরা কাহাফের আসহাবে কাহাফের ঘটনা সম্পর্কিত। ইসলামে সাধারণভাবে কুকুর পোষা সম্পর্কে কিছু বিধিনিষেধ থাকলেও, কোরআনে কুকুরটির উল্লেখ কেন গুরুত্বসহকারে করা হয়েছে, তা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সূরা কাহাফের আসহাবে কাহাফের ঘটনা সম্পর্কে বলা হয়েছে যে, একদল যুবক এক অত্যাচারী শাসকের হাত থেকে বাঁচতে এবং আল্লাহর ইবাদত করতে একটি গুহায় আশ্রয় নেন। তাদের সাথে ছিল একটি কুকুর, যেটি গুহার মুখে তার পা প্রসারিত করে বসে থাকত। আল্লাহ তাদের বিশেষ সুরক্ষা দিয়েছিলেন, এবং তারা ৩০০ বছর ঘুমন্ত অবস্থায় ছিলেন। এই ঘটনাটি মানুষের জন্য একটি বিস্ময়কর নিদর্শন হয়ে দাঁড়ায়। এখানে কুকুরটির ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, "তুমি মনে করবে তারা সজাগ, অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদের ডানে-বামে পার্শ্ব পরিবর্তন করাতাম, আর তাদের কুকুরটি গুহার দরজার সামনে তার সামনের পা দুটি প্রসারিত করেছিল।" (সূরা কাহাফ, আ...

বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র

ছবি
 🏠|জাতীয়  | ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার |১:০১:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডিং জেনারেল জোয়েল পি বাংলাদেশ সফর করেছেন।  বুধবার (২৬ মার্চ) ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।   বিবৃতিতে বলা হয়, দুদিনের ২৪ ও ২৫ মার্চ (সোম ও মঙ্গলবার) ঢাকা সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।  বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিবেদনে আরও বলা হয়, বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ়সম্পর্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলোও তুলে ধরেছেন। বিবৃতিতে আরও বলা হয়, দুদিনের বাংলাদেশ সফরকালে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রতি...

৯দিনের ঈদের ছুটিতে নেই ঝড়বৃষ্টির আশঙ্কা

ছবি
🏠|জাতীয়  | ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার  |১২:১০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|  এবছর রৌদ্র ঝলমল ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে দেশবাসী। ঈদের পুরো ছুটিতে আবহাওয়া নিয়ে বড় কোনো দুঃসংবাদ নেই বলেই জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঈদের ছুটি শুরু হচ্ছে আগামী ২৯ মার্চ (শনিবার) থেকে। তবে তার আগের দিন অর্থাৎ ২৮ মার্চ শবে কদরের ছুটি। যদিও এরই মধ্যে ছুটির আমেজ শুরু হয়ে গেছে। আজ বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি কাটাচ্ছে দেশবাসী। মাঝখানে আগামীকাল বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও অনেক কর্মজীবী ঘরে ফিরতে শুরু করেছেন। টানা ৫ এপ্রিল পর্যন্ত ছুটি কাটিয়ে ফিরবেন সরকারি চাকরিজীবীরা। এই লম্বা ছুটির সময়ে কোথাও ভারি বৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বুধবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার যে পূর্বাভাস আবহাওয়া অফিস থেকে দেয়া হয়েছে তাতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়াও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নাই বলেও এতে উল্লেখ করা হয়েছে। আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মুহাম্...

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

ছবি
 🏠|জাতীয় | ২৬ মার্চ ২০২৫ বুধবার  |০৯:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এক ঘণ্টা পরপর প্রথম চারটি জামাত অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে ৪৫ মিনিট পরে। বুধবার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে বায়তুল মোকাররমের ঈদ জামাতের এ তথ্য জানায়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের প্রথম জামাত হবে সকাল ৭টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির থাকবেন অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান এ জামাতে ইমাম থাকবেন। মুকাব্বির থাকবেন প্রধান খাদেম মো. নাসির উল্লাহ। সকাল ৯টায় অনুষ্ঠিত হবে তৃতীয় জামাত। ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান এই জামাতের ইমাম থাকবেন। আর এ জামাতে মুকাব্বিরের দায়িত্বে থাকবেন মসজিদের খাদেম মো. আব্দুল হাদী। চতুর্থ জামাত হবে সকাল ১০টায়।...

The chief adviser to arrive in China

ছবি
🏠 | National | 26 March 2025 Wednesday | 07: 21: PM 👤 | Staff Correspondent | Daily Dream world  News | Madaripur Dhaka Bangladesh The chief adviser to the interim government. Muhammad Yunus: collected  arrived on a five -day state visit, the chief adviser to the interim government. Muhammad Yunus. The aircraft carrying the chief adviser at 5pm on Wednesday (March 27th) landed at Kyanghai Boao International Airport in Hainan Province, China. Later, Bangladesh Ambassador to China Nazrul Islam and Vice Governor of Hainan province welcomed the chief adviser at the airport. Earlier on the same day, the chief adviser left Hazrat Shahjalal International Airport on a special Chinese flight on the same day. The visit is likely to discuss military cooperation with China, Foreign Secretary said. Jasim Uddin. He said this at a press conference held at the Foreign Ministry on Tuesday (March 27th). According to the schedule, the chief adviser will address the Planery session of the Boao ...

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৩৯

ছবি
🏠|আন্তর্জাতিক | ২৬ মার্চ ২০২৫ বুধবার  |৭:২০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| গাজা শহরে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ছবি: সংগৃহীত  যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েলের নতুন করে হামলা টানা নবম দিনের মতো অব্যাহত রয়েছে। এ হামলায় গত ২৪ ঘণ্টায় শিশুসহ কমপক্ষে ৩৯ জন নিহত এবং ১২৪ জন আহত হয়েছে। আল জাজিরা জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া, দক্ষিণে খান ইউনিস এবং রাফাহসহ উপত্যকাজুড়ে বিমান ও স্থল হামলার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, ১৮ মার্চ গাজায় ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করার পর থেকে ১ লাখ ৪২ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। সংস্থাটি জানায়, মাত্র কিছু ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে পালিয়ে আসা অনেক মানুষ এখন রাস্তায় অবস্থান করছে। এখানে খাবার, পানি এবং আশ্রয়ের জন্য অতি প্রয়োজনীয় জিনিসপত্রের খুব অভাব। আল জাজিরা জানিয়েছে, জাবালিয়ায় ইসরায়েলি সামরিক বিমান বেসামরিক লোকে ভরা একটি বাড়িতে বোমা মারে। এর ফলে কমপক্ষে আটজন নিহত হয়। নিহতদের মধ্যে ছয় মাস বয়সী একটি ...

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ছবি
🏠|আন্তর্জাতিক | ২৬ মার্চ ২০২৫ বুধবার |২:৫৫:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বুধবার ঢাকার ভারতীয় হাইকমিশন এই তথ‌্য জা‌নিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনকে পাঠানো বার্তায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ভারত সরকার, জনগণ এবং ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুমুখী, যা বাণিজ্য, বহুমুখী যোগাযোগ, উন্নয়ন সহযোগিতা, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, সাংস্কৃতিক সহযোগিতা ও জনসাধারণের পারস্পরিক বিনিময়ের মতো বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ ও ‘অ্যাক্ট ইস্ট’ নীতি, সাগর মতবাদ এবং ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। ভারত বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, স্থিতি...

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, তৃতীয় স্থানে ঢাকা

ছবি
 🏠|আন্তর্জাতিক | ২৬ মার্চ ২০২৫ বুধবার  |২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বুধবার (২৬ মার্চ) সকাল ১১ টা নাগাদ ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ছিল ২০২, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত একই সময়, ২৩৮ স্কোর নিয়ে প্রথম স্থানে আছে ভারতের দিল্লি এবং ২১৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। অর্থাৎ এখানকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’। এছাড়াও তালিকার চতুর্থ স্থানে থাকা নেপালের কাঠমুন্ডুর স্কোর ১৮৫। পাশাপাশি তালিকায় আবার ১৮১ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বাতাসের গুণমান নির্ধারণের একিউআই স্কেল অনুযায়ী ০-৫০ ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআ...

স্বাধীনতা দিবসে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

ছবি
 🏠|জাতীয়  | ২৬ মার্চ ২০২৫ বুধবার  |১২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি। ছবি: সংগৃহীত বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় মিষ্টি বিতরণ করা হয়। বিজিবির পক্ষ থেকে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ওসীম মার্ক ভারতের ৭৯ ব্যাটালিয়নের এসি রহিত সর্মার হাতে মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে ফুল দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ওসীম মার্ক বলেন, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় করতে দীর্ঘদিন ধরেই ...

এবারের ঈদে গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান

ছবি
 🏠|বিনোদন জগত  |২৬ মার্চ ২০২৫ বুধবার  |২:১০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| ২০১৬ সাল থেকে প্রতিবছর নিজের টেলিভিশন চ্যানেলে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকেন ড. মাহফুজুর রহমান। করোনা প্রকোপে সব থেমে গেলেও থামেনি তার গান পরিবেশন, তবে এবার এবার ঘটছে ছন্দপতন। আসন্ন ঈদুল ফিতরে গান শোনাবেন না ড. মাহফুজুর রহমান। মঙ্গলবার (২৫ মার্চ) গণমাধ্যমকে এই খবর জানিয়েছেন এটিএন বাংলার জনসংযোগ বিভাগ। ২০১৬ সালের পবিত্র ঈদুল আজহায় নিজের টেলিভিশন চ্যানেলে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে প্রথম আলোচনায় আসেন মাহফুজুর রহমান। এর পর থেকে প্রত্যেক ঈদেই তিনি নিয়মিত গাইতেন। এটিএন বাংলার জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, এবার ঈদে গান ড. মাহফুজুর রহমান শোনাচ্ছেন না। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। অসুস্থতা ও ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত।  শেষ ঈদে দুই ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান।

Trying to distract people in one false information after another: the chief adviser

ছবি
🏠 | National | 26 Mars 2025 Wednesday  | 2: 21: AM 👤 | Staff Correspondent | Daily Dream world  News | Madaripur Dhaka Bangladesh Since the interim government has taken responsibility, efforts have been made to mislead people spreading false information one after another. The chief adviser made the remarks in a speech addressed to the nation on Tuesday (March 27th). Muhammad Yunus. Dr. Yunus said, "Since the interim government has taken office, the rumors have been going on in the media and social media. People are being misled by spreading false information one after another for destabilizing the country. Rumors are being spread in various tactics. ' He also said, "One photo with another, using different events, creating confusing photocards, and even the events of other countries are being promoted as the event of this country. As the elections come to a close, such rumors will become even more terrifying. It is unknown who is behind it. We have sought the UN cooperat...

এবারের মতো রক্ষা পেলো ভারত

ছবি
 🏠|খেলা ফুটবল  | ২৫ মার্চ ২০২৫ বুধবার |২:২২:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| প্রথমার্ধে বেশ দাপুটে ফুটবল খেলেছে বাংলাদেশ। তবে ফিনিশিং দুর্বলতায় গোলের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধরা। দ্বিতীয়ার্ধে ভারত কিছুটা চাপ সৃষ্টি করলেও বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করে হ্যাভিয়ের কাবরেরার দল। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় রক্ষা পায় ভারত। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৫ মার্চ) শিলংয়ে জওহরলাল স্পোর্টস কমপ্লেকসে কিক অফের পরেই সহজ সুযোগ পায় বাংলাদেশ। হামজার বাড়ানো বলে ভারতের গোলরক্ষকের ভুলে বল পায় মুজিবুর রহমান জনি। তবে ফাঁকা পোস্টেও বল জালে জড়াতে পারেননি তিনি। ম্যাচের ১২ মিনিটে আবারও গোলের সুযোগ পায় বাংলাদেশ। হামজার নেওয়া কর্নার থেকে বল পেয়ে কাউন্টার অ্যাটাকের জন্য শট করেন ভারতের গোলরক্ষক ভিশাল। তবে আবারও ভুল করেন তিনি। সেখান থেকে বল পেয়ে গোলের সহজ সুযোগ পান হৃদয়। তবে তার নেওয়া দুর্বল শট গোললাইন ক্লিয়ার করেন ভারতের ডিফেন্ডার শুভাশীষ। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে ...

গুলিস্তানের ফুটপাতে জমজমাট ঈদ বাজার

ছবি
 🏠|সারাদেশ  | ২৫ মার্চ ২০২৫ বুধবার  |১:১০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তানের ফুটপাতে জমে উঠেছে পোশাকের বাজার। ছবি : বাসস ঈদকে ঘিরে রাজধানীর প্রাণ কেন্দ্র গুলিস্তানের ফুটপাতে জমে উঠেছে পোশাকের বাজার। সারা বছরই এখানে তুলনামূলক কম দামে পোশাক, জুতা ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যায়, তবে ঈদের মৌসুমে কেনা-বেচা কয়েকগুণ বেড়ে যায়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাকে মুখরিত থাকে পুরো এলাকা। ব্যাইছা লন ১০০’, ‘দেইখ্যা লন ১০০’ ‘জোড়া লন ৩০০’-এমন ডাকাডাকির সঙ্গে চলছে ঈদের পোশাক বিক্রি। পাঞ্জাবি, পায়জামা, শার্ট, প্যান্ট, থ্রি-পিস, শাড়ি, লুঙ্গি, জুতা, ব্যাগ, আতর, টুপি সবই মিলছে এই অস্থায়ী দোকানগুলোতে। মূলত নিম্ন ও মধ্য আয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে পোশাক কিনতে এসব দোকানে ভিড় জমাচ্ছে। গতকাল সোমবার (২৪ মার্চ) রাতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, জমজমাট কেনা-বেচা হচ্ছে ফুটপাতে। বায়তুল মোকাররম মসজিদের উত্তরপশ্চিম গেটের সামনে, বঙ্গবন্ধু অ্যাভিনিউ হকার্স সমিতি মার্কেট ও গুলিস্তান মোড়ের চারপাশের ফুটপাতে ক্রেতা...

Each member is always ready to accept the highest sacrifice to keep independence intact: army chief

ছবি
🏠 | National | 26 Mars 2025 Wednesday | 12: 21: AM 👤 | Staff Correspondent | Daily Dream world  News | Madaripur Dhaka Bangladesh  Army Chief General Walker-Uz-Zaman has said that every member of the Bangladesh Army is always ready to accept the highest sacrifice in order to maintain the sovereignty and independence of the country. He said this in a statement on the occasion of Independence Day on Tuesday (March 27th). In the message, the army chief said, "Great Independence and National Day." The importance and significance of this day in our national life is immense. On this day, the liberated people of this country had jumped into the armed struggle against the Pakistani invading forces to free the chain of subjugation by shoulder to shoulder. Long nine months of bloody struggle was achieved by our final victory and our beloved homeland Bangladesh was ranked as an independent country on the world map. This is why 'March 21' will be the eternal source of glory an...

The conspiracy of democratic power has not yet stopped: Tareq Rahman

ছবি
🏠 | politics  | 26 Mars 2025 Wednesday  | 01:0 5: AM 👤 | Staff Correspondent | Daily Dream world  News | Madaripur Dhaka Bangladesh BNP Acting Chairman Tarique Rahman. Photo: Collected BNP Acting Chairman Tarek Rahman said the conspiracy of democracy power has not yet stopped. He said that the people of the country have participated in the liberation war of the country with the promise of building a liberal democratic Bangladesh of an exploitation, deprivation, human equality. But repeatedly fascist, autocratic and illegal forces did not allow us to fulfill that goal. Tareq Rahman said this in a statement on Tuesday (March 27th) on the occasion of the Great Independence Day. Greeting everyone on Independence Day, he said that a new chapter started through the new sunrise in our national life on the Great Independence and National Day. The greatest achievement of this nation with a thousand years of struggle is the independence of Bangladesh.  Tareq Rahman said that...

Today is the Great Freedom and National Day

ছবি
🏠 | National | 26 Mars 2025 Wednesday  | 12: 21: AM 👤 | Staff Correspondent | Daily Dream world  News | Madaripur Dhaka Bangladesh Today is March 25, the Great Independence and National Day. On this day of the year, the thousand -year -old Bengali nation gained independence by breaking the chain of subjugation. On March 25, the Pakistani military conducted an unprovoked genocide on the Bengalis 'Operation Searchlight' in the then East Pakistan when Bangabandhu Sheikh Mujibur Rahman was arrested in addition to the murder of innocent, unarmed Bengalis and then on March 25 (March 25)The then Major Ziaur Rahman declared independence from the center.Which spread throughout the country through the then EPR transmitter.  Later, in a notification published on January 22, this day was celebrated as National Day in Bangladesh and the holiday was officially announced on this day. Earlier, despite the Awami League's majority vote in the general election of 9, the Pakistani army sta...

৫ দশক আগে আপন ভাতিজা যেভাবে হত্যা করেন বাদশাহ ফয়সালকে

ছবি
🏠|আন্তর্জাতিক | ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার |১১:২০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| সৌদি বাদশাহ ফয়সাল| ছবি: সংগৃহীত  আমি সেদিনের কথা কখনও ভুলতে পারব না। এখনও বাবার মুখে দেখা কষ্টের ওই মুহূর্তটা আমি অনুভব করতে পারি, এভাবেই জানিয়েছেন ড. মেই ইয়েমেনি। তিনি সৌদি বাদশাহ ফয়সালের পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী আহমেদ জাকি ইয়েমেনির মেয়ে। ড. ইয়েমেনি ২০১৭ সালে বিবিসিকে বলেছিলেন, আমি আমার বাবার মুখে যে দুঃখ ও যন্ত্রণা দেখেছি, তা অনুভবও করেছি। আমার বাবা তার প্রিয় বন্ধু ও শিক্ষকের পাশে দাঁড়িয়ে ছিলেন, যখন তাকে (সৌদি বাদশাহ ফয়াসল বিন আব্দুল আজিজ আল সৌদ) গুলি করা হয়। খবর বিবিসি বাংলা দিনটা ছিল, ১৯৭৫ সালের ২৫ মার্চ। ঈদে মিলাদুন্নবী ছিল সেদিন। সৌদি রাজপ্রাসাদে তখন সাজসজ্জার ব্যস্ততা, কারণ কুয়েতি প্রতিনিধিদল আসছে। তৎকালীন বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজ নিজে উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানাবেন। বাদশাহর সঙ্গে রাজনীতি, অর্থনীতি-সব দিক থেকেই গুরুত্বপূর্ণ এই বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন তেলমন্ত্রী শেখ আহমেদ জাকি ইয়ামানি। কিন্তু তারা কি ভাবতে পেরেছিলেন কী হতে যাচ্ছে ...

সন্তানের নামে প্রতি ৩ মাসে ৪০০ কোটি টাকা পাচার হয়েছে: ড. ইউনূস

ছবি
🏠|জাতীয় | ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার  |১০ :০০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত ১৬ বছরে শেখ হাসিনা যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিল; আপনারা সেটার ভুক্তভোগী ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাবার সময় এক লণ্ডভণ্ড অর্থনীতি রেখে গেছে। পলাতক সরকারের আমলে চর দখলের মতো দেশের ব্যাংকগুলি দখল করে নেওয়া হয়েছিল। আমানতকারীর টাকাকে তারা নিজেদের ব্যক্তিগত টাকায় রূপান্তরিত করে ফেলেছিল।  তিনি বলেন, গত সরকারের লুটপাটের মহোৎসবে গত ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে- এটা আমরা জানি। কত রকমভাবে পাচার হয়েছে তাও জানার বিষয়। অভিনব একেকটা পদ্ধতি ছিল। পাচারের একটা পদ্ধতি সবাইকে হতভম্ব করে দিয়েছে। বিদেশে অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে টাকা পাচার হয়েছে। তারা সন্তানের লেখাপড়ার জন্য এক সেমিস্টারের অর্থাৎ তিন মাসের খরচ বাবদ অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন তিন কোটি ৩৩ লক্ষ ডলার অর্থাৎ প্রায় ৪০০ কোটি টাকা। পাচারের এর চাইতে বেশি তাক লাগানো পন্থা আর কী আছে তার কোনো...