পোস্টগুলি

জানুয়ারী, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

ছবি
 🏠ইসলামিক | 1 February   2025 1:00 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh আসন্ন পবিত্র মাহে রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক সরকার সরোয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র মাহে রমজান মাস শুরু হবে আগামী ১ বা ২ মার্চ। তবে রমজান শুরুর সময় ২ মার্চ ধরে ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি করেছে ইসলামিক ফাউন্ডেশন। গত ২৭ জানুয়ারি এই সময়সূচি চূড়ান্ত করা হয়। সময়সূচি অনুযায়ী, ২ মার্চ (রোববার) প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৫টা ৪ মিনিট ও ইফতারির সময় ৬টা ২ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন। দ্বীনি দাওয়াত বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি-ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে।

কোথায় বিয়ে করলেন সারজিস, মিলল পাত্রীর পরিচয়

ছবি
 🏠জাতীয় | 31January  , 2025 10:03 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিয়ে করেছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি ক্যাপশনে লেখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক। ওই ছবিতে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, মাহফুজ আলম, আসিফ মাহমুদ এবং সারজিসকে দেখা যায়। বর বেশে সারজিসকে দেখা যায়- সাদা শেরওয়ানি এবং পাগড়ি পরা। যদিও পাত্রি কে তার নাম বা ছবি প্রকাশ্যে আসেনি। এবার জানা গেল সারজিসের শ্বশুর বাড়ির পরিচয়। সারজিসের শশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান। তার বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামে। পেশার তাগিদে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। সার্জিস আলমের শশুরের পরিবার সূত্রে জানা গেছে, গাজিপুরের রাজিন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজ বাদ ...

মাদারীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৫ এর পূর্ণাঙ্গ ফলাফল

ছবি
🏠সারাদেশ  | 31January  2025 1:33 am 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচনে সভাপতি পদে এমদাদুল হক খান ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাফর আলী মিয়া পেয়েছেন ১০৫ ভোট। এদিকে সাধারণ সম্পাদক পদে মাহাবুব হোসেন শাকিল ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ চন্দ্র সরকার ৪৯ ভোট পেয়েছেন।  মাদারীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদ হোসেন জানান, সকাল ১০টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ একটানা চলে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত। ভোট ভোটারের সংখ্যা ৩০০ হলেও ভোট পড়ে ২৯৩টি। বাকি ৭ ভোটার অনুপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোন প্রকার ঝামেলা ছাড়াই এমন সুন্দর নির্বাচন উপহার পেয়ে খুশি প্রার্থীরা। তাদের কারই ছিল না কোন অভিযোগ।  আইনজীবি সমিতির নির্বাচন কমিশন সূত্র জানায়, এছাড়া সিনিয়র সহসভাপতি পদে আনোয়ার হোসেন আরমিন পেয়েছেন ১৩০ ভোট, আসাদুজ্জামান, জালালুর রহমান পেয়েছেন ১৩০ ভোট, তাদের নিকটতম প্রতিন্দ›দ্বী ২৯ ভোট পেয়েছেন মো. সেলি...

আরব আমিরাতে শাবান মাসের চাঁদ দেখা গেছে

ছবি
 🏠ইসলামিক | 30January , 2025 8:31 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শাবান মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস। এর ফলে আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নতুন ইসলামিক মাস শাবান শুরু হচ্ছে। শাবান মাসের পরই আসে পবিত্র রমজান, যখন সারা বিশ্বের মুসলিমরা রোজা পালন করবেন। আরব আমিরাতের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার (আইএসি) চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। পর্যবেক্ষক দলের তথ্য অনুযায়ী, চাঁদটির সূর্য থেকে দূরত্ব ছিল ১০.৫ ডিগ্রি। শাবান ইসলামিক ক্যালেন্ডারের অষ্টম মাস, যা মুসলিমদের জন্য রমজানের প্রস্তুতির সময় হিসেবে বিবেচিত হয়। ইসলামিক মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। শাবান মাসের ২৯ তারিখে আনুষ্ঠানিক চাঁদ দেখা কমিটি বসবে এবং যদি চাঁদ দেখা যায়, তবে পরদিন থেকেই শুরু হবে পবিত্র রমজান। চাঁদ দেখার ভিত্তিতে এবার রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১ মার্চ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার পরই নির্ধারিত হবে। আইএসি জানিয়...

১৪ই ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

ছবি
 🏠ইসলামিক  | 30January , 2025 8:31 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh দেশের আকাশে বৃহস্পতিবার ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এই কারণে শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। তাই আগামী ১৪ই ফেব্রুয়ারি (শুক্রবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ অর্থ মুক্তি। আজ সেই মুক্তির রাত ‘লাইলাতুল বরাত’। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত (আজ রোববার) মুক্তির রজনী হিসেবে পালন করে মুসলিম উম্মাহ। পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। পবিত্র শবে বরাতে পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। অতীতে...

দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর, ধনী নোয়াখালী

ছবি
 🏠সারাদেশ  |30 January , 2024 3:33 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার উপজেলা। আর সবচেয়ে ধনী ঢাকার পল্টন। জেলা হিসেবেও সবচেয়ে দরিদ্র মাদারীপুর, আর সবচেয়ে ধনী জেলা নোয়াখালী। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত 'বাংলাদেশের দারিদ্র মানচিত্র ২০২২'-এ এ তথ্য উঠে এসেছে। বিবিএসের দারিদ্র মানচিত্রে দেখা যায়, দেশের বিভাগীয় দারিদ্র হিসেবে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ২৬ দশমিক ৬ শতাংশ। আর চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম দারিদ্র্য ১৫ দশমিক ২ শতাংশ। জেলা হিসেবে সবচেয়ে বেশি দারিদ্র মাদারীপুর জেলা। এ জেলায় দারিদ্র ৫৪ দশমিক ৪ শতাংশ, আর সবচেয়ে কম দারিদ্র্য নোয়াখালী জেলায় ৬ দশমিক ১ শতাংশ। আর উপজেলা হিসেবে ৬৩ দশমিক ২ শতাংশ দারিদ্র্যতা নিয়ে শীর্ষে রয়েছে মাদারীপুরের ডাসার। আর সবচেয়ে কম দারিদ্র্য ঢাকার পল্টনে। এ এলাকায় দারিদ্র্য ১ শতাংশ।

হেডম থাকলে দেশে আসেন’, গোলাম রাব্বানীকে হাসনাত

ছবি
 🏠সারাদেশ  |30 January  , 2025 12:13 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh চাঁদাবাজি ও দুর্নীতির দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে সরিয়ে দেওয়া সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দেশে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধের অংশ হিসেবে দলটির নেতাকর্মীদের বিচার চেয়ে বুধবার (২৯ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে পোস্ট দেন হাসনাত। ওই পোস্টে নিষিদ্ধ সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক হাসনাতদের বিচার করা জরুরি বলে মন্তব্য করেন। হাসনাতের পোস্টের মন্তব্যের ঘরে গোলাম রাব্বানী লিখেন, ‘মেটিকুলাসলি ডিজাইনড ষড়যন্ত্রের অবিচ্ছেদী অংশ হিসেবে দেশকে পাকি বীর্যের উত্তরাধিকারদের হাতে তুলে দিয়ে চরম অরাজকতা, নিরাপত্তাহীনতায় ঠেলে দেওয়ার জন্য সবার আগে তোমাদের বিচার করা জরুরি।জবাবে হাসনাত লিখেন, ‘গোলাম রাব্বানী দেশে আসেন। দেশে এসে বিচার করেন। হেডম থাকলে আসেন।’হাসনাত তার মূল পোস্টে লিখেন, ‘রন্ধ্রে রন্ধ্রে সুশীলতা দিনশেষে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়ায় যে পরিস্থ...

মাদারীপুর পরিবহণ শ্রমিক নেতাকে কুপিয়ে জখম

ছবি
🏠সারাদেশ  |29January  , 2025 9:23 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh মাদারীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সহ-সড়ক বিষয়ক সম্পাদক রেজাউল শরীফকে দিনে-দুপুরে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল পৌনে ১১টার দিকে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের পাশে বালুর মাঠে তাকে কুপিয়ে জখম করে ফেলে রাখে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে মাদারীপুর জেলা আড়াই শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে রেজাউল শরীফ মাদারীপুর জেলা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আসেন। পরে কার্যালয়ের পাশে বালুর মাঠে গেলে ১২ থেকে ১৪ জনের একটি সন্ত্রাসী দল তাকে ঘেরাও করে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে ফেলে রেখে যায়। পরে তার ডাক-চিৎকালে লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর জেলা আড়াইশ শয্যা হাসপাতালে নিয়ে যায়। এ সময় তার হাত-পা আর পিঠের একাধিক স্থানে জখমের চিহ্ন দেখা যায়। তবে রেজাউল শরীফ তাকে পূর্ব শত্রুতার জেরে সাবেক মন্ত্রী শাজাহান খানের ছোট ভাই হাফিজুর রহমান জাচ্চু খানের মালিকানাধীন ‘সার্বিক পরিবহণ’ এর স...

ইয়াশাকে নিয়ে তুলকালাম, ঘটনা কতোটা সত্য?

ছবি
 🏠Sports  |29 January , 2025 07:33 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh রংপুরকে হারিয়ে প্লে-অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখার খুশিতে মাতোয়ারা চিটাগাং কিংস। তবে এবার কিংসের কানাডিয়ান হোস্ট ইয়াশা সাগারের ভিডিওকে ভারতীয় নাগরিককে হেনস্তা করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রচার করা হয়েছে। তবে ফ্যাক্ট চেক করে জানা গেছে ঘটনাটি সত্য নয়। দেশীয় ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, প্রচারিত ভিডিওতে বাংলাদেশে বেড়াতে আসা ভারতীয় পর্যটককে হয়রানির দৃশ্য নেই বরং বিপিএলে চিটাগং কিংসের হোস্ট (উপস্থাপক) ইয়াশা সাগারের সঙ্গে তার একজন ভক্তের ছবি তোলার সময় ধারণকৃত দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। যেখানে বেশ সাবলীলভাবে ছিলেন। ভারতীয় নাগরিককে হেনস্তা করা হচ্ছে বলে প্রচারিত ভিডিওটি রিউমার স্ক্যানারের পরবর্তী অনুসন্ধানে ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ দিয়ে সার্চ করলে সিলেটের স্থানীয় সংবাদমাধ্যম ‘Sylhetview’ এর ফেসবুক পেজে চলতি মাসের ১৩ তারিখের ‘হাসি মুখে দর্শকদের সাথে সেলফি তুললেন ইয়াশা সাগর’ শিরোনামে প্রকাশিত একটি ভিড...

পৃথিবীতে মাত্র তিন ব্যক্তি পাসপোর্ট ছাড়া ভ্রমণ করতে পারেন সব দেশ

ছবি
 🏠International  |29 January , 2024 6:00 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh বিশ্বে পাসপোর্ট ব্যবস্থা চালুর পর ১০০ বছরেরও বেশি সময় পার হয়ে গিয়েছে। এক দেশ থেকে অন্য দেশে গেলে, তিনি রাষ্ট্রপ্রধান হোন বা অন্য কোনও ব্যক্তিত্ব কিংবা সাধারণ মানুষ, প্রত্যেকেরই পাসপোর্ট লাগে। পাসপোর্ট ছাড়া এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের কথা ভাবাই যায় না। এই পাসপোর্টে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা, বয়স, ছবি, তার নাগরিকত্বের প্রমাণ-সহ স্বাক্ষর থাকে। এটাই স্বাভাবিক একটি নিয়ম। কিন্তু আপনি জানেন কি, এই নিয়ম তিনজনের জন্য প্রযোজ্য নয়। সেই তিনজন বিদেশ ভ্রমণে গেলে পাসপোর্টের কথা ভুলেও কেউ জিজ্ঞেস করবে না। সেই সৌভাগ্যবানরা ব্রিটেনের রাজা, জাপানের রাজা ও রানি। ব্রিটেনের রানী এলিজাবেথ যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন তিনি এই সুবিধা পেতেন। তিনি মারা যাওয়ার পর ব্রিটেনের রাজার সেক্রেটারি সব দেশকে একটি বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তায় তিনি জানিয়েছিলেন, তৃতীয় চার্লস ব্রিটেনের রাজা হওয়ার দরুন তার সব দেশে অবাধে যাওয়ার অনুমতি দেয়া হোক। শুধু ব্রিটেন রাজ পরিবারের রা...

দু’বছর হিমাগারে পড়ে থাকা ২ ভারতীয়র মরদেহ সৎকার, সরকারের ব্যয় ২৪ লাখ টাকা

ছবি
 🏠সারাদেশ | 29 January  2025 3:13 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh অবশেষে সৎকার করা হলো দীর্ঘদিন শরীয়তপুর সদর হাসপাতালের হিমাগারে পড়ে থাকা দুই ভারতীয় নাগরিকের মরদেহ। বুধবার (২৯ জানুয়ারি) সকালে পৌরসভার মনোহরবাজার শ্মশানঘাটে মরদেহ দুটি সৎকার করে কারা কর্তৃপক্ষ। দুই বছরের অধিক সময় ধরে পড়ে থাকা মরদেহ দুটির রক্ষণাবেক্ষণে সরকারকে গুনতে হয়েছে প্রায় ২৪ লাখ টাকা। এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের স্বাস্থ সুরক্ষা বিভাগ ও সচিব পর্যায়ের বৈঠক শেষে মরদেহ দুটি সৎকারের সিদ্ধান্ত নেয় সরকার। শরীয়তপুর কারা কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালে ১৮ মে ভারতীয় নাগরিক বাবুল সিং ও ৮ অক্টোবর সত্যেন্দ্র কুমারকে পদ্মা সেতু প্রকল্প এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে আটক করে পুলিশ। পরে তাদের কারাগারে পাঠায় আদালত। ২০২৩ সালের ১৮ জানুয়ারি সত্যেন্দ্র কুমার ও ১৫ এপ্রিল মারা যান বাবুল সিং। এরপর থেকেই মরদেহ দুটি সদর হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করা হয়। পরে কুটনৈতিক আলোচনার পর মরদেহ দুটির সৎকারের সিদ্ধান্ত নেয় সরকার।

মাদারীপুরে পৌরসভার অবৈধভাবে খাল দখলে উদ্ধার অভিযান

ছবি
 🏠সারাদেশ | 28 January , 2025 1:33 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh মাদারীপুরে পৌর শহরের অবৈধ ভাবে দখল হওয়া শত বছরের ঐতিহ্যবাহী ‘সৈয়দারবালী খাল’ উদ্ধারের অভিযান পরিচালনা করছেন পৌর প্রশাসন। সোমবার সকালে মাদারীপুর পৌরসভার প্রশাসক ও উপ-সচিব মো. হাবিবুল আলম এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেবক মন্ডলের নেতৃত্বে পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের মাতুব্বর বাড়ি মসজিদ থেকে ঋষিবাড়ি পর্যন্ত দুই কিলোমিটার খালটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এসময় মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস, মেডিকেল অফিসার ডা. হরষিত বিশ্বাস, নগর পরিকল্পনাবিদ আরাফাত জামানসহ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। খালটি প্রায় গত ৩০ বছর যাবত অবৈধ দখল হওয়ায় পানি চলাচল বন্ধ হয়ে যায়। এখন খালটি মুক্ত হওয়ায় সৈদারবাবালী-পানিছত্র ও শকুনী (আংশিক) এলাকার প্রায় ১০ হাজার পরিবার জলাবদ্ধতা থেকে নিরসন পাবে। মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস বলেন, ‘আমরা শহরের যতগুলো খাল রয়েছে। সবগুলো খালের তালিকা তৈরী করেছি। যেসব খাল দিয়ে এখন ...

সাংবাদিকের বসত বাড়ি নিশ্চিহ্ন করার অভিযোগ স্বেচ্ছাসেবকদলের নেতার বিরুদ্ধে

ছবি
 🏠সারাদেশ  | 28 January  , 2025 1:33 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh মাদারীপুরের শিবচরে বিবাদমান জমিন দখল নিতে এক সাংবাদিকের বসত বাড়ি ভাঙচুর করে নিশ্চিহ্ন করে দেয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবকদলের এক নেতার বিরুদ্ধে। সোমবার (২৭ জানুয়রি) সকালে উপজেলার বন্দরখলা ইউনিয়নের রাজারচর এলাকার মফিতউল্লাহ হাওলাদারের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অভিযান চালিয়ে শিবচর থানা পুলিশ ৬টি মোটরসাইকেল জব্দ করেছে। জানা যায়, কালবেলা পত্রিকার শিবচর প্রতিনিধি ও মফিতউল্লাহ হাওলাদারের কান্দি গ্রামের আমজাদ হোসেনের ছেলে আবুছালে মুছার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে প্রতিবেশী দাদন বেপারীর ছেলে সাদ্দাম বেপারী গংদের সাথে। সেই বিরোধীদের জের ধরে সোমবার সকালে শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে প্রায় শতাধিক লোকজন আবু সালেহ মুছার বসত বাড়িতে ভাঙচুর করে বসত ঘর নিশ্চিহ্ন করে দেয়। এ সময় ঘরের সকল আসবাবপত্র, ঘরের চালা ও টিনের বেড়া অন্যত্র সরিয়ে ফেলে। এতে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্...

ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

ছবি
 🏠আন্তর্জাতিক  | 29 January  , 2025 12:33 am 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক। মঙ্গলবার (২৮ জানুয়ারি) পদত্যাগের ঘোষণা দেন তিনি। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গতকাল সোমবার দেশটির ছাত্ররা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। এতে যোগ দেন কৃষকরাও। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করার পরই প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। গত ১৫ নভেম্বর নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন। এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না। গতকাল প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিক বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা এবং সরকারে বড় ধরনের বদবদল আনার ঘোষণা দিয়েছিলেন। এদিন ছাত্ররা রাজধানীর প্রাণকেন্দ্রকে সংযোগ করা অটোকোমান্ডা জংশন অবরোধ করেন। এতে করে রাজধানী শহর অচল হয়ে পড়ে। নভেম্বরে আন্দোলনে নামার পর শিক্ষার্থীদের ওপর প্রতিদিনই হামলার ঘটনা ঘটতে ...

শবে মেরাজ : এ রাতে মুসলিমদের উপহার দেওয়া হয় ৫ ওয়াক্ত নামাজ

ছবি
 🏠ইসলামিক জীবন আদর্শ  | 27January , 2025 7:13 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh পবিত্র শবে মেরাজ আজ। রজব মাসের ২৭ তারিখের রাতটি মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফারসিতে শব শব্দের অর্থ রাত এবং আরবিতে মেরাজের অর্থ ঊর্ধ্বগমন। অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত রাতটি ইবাদত করে থাকেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনে এই রাতে তারা পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আজকার, দোয়া-দরুদ ও ইবাদত-বন্দেগি পালন করবেন। মহানবী মুহাম্মদ (সা.)-এর অলৌকিক ও ঐতিহাসিক ঘটনার স্মারক দিবস হিসেবে মুসলিম বিশ্বে পবিত্র শবে মেরাজ পালিত হয়। এ রাতে মহানবী (সা.) সাত আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং মুসলিমদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে ফেরেন। নবুয়ত লাভের ১১তম বছর (৬২১ খ্রিষ্টাব্দ) হজরত মুহাম্মদ (সা.)-এর জন্য দুঃখ ও শোকের বছর ছিল। এ সময় তিনি তার কঠিন সময়ের দুইজন প্রিয় ব্যক্তি স্ত্রী খাদিজা (রা.) ও চাচা আবু তালেবকে হারিয়েছেন। এছাড়া, ইসলামের দাওয়াত নিয়ে তায়েফ গেলে সেখান থেকেও আশাহত হয়ে ফেরেন। এরপর মহান আল্লাহ ইসর...

এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

ছবি
 🏠জাতীয় | 27January , 2025 7:13 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh সাত কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা এবং প্রত্যাহারে সময় বেঁধে দিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা বাস্তবায়ন করা না হলে নিউমার্কেট থানা ঘেরাও করা হবে, এমন ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি এই সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সময় বেঁধে দেয়া হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনার থেকে শিক্ষার্থীরা এই কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ শিক্ষার্থী মইনুল হোসেন বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর পুলিশ নির্বিচারে হামলা চালিয়েছে। এর দায়ভার পুলিশকে নিতে হবে। নিউমার্কেট থানার ওসি এবং এসিকে প্রত্যাহার করতে হবে। তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) ড. মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং ৭ কলেজ শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়...

ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

ছবি
 🏠জাতীয় | 27January , 2025 7:13 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি: ফাইল ছবি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নববর্ষ-২০২৫ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অধ্যাপক ইউনূসকে লেখা এক চিঠিতে তিনি বলেন, ‘নতুন বছরের শুভেচ্ছা।’ সোমবার (২৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি উল্লেখ করেছেন, এই শুভেচ্ছা বার্তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এসেছে। এর আগে, গত ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ড. মুহাম্মদ ইউনূসকে শুভকামনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নরেন্দ্র মোদি লিখেছিলেন, নতুন দায়িত্ব গ্রহণ করা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে শুভ কামনা জানাচ্ছি। বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।

অবশেষে ট্রাম্পের শর্তে রাজি কলম্বিয়া

ছবি
 🏠আন্তর্জাতিক | 27January , 2025 7:13 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh ক্ষমতায় এসেই দেশে বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অনুপ্রবেশকারীদের বিমানে তুলে নিজ দেশে পাঠানো হচ্ছে। এমনই দুটি মার্কিন বিমানকে অবতরণ করতে দেয়নি কলম্বিয়া। এরপর দেশটির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এরপর ট্রাম্পের সব শর্ত মেনে নিতে রাজি হয় কলম্বিয়া। সোমবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, বেআইনিভাবে যারা যুক্তরাষ্ট্রে ঢুকেছে তাদের ফেরত নেবে কলম্বিয়া। যুক্তরাষ্ট্র সামরিক বিমানে করে ফেরত পাঠালেও কলম্বিয়া আপত্তি জানাবে না। এরপরই কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ হারে জারি করা শুল্ক প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র।  ট্রাম্প লিখেছেন, কলম্বিয়ার সমস্ত জিনিসের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানো হবে। এক সপ্তাহের মধ্যে তা ৫০ শতাংশ করা হবে। কলম্বিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না। সেই সাথে দেয়া হবে না ভিসা। পাল্টা...

সিরিয়ায় তিন দিনে ৩৫ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর

ছবি
 🏠আন্তর্জাতিক  | 27January , 2025 7:13 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh সিরিয়ার নতুন শাসকগোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে সংশ্লিষ্ট যোদ্ধারা গত তিন দিনে ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। যাদের প্রায় সবাই ছিলেন ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদ সরকারের কর্মকর্তা। সোমবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীর সদস্য পরিচয়ে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে অত্যাচার চালানো এক ‘অপরাধী গোষ্ঠীকে’ অভিযুক্ত করেছে। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, অভিযুক্তদের মধ্য থেকে ৩৫ জনকে দ্রুত সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সংস্থাটি বলেছে, ‘এই গ্রেপ্তার ও ৩৫ জনের প্রাণহানির ঘটনা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পরবর্তী পদক্ষেপ।’ সংস্থাটি আরও জানিয়েছে, ‘ধর্মীয় সংখ্যালঘুরা’ অপমান ও নির্যাতনের শিকার হচ্ছে। ব্রিটেনভিত্তিক এই পর্যবেক্ষক সংস্থার মতে, যাদের হত্যা করা হয়েছে, তাদের অধিকাংশই আসাদ সরক...

হাসিনা-কন্যা পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি
 🏠জাতীয় | 27January , 2025 7:13 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) কর্মরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ‍্যালার্ট জারির বিষয়েও কোনও তথ‍্য নেই তাদের কাছে। সোমবার (২৭ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। এ সময় তিনি আরও জানান, সীমান্ত নিয়ে প্রতিবেশির সাথে উত্তেজনা থাকলেও ভারতসহ সব দেশের সাথেই সুসম্পর্ক চায় বাংলাদেশ। সম্প্রতি ভারতের ব‍্যাঙ্গালোরে বাংলাদেশি নারী ধর্ষিত হওয়ার বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে। দেশটিতে বাংলাদেশ মিশন এ নিয়ে খোঁজখবর নিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, অর্থনৈতিক কারণে রোমানিয়াসহ ইউরোপের কিছু দেশ ঢাকা থেকে ভিসা ইস্যু করছে না। আগামী মার্চে ফিফা প্রেসিডেন্ট ঢাকা সফরের সম্ভাবনার কথাও জানান রফিকুল আলম। প্রসঙ্গত, গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক জানায়, ডব্লিউএইচও এর দক্ষিণ পূ...

ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত: আইন উপদেষ্টা

ছবি
 🏠জাতীয় | 27January  , 2025 7:13 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। শিক্ষার্থীদের সংঘর্ষের বিষয়টি আপনারা কীভাবে দেখছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো তো অনাকাঙ্ক্ষিত। এগুলো অ্যাভয়েড করার জন্য আমারা আরও বেশি উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। তিনি বলেন, যা করলে এটা রিসল্ভ হবে, সেটা করার চেষ্টা করব। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে পদত্যাগ করতে ৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা। একইসঙ্গে রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিও জানিয়েছেন তারা।

নীরবে বিদায় নিলেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু

ছবি
 🏠সারাদেশ |26 January , 2025 9:33 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh রোববার (২৬ জানুয়ারি) পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড লুর মেয়াদ ২০২৫ সালের ১৭ জানুয়ারি শেষ হয়েছে। মেয়াদ শেষ হওয়ায় তিনি বিদায় নিয়েছেন। তাকে সরানো কিংবা বরখাস্ত করা হয়নি। সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালনের সময় ২০২১ সাল থেকে ২০২৪ সালের মধ্যে শীর্ষ এই মার্কিন কূটনীতিক দক্ষিণ এশিয়ার দেশগুলোর আলোচিত নাম হয়ে ওঠেন। বিশেষ করে ডোনাল্ড লু বাংলাদেশের রাজনীতিতে বহুল পরিচিত মুখ। জুলাই-আগস্টের আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের আগে ও পরে ডোনাল্ড লু দুই দফায় বাংলাদেশ সফর করেন। পাকিস্তানের রাজনীতিতে ‘সরকার পতনের কারিগর’ হিসেবে বেশ পরিচিত এই মার্কিন কূটনীতিক। ২০২২ সালের এপ্রিলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতাচ্যুত হন। সেই সময় তার ক্ষমতাচ্যুতির নেপথ্যে ‘বিদেশি ষড়যন্ত্র’ তথা ডোনাল্ড লুর হাত ছিল বলে অভিযোগ ওঠে। তখন লুকে ঘিরে পাকিস্তারে তীব্র সমালোচনা হয়। ইমরা...

পুলিশের শতকরা ৮০ জনের হৃদয়ে ছাত্রলীগ: আসিফ নজরুল

ছবি
 🏠সারাদেশ |26 January , 2025 9:33 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বর্তমান পুলিশের শতকরা ৮০ জনই আওয়ামী আমলের, যাদের হৃদয়ে ছাত্রলীগ। তারাই এ সরকারের জন্য কাজ করছে না। রোববার (২৬ জানুয়ারি) জাতীয় চিত্রশালা মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ৪টি বইয়ে প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি। আইন উপদেষ্টা বলেন, বিপ্লব পরবর্তী কিছু সমস্যা থাকে। তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। গণঅভ্যুত্থান নিয়ে সকলের মধ্যে যে ঐক্য ছিল, সেই ঐক্য আগামীতেও অব্যাহত থাকবে বলেও আশাপ্রকাশ করেন আসিফ নজরুল। এর আগে, সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে বিএনপির সঙ্গে গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, বিএনপির সঙ্গে গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এটি গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের দোসরদের কতটা উৎসাহিত এবং বেপরোয়া করে তুলতে পারে তার কিছুটা প্রমাণ আ...

অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে: রিজভী

ছবি
 🏠সারাদেশ |26 January , 2025 9:33 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে। কিন্তু তারা যদি জনকল্যাণের দিকগুলো বিবেচনা করে দ্রুত গণতান্ত্রিক পথরেখা অনুযায়ী যাত্রা নিশ্চিত করতে না পারে তাহলে প্রশ্নবোধক চিহৃ দিনকে দিন বাড়তে থাকবে। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জে শিল্পকলা মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের যুগপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবীর রিজভী বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। জিনিসপত্রের দাম আকাশ ছোয়া। মানুষ যেনো মোটা চাল- কাপড় পড়ে জীবন ধারণ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র আর সংস্কারের কথা বলবেন, কিন্তু মানুষের পেটে ক্ষুধা থাকবে। তখন ওরা এসব ঘোষণা শুনবে না। মানুষের আহারের নিশ্চিয়তা, পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চি...

জীবাশ্ম জ্বালানিকে না বলুন ক্লিন এনার্জি: টেকসই ভবিষ্যৎ

ছবি
 🏠সারাদেশ  |26 January , 2025 9:33 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh  নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সনাক-টিআইবি'র উদ্যোগে মাদারীপুরে উদ্যাপিত হলো 'আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৫'

সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন ৭ কলেজ শিক্ষার্থীরা

ছবি
 🏠জাতীয় |26 January 2025, 2025 9:33 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত সাত কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের অশোভন আচরণের অভিযোগে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন তারা। ফলে গুরুত্বপূর্ণ দুটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবি প্রোভিসির (শিক্ষা) কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তিনি বলেন, সাত কলেজের বিষয়ে কিছু জানেন না। রাজধানীর সায়েন্সল্যাব মোড় তারা আরও অভিযোগ করে বলেন, এ বিষয়ে ২১ দিন আগে তাকে স্মারকলিপি দেওয়া হলেও সেটি পড়েননি। সাত কলেজের শিক্ষার্থীদের চেনেন না বলেই তিনি আক্রমণমূলক ব্যবহার করেছেন। তাই তার অশোভন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে। এসময় শিক্ষার্থী প্রতিনিধি আব্দুর রহমান অশোভন আচরণের জন্...

প্রেমিককে কলে রেখে জবি ছাত্রীর আত্মহত্যা

ছবি
 🏠সারাদেশ | 26 January  , 2025 11:03 am 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (২৬ জানুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি মেসে এ ঘটনা ঘটে। পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের ধারণা, প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই শিক্ষার্থী। সাবরিনা জবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছার নারায়নপুরে। সাবরিনা যশোরের ঝিকরগাছা মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, মৃত্যুর খবর পেয়ে আমরা মিডফোর্ড হাসপাতালে যাই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি প্রেমঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। কারণ পুলিশ জানিয়েছে, ফাঁস দেয়ার সময় প্রেমিককে ফোনে রেখে আত্মহত্যা করেছে এই শিক্ষার্থী। পুলিশ ইতোমধ্যে মোবাইল ফোন জব্দ করেছে। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সন্ত্রাসীদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

ছবি
 🏠সারা দেশ  | 25 January2025 1:23 am 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh খুলনার তেতুলতলা মোড় এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে অর্নব কুমার সরকার নামে এক যুবককে হত্যা করেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আহসান হাবীব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অর্নব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র। নিহত অর্নব শহরের সোনাডাঙ্গা থানার আবু আহম্মেদ সড়কের বাসিন্দা। তার বাবার নাম নীতিশ চন্দ্র সরকার। সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, অর্নব রাত ৯টার দিকে তেতুলতলা মোড়ে মোটর সাইকেলের উপর বসে চা খাচ্ছিলেন। এ সময় ৪/৫ জনের একদল সন্ত্রাসী এসে তাকে কুপিয়ে ও গুলি করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটক করাও সম্ভব হয়নি।

সাবেক চিফ হুইপ লিটন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু

ছবি
 🏠সারাদেশ| 24 January 2025  11:53 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের কাজ শুরু করেছে দুদক। পদ্মা সেতু প্রকল্পের নদী খননের বালু ফেলার জন্য অধিগ্রহণকৃত খাস জমি ভুয়া মালিক সাজিয়ে ৯’শ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুদক। ৩ সদস্যের একটি কমিটি গঠন করে তাদের উপর এ তদন্তের দায়িত্ব দেয়া হয়। জানা গেছে, পদ্মা সেতু প্রকল্পে কাজ করার সময় নদী খননের বালু ফেলা হয় পদ্মা চরের দুটি স্থানে। এই চরের বাসিন্দারা বালু ফেলতে বাঁধা দিলে বাধ্য হয়ে এই চরের জমি অধিগ্রহণ করে সেতু কর্তৃপক্ষ। সেখানে ব্যয় হয় ৯’শ কোটি টাকা। ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকেই বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে ৯’শ কোটি টাকার জমি অধিগ্রহণের কোন প্রয়োজন ছিল না। মাদারীপুর ১ (শিবচর) আসনের এমপি সাবেক চিফ হুইফ নুর-ই- চৌধুরী লিটন চাপ প্রয়োগ করে এ জমি অধিগ্রহণ করতে বাধ্য করায়। এছাড়া বেশিরভাগ জমিই খাস থাকলেও স্থানীয় বিভিন্ন ব্যক্তিকে মালিক বানিয়ে তাদের...

মাদারীপু‌রের শিবচ‌রের প্রাণী সম্পদ হাসপাতাল রো‌ডের একটি ফ্ল্যাট থেকে ম‌নিকা আক্তার (১৮) না‌মের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

ছবি
 🏠সারাদেশ  |24 January  , 2025 6:32 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh মাদারীপু‌রের শিবচ‌রের প্রাণী সম্পদ হাসপাতাল রো‌ডের একটি ফ্ল্যাট থেকে ম‌নিকা আক্তার (১৮) না‌মের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রিয়াজ আহ‌মেদ‌কে পু‌লিশ হেফাজ‌তে রাখা হয়েছে ব‌লে জানিয়েছে পু‌লিশ। আজ শুক্রবার দুপুরে উদ্ধার ক‌রে‌ছে শিবচর থানা-পুলিশ। পৌরসভার লাভলু মুন্সীর মালিকানাধীন ফ্ল্যাট বাসা থে‌কে গলায় ওড়না দি‌য়ে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার ক‌রে পু‌লিশ। নিহত গৃহবধূর স্বামীর নাম রিয়াজ আহ‌মেদ তাঁর বা‌ড়ি মাদারীপুর জেলার কাল‌কি‌নিতে। বা‌ড়ির মা‌লিক লাভলু মুন্সী বলেন, ‘জানালা দি‌য়ে রুমের ম‌ধ্যে ঝুলন্ত ম‌নিকা‌কে দেখ‌তে পে‌য়ে প্রতিবেশী আমা‌কে জানায়। এরপর আমি দ্রুত পু‌লি‌শে খবর দেই।’ শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, খবর পে‌য়ে ঘটনাস্থলে আসি। রু‌মের দরজা ভেঙে ঝুলন্ত মর‌দেহ‌ উদ্ধার ক‌রে সুরতহাল করা হয়ে‌ছে। এ বিষয় তদন্ত ক‌রে বিস্তা‌রিত জানাতে পারব। নিহ‌তের স্বামীকে পু‌লিশ হেফাজ‌তে রাখা হ‌য়ে‌ছে।

দুর্নীতির প্রমাণ থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন: হাসনাত

ছবি
 🏠জাতীয় |24 January  , 2025 6:23 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন কেউ কেউ। এবার তার প্রেক্ষিতে দুর্নীতির প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। হাসনাত লেখেন, যারা দুর্নীতির অভিযোগ আনছেন, আপনারা অভিযোগের সাথে সাথে প্রমাণ উপস্থাপন করেন। আমি কিংবা আমার পরিবার, আত্মীয়-স্বজনের বিরুদ্ধে তদবির, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা যেকোনো দুর্নীতি যদি প্রমানসহ থাকে তাহলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করুন, প্রয়োজনে মামলা করুন। এই সমন্বয়ক আরও লেখেন, কোথাও দুর্নীতি করলে সেটার নিশ্চয়ই নথি, ভিডিও, অডিও, কিংবা কোনো ব্যক্তি নিজে স্বাক্ষ্য দিবেন আমার অনুরোধ থাকবে অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ তাওহীদ সন্নামাত হত্যা মামলায় মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন টুকু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ

ছবি
 🏠সারাদেশ| 24 January , 2025 12:03 am 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মাদারীপুর আদালতের মাধ্যমে ইউপি চেয়ারম্যানকে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বছরের ১৯ জুলাই মাদারীপুর পৌর শহরের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, যুবলীগ ও কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ার ভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহীদ সন্নামত যোগ দেয়। এ সময় ছাত্রলীগ-যুবলীগের গুলিতে নিহত হয় তাওহীদ। পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।  পরে গত বছরের ২৫ আগস্ট এ ঘটনায় মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন টুকু মোল্লাসহ ৯২ জনকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাত আসামি রয়েছে আরও ৫০০ থেকে ৭০০ মতো। মাদারীপুর সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, টুকু মোল্লাকে দুপুরে ...

সংস্কার সংক্ষিপ্ত হলে বছরের শেষে নির্বাচন: ড. ইউনূস

ছবি
 🏠জাতীয় | 23January  , 2025 11:33 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যদি আমরা সংক্ষিপ্ত ধরনের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করি, সেক্ষেত্রে এ বছরের শেষ নাগাদ নির্বাচনের টার্গেট করেছি। কিন্তু যদি জনগণ বলে, ‘না না, আমরা বড় পরিসরে সংস্কার চাই, সে ক্ষেত্রে আমাদের প্রয়োজন আরও ছয় মাস।’ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে ‘আ কনভারসেশন উইথ মুহাম্মদ ইউনূস’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা স্বল্প নাকি বড় ধরনের সংস্কার চান। বড় ধরনের সংস্কার হলে ২০২৬ সালের মাঝামাঝি, আর ছোট ধরনের সংস্কার হলে এ বছরের শেষ নাগাদ নির্বাচন হবে। সেভাবেই আমরা এগোচ্ছি। ড. ইউনূস বলেন, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট এলে জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে। কমিশনের যেসব সুপারিশ গ্রহণ করা হবে, শুধু সেগুলোই বাস্তবায়ন করা হবে। সব দল ও নাগরিক সংগঠনের ঐকমত্যের ভিত্তিতেই জুলাই চার্টার করা হবে। জুলাই চার্ট...

#গুজব মাদারীপুরে এই ঘটনার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় নি।

ছবি
🏠সারা দেশ | 23January  , 2025 11:37 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh বৃহস্পতিবার বিকেল থেকে মাদারীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবিটি পোস্ট করে ক্যাপশনে মাদারীপুর ঘনিয়ার বিলে মৃতদেহ পাওয়া গিয়েছে, সনাক্ত করুন উল্লেখ করতে দেখা যাচ্ছে।সদর থানা ও হাসপাতালে কোথাও এই লা-শের কোনে খবর নেই। ছবিটি ভারতের ঘটনা বলে কেউ কেউ বিভিন্ন পোস্ট কমেন্ট ও করপছেন।যেহেতু ঘটনার কোনো সত্যতা নেই,তাই আপাতদৃষ্টিতে বিষয়টি গুজব রটানো হচ্ছে বলে মনে হচ্ছে।

লিবিয়ায় ৪৫ লাখ টাকা মুক্তিপণ দিয়েও বাঁচানো গেলো না মাদারীপুরের রাকিবকে মহাজনকে

ছবি
🏠সারাদেশ | 23 January , 2025 9:33 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh ইচ্ছা ছিল অবৈধভাবে লিবিয়া হয়ে ইতালি যাবেন। সেখান থেকে আয় করে পরিবারে ফিরিয়ে আনবেন সচ্ছলতা। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। উল্টো দালালদের খপ্পরে পড়ে প্রাণটাই গেলো। দফায় দফায় দালালদের ৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারেননি মাদারীপুরের বাসিন্দা রাকিব মহাজন (২৩)। দীর্ঘ তিন বছর গেমঘরে বন্দি থেকে লিবিয়ায় দালালদের নির্যাতনে মারা যান বলে পরিবার থেকে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২২ জানুয়ারি) রাতে রাকিব মহাজনের মৃত্যুর খবর পায় তার পরিবার। এরপর থেকে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। নিহত রাকিব মহাজন মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামের নাজিম উদ্দিন মহাজনের ছেলে। ৪২ লাখ টাকায়ও মুক্তি মেলেনি আসাদের, খবর এলো মৃত্যুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে উন্নত জীবনের আশায় মাদারীপুর সদর উপজেলার মৃত ফটিক মৃধার ছেলে দালাল জাহাঙ্গীর মৃধার প্রলোভনে পড়েন রাকিব মহাজন। জাহাঙ্গীর তার ভায়রা শরীয়তপুরের পালং থানার ধানুকা ইউনিয়নের ছোট বিনোদপুর গ্রামের সোহাগ মাতুব্বরের মাধ্যমে ২৭ লাখ টা...

দুটি ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করলেন সারজিস

ছবি
 🏠জাতীয় | 23 January , 2025 9:33 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh সাইবার বুলিংয়ের অভিযোগ এনে সামাজিক মাধ্যম ফেসবুকের দুটি পেজের বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তিনি রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন। মামলার এজাহারে সারজিস উল্লেখ করেন, বুধবার বেলা ১১টা ২০ মিনিটে সারজিস ফেসবুক লগইন করে দেখতে পান Department of Bakshal, University of Dhaka ও Criminals DU (https://www.facebook.com/Criminals DDU) নামে দুটি পেজ থেকে তার বিরুদ্ধে বানোয়াট তথ্য দেওয়া হয়েছে। তার একটি অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কেন্দ্র করে এডিটেড কিছু চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে একটি পোস্ট আপলোড করা হয়েছে। ওই পোস্টে তার বিরুদ্ধে অসত্য ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফির জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বিরুদ্ধে সোচ্চার অবস্থানের জন্য তার বিরুদ্ধে সাইবার বুলিংয়ের চক্রান্ত ও মিথ্যা কিছু অভিযোগও তোলা হয়েছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে নি...

ট্রাম্পকে বললেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্রে ৪ বছরে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে চায় সৌদি

ছবি
 🏠আন্তর্জাতিক  | 23 January  , 2025 9:33 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করে নিজের এবং বাদশাহ সালমান বিন আবদুলাজিজ আল সৌদের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করেছেন সৌদি আরবের যুবরাজ ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। সেই সঙ্গে আগামী চার বছর, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের পুরো সময়ে যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগেরও প্রস্তাব দিয়েছেন তিনি। জবাবে ট্রাম্প কী বলেছেন, তা জানা জায়নি; তবে অনেক আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক ধারণা করছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম বৈদেশিক সফরের জন্য সৌদি আরবকে বেছে নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এর আগে ২০১৭ সালে যখন প্রথম দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ট্রাম্প, সেবারও তার প্রথম বিদেশ সফর হয়েছিল সৌদিতেই। গত ২০ জানুয়ারি, সোমবার প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে ট্রাম্প জানিয়েছিলেন, নিজের গত মেয়াদে সৌদি সফরের জন্য রিয়াদকে একটি শর্ত দিয়েছিলেন তিনি; সেই শর্তটি ছিল— তার মেয়াদের চার...

কোনো উপদেষ্টা দল গঠনে যুক্ত হলে সরকারে থাকবে না: রিজওয়ানা হাসান

ছবি
 🏠জাতীয় | 23 January  , 2025 9:33 pm 👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh নতুন কোনো দল গঠনে অন্তর্বর্তী সরকার পৃষ্ঠপোষকতা করছে না। কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের সাথে যুক্ত হলে তারা সরকারে থাকবে না। এই সরকারের অধীনে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় নিয়ে সরকারের অবস্থান নড়চড় হয়নি। ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর তাড়া থাকবেই। এটি খুবই স্বাভাবিক। সংস্কার ও বিচারের পাশাপাশি নির্বাচনকে গুরুত্ব দিয়ে এগুচ্ছে সরকার। মূলত, বিবিসি বাংলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দেয়া এক সাক্ষাৎকারকে ঘিরেই নির্বাচন, নতুন রাজনৈতিক দল, নিরপেক্ষ সরকার ইত্যাদি প্রসঙ্গগুলো আলোচনায় আসে। সাক্ষাৎকারে মহাসচিব বলেন, ‘নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে। কেননা, এখানে আমরা জিনিসটা লক্ষ্য করছি যে, ছাত্ররা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছে...