মাদারীপু‌রের শিবচ‌রের প্রাণী সম্পদ হাসপাতাল রো‌ডের একটি ফ্ল্যাট থেকে ম‌নিকা আক্তার (১৮) না‌মের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

 🏠সারাদেশ  |24 January  , 2025 6:32 pm

👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh


মাদারীপু‌রের শিবচ‌রের প্রাণী সম্পদ হাসপাতাল রো‌ডের একটি ফ্ল্যাট থেকে ম‌নিকা আক্তার (১৮) না‌মের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রিয়াজ আহ‌মেদ‌কে পু‌লিশ হেফাজ‌তে রাখা হয়েছে ব‌লে জানিয়েছে পু‌লিশ।



আজ শুক্রবার দুপুরে উদ্ধার ক‌রে‌ছে শিবচর থানা-পুলিশ। পৌরসভার লাভলু মুন্সীর মালিকানাধীন ফ্ল্যাট বাসা থে‌কে গলায় ওড়না দি‌য়ে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার ক‌রে পু‌লিশ। নিহত গৃহবধূর স্বামীর নাম রিয়াজ আহ‌মেদ তাঁর বা‌ড়ি মাদারীপুর জেলার কাল‌কি‌নিতে।


বা‌ড়ির মা‌লিক লাভলু মুন্সী বলেন, ‘জানালা দি‌য়ে রুমের ম‌ধ্যে ঝুলন্ত ম‌নিকা‌কে দেখ‌তে পে‌য়ে প্রতিবেশী আমা‌কে জানায়। এরপর আমি দ্রুত পু‌লি‌শে খবর দেই।’



শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, খবর পে‌য়ে ঘটনাস্থলে আসি। রু‌মের দরজা ভেঙে ঝুলন্ত মর‌দেহ‌ উদ্ধার ক‌রে সুরতহাল করা হয়ে‌ছে। এ বিষয় তদন্ত ক‌রে বিস্তা‌রিত জানাতে পারব। নিহ‌তের স্বামীকে পু‌লিশ হেফাজ‌তে রাখা হ‌য়ে‌ছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরও ৪টি কমিশন গঠন করেছে সরকার

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম