#গুজব মাদারীপুরে এই ঘটনার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় নি।

🏠সারা দেশ | 23January  , 2025 11:37 pm

👤স্টাফ করেসপন্ডেন্ট, দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ madaripur Dhaka Bangladesh

বৃহস্পতিবার বিকেল থেকে মাদারীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবিটি পোস্ট করে ক্যাপশনে মাদারীপুর ঘনিয়ার বিলে মৃতদেহ পাওয়া গিয়েছে, সনাক্ত করুন উল্লেখ করতে দেখা যাচ্ছে।সদর থানা ও হাসপাতালে কোথাও এই লা-শের কোনে খবর নেই।






ছবিটি ভারতের ঘটনা বলে কেউ কেউ বিভিন্ন পোস্ট কমেন্ট ও করপছেন।যেহেতু ঘটনার কোনো সত্যতা নেই,তাই আপাতদৃষ্টিতে বিষয়টি গুজব রটানো হচ্ছে বলে মনে হচ্ছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরও ৪টি কমিশন গঠন করেছে সরকার

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম