পোস্টগুলি

জুন, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রিকশায় প্যাডেল মেরে ঢাকা থেকে বিদায় নিলেন জার্মান রাষ্ট্রদূত

 🏠|সারা দেশ | ৩০ জুন ২০২৫ সোমবার |২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| চার বছর দায়িত্ব পালন শেষে ঢাকা থেকে বিদায় নিয়েছেন জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার। সস্ত্রীক ঢাকার বারিধারা এলাকায় রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন অখিম।সোমবার (৩০ জুন) নিজের এক্স হ্যান্ডেলে বিদায়ী বার্তায় অখিম লিখেছেন, বাংলাদেশে আমাদের শেষ দিন। চমৎকার কয়েকটি বছর কাটানোর পর আমরা প্যাডেলিং (রিকশা) করে বাড়ির উদ্দেশে রওনা হয়েছি। বাংলাদেশ সবসময় আমাদের হৃদয়ে থাকবে। এক্স হ্যান্ডেলে ৩২ সেকেন্ডর একটি ভিডিও বার্তায় দেখা যায়, রাষ্ট্রদূত অখিম ট্রস্টার লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধে সস্ত্রীক রিকশা চালিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশে চার বছর খুব চমৎকার সময় কাটানোর পর ঢাকা থেকে বিদায় নিচ্ছি। বার্লিন থেকে ঢাকা মাত্র সাত হাজার কিলোমিটার দূরত্বে।

মাহিরার নিখোঁজ ও উদ্ধারে বিস্তারিত তথ্য জানাল র‌্যাব

🏠|সারা দেশ | ৩০ জুন ২০২৫ সোমবার |২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|  এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তবে, মাহিরা কীভাবে নিখোঁজ ও উদ্ধার হলেন- বিস্তারিত সেই তথ্য জানিয়েছেন র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি। সোমবার (৩০ জুন) দুপুরে র‍্যাবের এই কর্মকর্তা জানান, মাহিরা চলতি এইচএসসির পরীক্ষার্থী। তার বাসা বসুন্ধরা আবাসিক এলাকায় এবং পরীক্ষা কেন্দ্র ছিল মিরপুর কলেজ। রোববার সকাল ৮টায় সে পরীক্ষা দেওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু পরীক্ষা শেষে বাসায় না পেরায় তারা পরিবার কেন্দ্রে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, মাহিরা ওইদিন পরীক্ষা কেন্দ্রেই আসেনি। পরে তারা (পরিবার) রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।  উদ্ধার শিক্ষার্থীর ভাষ্য তুলে ধরে কে এন রায় নিয়তি বলেন, বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর এ নারী তার সঙ্গে কথা বলতে আসেন। কথা বলার এক পর্যায়ে ওই নারী তার নাকের সামনে কিছু একটা ধরলে মাহ...

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ ভুয়া ডাক্তারকে জরিমানা, একজনের বিরুদ্ধে মামলা

 🏠|সারাদেশ| ২৯ জুন ২০২৫ রবিবার |১:৫০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| বরগুনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকের পর তিন ভুয়া ডাক্তারকে জরিমানা ও একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (২৯ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ। এ সময় অভিযুক্তদের জরিমানা ও মামলা করা হয়। এর আগে, শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ ভুয়া ডাক্তারকে আটক করা হয়। পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্তরা বিএমডিসির সনদপ্রাপ্ত নন। এছাড়া ডাক্তার পদবি ব্যবহারের যোগ্যতা সম্পন্নও নয় তারা। তাই তাদের মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় আনা হয়। এ সময়, বিধান চন্দ্র সরকার, ইদ্রিস আলম ও জাহাঙ্গীর হোসেনকে ১ লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। আর জহিরুল ইসলাম সৌরভের নামে একটি মামলা করা হয়।

কোনো অন্যায় আবদার আমাদের কিনে নিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ

 🏠|সারাদেশ| ২৯ জুন ২০২৫ রবিবার |১:৫০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই তরুণ প্রজন্ম সহিংসতার রাজনীতি করে না। কিন্তু যেখানে অন্যায় আসবে সেখানে কখনো আপস করব না। হাসিনা আর ক্ষমতা যেভাবে কিনে নিতে পারেনি, কোনো অন্যায় আবদারও আমাদের কিনে নিতে পারবে না। শনিবার (২৮ জুন) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টির এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা আমাকে পাথর ছুড়বেন, আমি আপনাদের ফুল ছুড়ে বুকে টেনে নেব। আপনি আমার বিরুদ্ধে মিছিল দেবেন, পিঠের চামড়া তুলতে চাইবেন বা আমার নিপাত চাইবেন- বিপরীতে আমি আপনাকে বুকে টেনে নেব। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে গতিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক একইভাবে দেশের প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ মুক্ত করুন। মিডিয়া ও বিচার বিভাগকে আওয়ামী লীগ মুক্ত করুন, যেন ভবিষ্যতে বাংলাদেশে জুডিশিয়াল ট্রায়ালের মধ্য দিয়ে আর কাউকে বিন...

এনসিপির কমিটিতে আ. লীগের প্রেতাত্মা থাকলে বিএনপি ছাড় দেবে না: আনিসুর রহমান

 🏠|আন্তর্জাতিক | ২৯ জুন ২০২৫ রবিবার |১:৫০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোন কমিটিতে আওয়ামী লীগের প্রেতাত্মা থাকলে বিএনপি তাদের কোনোভাবেই ছাড় দিবে না। আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি দিবেন, আর তারাই এসে হুমকি-ধামকি দিবে এটা কোনোভাবেই জনগণ মেনে নিবে না। কমিটি দেয়ার আগে ঠিকভাবে যাচাইবাছাই করে দিবেন।  শনিবার (২৮ জুন) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনিসুর রহমান তালুকদার খোকন আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে সেখানে কোনো চোর বাটপার বা কোন ফ্যাসিস্ট এমপি-মন্ত্রী হতে পারবে না। যারা মন্ত্রী হবে, তারা হবেন জনগণের মন্ত্রী। ভালো মানুষ হবেন তারা। আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ২০১৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে...

বাবার মেয়াদ শেষে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ইঙ্গিত এরিক ট্রাম্পের

 🏠|আন্তর্জাতিক | ২৯ জুন ২০২৫ রবিবার |১:৫০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| বাবার মেয়াদ শেষে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ইঙ্গিত এরিক ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ছেলে এরিক ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, হোয়াইট হাউসে তার বাবার দ্বিতীয় মেয়াদ শেষ হলে তিনি বা ট্রাম্প পরিবারের অন্য কোনো সদস্য প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। ট্রাম্প অর্গানাইজেশনের সহ-নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিক বলেন, “যদি তিনি তার বাবার পদাঙ্ক অনুসরণ করার সিদ্ধান্ত নেন, তবে হোয়াইট হাউসের পথ অনেক সহজ হবে।” ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আসল প্রশ্ন হলো আপনি কি আপনার পরিবারের অন্য সদস্যদের এর মধ্যে টেনে আনতে চান?… আমি কি চাইব যে গত দশকে আমি যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি, আমার সন্তানরাও সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হোক? আপনি জানেন, যদি উত্তরটা হ্যাঁ হয়, আমি মনে করি রাজনৈতিক পথটা সহজ হবে, অর্থাৎ, আমি মনে করি আমি এটা করতে পারব এবং এটাও বলে রাখি আমার মনে হয় আমাদের পরিবারের অন্য সদস্যরাও এটা করতে পারবে।” অন্য ভাইবোন ডোনা...

ইত্তেফাকে ভিডিও প্রকাশ, রোববার পরীক্ষায় বসবে সেই আনিশা

  🏠|সারাদেশ  | ২৯ জুন ২০২৫ রবিবার |১:৫০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| ‘মা স্ট্রো ক করায় দেড় ঘণ্টা পরে কেন্দ্রে এসে পরীক্ষা দিতে পারলেন না পরীক্ষার্থী’ শিরোনামে গত ২৬ জুন দৈনিক ইত্তেফাকের ডিজিটালে রাজধানীর সরকারি বাঙলা কলেজ কেন্দ্রের একটি ভিডিও প্রকাশিত হয়। এ ভিডিও... মা স্ট্রোক করায় দেড় ঘণ্টা পরে কেন্দ্রে এসে পরীক্ষা দিতে পারলেন না পরীক্ষার্থী’ শিরোনামে গত ২৬ জুন দৈনিক ইত্তেফাকের ডিজিটালে রাজধানীর সরকারি বাঙলা কলেজ কেন্দ্রের একটি ভিডিও প্রকাশিত হয়। এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বহু মানুষ তাকে পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান এবং আলোচনা শুরু হয়। পরে শিক্ষা উপদেষ্টা জানান, তার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে। রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আরিফা মায়ের অসুস্থতার পাশাপাশি নিজের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় সামলে এখন বাকি পরীক্ষাগুলো দিতে প্রস্তুত। আগামীকাল রবিবার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেবেন তিনি। আজ শনিবার (২৮ জুন) আনিসা বলেন, বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। ...

সৌদিতে যেকোনো সময় কার্যকর হবে ৫০ জনের শিরশ্ছেদ

 🏠|আন্তর্জাতিক  | ২৯ জুন ২০২৫ রবিবার |১:৫০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| সৌদি আরবে যে কোনো সময় ৫০ জনের শিরশ্ছেদ কার্যকর করা হবে। বন্দী এবং তাদের আত্মীয়স্বজন মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছেন। তবে সৌদি কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের নির্দিষ্ট সময় প্রকাশ করেনি। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা আফ্রিকার হর্ন অঞ্চলের বাসিন্দা। তারা এখন নাজিরান কারাগারে বন্দী। মৃত্যুদণ্ড যেকোনো দিন হতে পারে বলে কর্তৃপক্ষ তাদের জানিয়েছে। এই ব্যক্তিরা ইথিওপিয়া এবং সোমালিয়ার বাসিন্দা। তারা মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। সৌদি আরবে এ অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। ইয়েমেন সীমান্তের কাছে নাজিরান কারাগারে বন্দীরা জানান, তাদের সাজা শিরশ্ছেদ শীঘ্রই কার্যকর করা হবে। কয়েক সপ্তাহ আগে কর্তৃপক্ষ তাদের এমনটি জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন দোষী সাব্যস্ত ব্যক্তি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমাদের বলা হয়েছিল যে ঈদুল আযহার পরপরই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এখন তা শুরু হয়েছে। আমাদের স্বজনদের বিদায় জানাতে বলেছে।’ দোষী সাব্যস্তদের নামের তালিকায় ৪৩ জন ইথিওপীয় এবং ১৩ জন সোমালি র...

ইসলামী আন্দোলনের মহাসমাবেশে ১৬ দফা ঘোষণা

 রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে ১৬ দফা দাবি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 🏠|সারা দেশ | ২৯ জুন ২০২৫ শনিবার |০৫:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| শনিবার (২৮ জুন) দুপুরে ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান মহাসমাবেশের ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রে বলা হয়, গণঅভ্যুত্থানের পর গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে ৬টি কমিশনের প্রস্তাবনা আমাদের কাছে পাঠানো হয়েছিল। আমরা সেই প্রস্তাবনা পর্যালোচনা করে বিস্তারিত মতামত দিয়েছি। ভবিষ্যৎ স্বৈরতন্ত্র রোধ করা, সুশাসন প্রতিষ্ঠা করা এবং রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন নিশ্চিত করার বিষয়টি মূখ্য রেখে আমরা আমাদের প্রস্তাবনা জমা দিয়েছি। আমাদের প্রস্তাবনাগুলোকে সক্রিয় বিবেচনায় নেওয়ার জন্য আজকের মহাসমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি।  সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনা চলমান রয়েছে। সেটা বিবেচনায় নিয়ে আজকের এই জনসমুদ্র থেকে আমরা ১৬ দফা ঘোষণা করছি। ১. সংবিধানের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের সাথে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসই হবে রাষ্ট্র পরিচালন...

বাংলাদেশের সঙ্গে নিজেদের ‘স্বার্থ অনুযায়ী’ নতুন গঙ্গা চুক্তি চায় ভারত

 🏠|সারা দেশ | ২৮ জুন ২০২৫ শনিবার |১২:১০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ২০২৬ সালে। এরপর বাংলাদেশের সঙ্গে নিজেদের ‘স্বার্থ অনুযায়ী’ নতুন চুক্তির ব্যাপারে ভাবছে দিল্লি। শুক্রবার (২৭ জুন) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি চুক্তি বাতিলের পর এবার বাংলাদেশের সঙ্গে বিদ্যমান গঙ্গা চুক্তিতে পরিবর্তন আনার কথা ভাবছে ভারত। গঙ্গার পানি বণ্টন বিষয়ক চুক্তিটির মেয়াদ ২০২৬ সালে শেষ হবে। ৩০ বছর আগে ১৯৯৬ সালে এই চুক্তিটি কার্যকর হয়েছিল। এখন নতুন করে চুক্তির বিষয়টি সামনে আসছে। যেখানে নতুন চুক্তির ক্ষেত্রে পারস্পরিক সমঝোতার প্রয়োজন। সেখানে ভারত সম্পূর্ণ নতুন একটি চুক্তি নিয়ে ভাবছে যেখানে তাদের ‘বর্তমান উন্নয়নমূলক বিষয়াবলীর’ বিষয়টি থাকবে। ভারত সরকারের সংশ্লিষ্ট মহল মনে করছে, ১৯৯৬ সালের পুরানো চুক্তির কাঠামো বর্তমান সময়ের সঙ্গে খাপ খাচ্ছে না। জলবায়ু পরিবর্তন, কৃষি সম্প্...

আমরা পদক্ষেপ নিয়েছি বলেই মব সন্ত্রাস কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 🏠|সারা দেশ | ২৮ জুন ২০২৫ শনিবার  |১২:১০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ায় তা কমে এসেছে। মব সন্ত্রাস কি আগে থেকে কমেনি? আমরা পদক্ষেপ নিয়েছি বলেই মব সন্ত্রাস আগে থেকে কমেছে। আস্তে আস্তে মব সন্ত্রাস থাকবে না এবং কেউ অন্যায় করে পার পাবে না। শুক্রবার (২৭ জুন) বিকেলে ঢাকার ধামরাই বাজারে রথযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জিজ্ঞাসার সুরে বলেন, ‘মব সন্ত্রাস কি আগের থেকে কমেনি? পদক্ষেপ না নিলে কমতেছে কীভাবে?’ পরক্ষণেই জবাবের সুরে তিনি বলেন, ‘আমরা পদক্ষেপ নিচ্ছি দেখেই কমতেছে, আস্তে আস্তে দেখবেন মব সন্ত্রাস কমতেছে।’ এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মো. জাহাঙ্গীর আলম দেশে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও বৈষম্য দূর করে শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দেন। তিনি বলেন, ‘সংস্কারের মাধ্যমে এসব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে। সংস্কারের কাজ চলম...

হামলা করতে গিয়ে তেহরানের প্রেমে পড়েছেন ইসরায়েলের পাইলট

ছবি
 🏠|আন্তর্জাতিক | ২৭ জুন ২০২৫ শুক্রবার |৪:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| ইসরায়েলের যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত ইরানে ইসরায়েলের সাম্প্রতিক ‘অপারেশন রাইজিং লায়ন’ অভিযানের অংশ হিসেবে অংশ নেওয়া এক ইসরায়েলি বিমানবাহিনীর রিজার্ভ পাইলট বলেছেন, ‘তেহরান অনেক সুন্দর শহর, একদিন ঘুরে দেখতে চাই।’ হামলা শেষে ঘাঁটিতে ফিরে এসে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন ওই পাইলট। নিরাপত্তার কারণে তার পুরো নাম পরিচয় প্রকাশ করা হয়নি। ১৩-২৪ জুন পর্যন্ত চলা এই অভিযানে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ওই পাইলট বলেন, বহু বছর ধরে এই অভিযানের প্রস্তুতি চলছিল। মনেপ্রাণে চাইছিলাম যেন হয়তো এ অপারেশনের প্রয়োজনই না হয়। তিনি জানান, অভিযান শুরু হওয়ার আগের রাতে তিনি একটি রাজনৈতিক সংগঠনের সম্মেলনে ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন তার পরিবার, সহকর্মী ও অতিথিরা। ঠিক তখনই একটি বার্তা আসে– ‘আগামীকাল ভোরে স্কোয়াড্রনে রিপোর্ট করুন। ইরানে প্রতিরোধমূলক হামলা শুরু।’ সেই মুহূর্তের অনুভূতি বর্ণনা করতে গিয়ে বলেন, ‘সবার সামনে স্বাভাবিক থাকার অভিনয় করতে হয়েছে, ...

২০২৬ সালের রোজা এবং ঈদুল ফিতরের তারিখ জানালো আমিরাত

ছবি
 🏠|সারাদেশ | ২৭ জুন ২০২৫ শুক্রবার |১২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| ২০২৬ সালের রোজা এবং ঈদুল ফিতরের তারিখ জানালো আমিরাত। ছবি- সংগৃহীত গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বুধবার) থেকে। পূর্বাভাস অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সূর্যাস্তের সময় নতুন চাঁদ দেখার অনুকূল সম্ভাবনা রয়েছে। যদি ওই রাতে চাঁদ দেখা যায়, তাহলে পরদিন থেকেই রোজা শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা তাদের এক বিবৃতিতে বলেছে,‘শাবান মাসের ২৯ তারিখে সূর্যাস্তের সময় চাঁদের অবস্থান অনুকূল থাকবে। তাই ১৮ ফেব্রুয়ারিতে রমজান শুরুর ঘোষণা আসার সম্ভাবনা জোরালো।’ তবে সংস্থাটি স্পষ্ট করেছে, চাঁদ দেখার বিষয়টি ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ, তাই রমজানের শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেশটির ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার রিপোর্টের ওপর নির্ভর করবে। পবিত্র রমজান মাস মুসলিম বিশ্বের জন্য বরকতময়, আত্মশুদ্ধির এবং আল্লাহর নৈকট্য লাভের এক মহান সুযোগ। প্রতিবছরই এই মাসটির আগমন বিশ্বজুড়ে মুসলমানদের...

তারেক রহমানকে ‘মাস্টারমাইন্ড’ বলায় সারজিসের ক্ষোভ প্রকাশ

ছবি
 🏠|সারাদেশ | ২৭ জুন ২০২৫ শুক্রবার |১২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| বিএনপির কিছু নেতা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড’ আখ্যা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (২৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘বিএনপির কিছু নেতা তোষামোদি করতে গিয়ে জনাব তারেক রহমানকে এখন জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড বলা শুরু করেছেন! ইচ্ছাকৃতভাবে নেতাকে প্রশ্নবিদ্ধ করার এই আকামটা কিভাবে করেন?’ তারেক রহমানকে ঘিরে এমন বক্তব্যে যে তিনি বিরক্ত, তা আরও স্পষ্ট করে সারজিস বলেন, নেতাকে অযথা বিতর্কিত করা রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত। এর আগে ফেসবুকে আরেকটি পোস্টে সারজিস আলম লেখেন, ‘৮ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি। দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে।’ তিনি আরও দাবি করেন, ‘৫ আগস্টই ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ হিসেবে পালনযোগ্য।

গাজায় আগ্রাসন চালানো ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত না করায় ইউরোপীয় ইউনিয়নের তীব্র নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ...

ছবি
 🏠|আন্তর্জাতিক | ২৭ জুন ২০২৫ শুক্রবার  |১২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি: সংগৃহীত গাজায় আগ্রাসন চালানো ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত না করায় ইউরোপীয় ইউনিয়নের তীব্র নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বৃহস্পতিবার (২৬ জুন) ব্রাসেলসে ইইউ কাউন্সিলের বৈঠকের আগে সানচেজ বলেন, 'এটা একেবারেই অর্থহীন যে, আমরা ইউক্রেন এবং ইউরোপের বিরুদ্ধে আগ্রাসনের জন্য রাশিয়ার ওপর ১৮টি নিষেধাজ্ঞার প্যাকেজ পাস করেছি, কিন্তু দ্বিমুখী মানদণ্ড নিয়ে ইসরায়েলের সঙ্গে অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিত করতেও পারিনি - যখন তারা স্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন করছে।' সানচেজ আরও বলেন, আজ বৃহস্পতিবারের বৈঠকে তিনি ইইউকে ইসরায়েলের সঙ্গে চুক্তি অবিলম্বে স্থগিত করার জন্য চাপ দেবেন। ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তির অনুচ্ছেদ ২-এ বলা হয়েছে, মানবাধিকার এবং গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধা চুক্তির একটি 'অপরিহার্য উপাদান'। বৃহস্পতিবার সানচেজ বলেন, এটা আরও স্পষ্ট যে, ইসরায়েল চুক্তির অধীনে তার মানবাধিকারের ...

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ নিয়ে আপত্তি সারজিস, হাসনাত ও আখতারের

ছবি
 🏠|সারা দেশ | ২৭ জুন ২০২৫ শুক্রবার  |১২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা নিয়ে আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় তিন নেতা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেন।বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে ফেসবুকে এক পোস্টে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ আগস্ট। ৮ আগস্ট না। ৫ আগস্টের সাধারণ ছাত্র–জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না।’কাছাকাছি সময়ে এ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেনও। তিনি লিখেছেন, নতুন বাংলাদেশ দিবস সেদিন হবে, যেদিন জুলাই ঘোষণাপত্র আসবে, যেদিন মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হবে। আর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘৮ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি। দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। ৫ আগস্ট ‘জুলাই গ...

কারাগারে অসুস্থ সাবেক শিল্পমন্ত্রী কামাল মজুমদার ঢামেকের সিসিইউতে

ছবি
 🏠|সারা দেশ | ২৭ জুন ২০২৫ শুক্রবার  |১২:১০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসার জন্য সিসিইউতে পাঠান চিকিৎসক। তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী বিল্লাল জানান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। তার হাজতি নং-৩৬০৪০/২৪। ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কারাগার থেকে অসুস্থ অবস্থায় আওয়ামী লীগের নেতা ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। বর্তমানে সিসিইউতে তার চিকিৎসা চলছে।

মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইসরায়েলের হামলা

ছবি
🏠|আন্তর্জাতিক | ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার|৮:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| ইসরায়েলের একটি যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত মধ্যপ্রাচ্যের আরেক দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিতে পৃথকভাবে দুটি হামলা চালিয়েছে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েল দুটি পৃথক বিমান হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, শাকরা ও বারাশিত শহরের মাঝে একটি বুলডোজারে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে। এতে একজন নিহত হয়েছেন। এছাড়া বেইত লিফ শহরে একটি মোটরসাইকেলে ড্রোন হামলা হয়েছে। এতে আরও একজন নিহত হয়েছেন। গত বছরের নভেম্বরে ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও দেশটি নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে আসছে। এতে একের পর এক মানুষ প্রাণ দিচ্ছেন। এর আগে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির ঘোষণা দেন। ট্রুথ স্...

যুক্তরাষ্ট্রই ইসরাইলকে বাঁচিয়েছে, নেতানিয়াহুকেও বাঁচাবে: ট্রাম্প

ছবি
 🏠|আন্তর্জাতিক | ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার|২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র বেঞ্জামিন নেতানিয়াহুর কয়েক বছর ধরে চলমান দুর্নীতির বিচার বন্ধের আহ্বান জানিয়েছেন। ট্রাম্প বলেছেন ‘যুক্তরাষ্ট্রই ইসরাইলকে বাঁচিয়েছে, আর এখন নেতানিয়াহুকেও বাঁচাবে যুক্তরাষ্ট্র।’ তিনি বুধবার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে নেতানিয়াহুকে ‘মহাযুদ্ধের সময়কার ইসরাইলি প্রধানমন্ত্রী’ অভিহিত করে তাকে এই বিচার থেকে অব্যাহতি দেওয়ার কথা ব্যক্ত করেছেন। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি দীর্ঘ পোস্টে লিখেছেন, ‘যে ব্যক্তি এত কিছু দিয়েছেন তার জন্য এ ধরণের ‘উইচ হান্ট’ মামলা আমার কাছে কল্পনাতীত।’ দুর্নীতিসহ একাধিক ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার মুখোমুখি নেতানিয়াহু প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি ‘এইমাত্র জানতে পেরেছেন যে বিবিকে (নেতানিয়াহুর ডাকনাম) সোমবার আদালতে তলব করা হয়েছে।’  ট্রাম্প বলেন, ‘বিবি আর আমি একসাথে নরকের মধ্য দিয়ে গেছি, ইসরাইলের এক অত্যন্ত কঠোর ও ম...

জোহরানকে ‘পাগল কমিউনিস্ট ও ভয়ংকর’ বলে বিদ্রূপ করলেন ট্রাম্প

ছবি
 🏠|আন্তর্জাতিক | ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার|২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| ডোনাল্ড ট্রাম্প ও জোহরান মামদানি মার্কিন মুলুকে ইতিহাস রচনা করেছেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। নিউইয়র্ক শহরের ডেমোক্রেটিক দলের প্রাইমারিতে (প্রাথমিক বাছাইয়ে) বিপুল ভোট পেয়ে মেয়র পদে প্রার্থী মনোনীত হয়েছেন। নির্বাচিত হলে ৩৩ বছর বয়সী মামদানিই হবেন নিউইয়র্কের সবচেয়ে কনিষ্ঠ ও প্রথম মুসলিম মেয়র। তাঁর জয়ের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক পোস্টে ট্রাম্প ডেমোক্র্যাটপ্রার্থী জোহরান মামদানির চেহারা, কণ্ঠস্বর ও বুদ্ধিমত্তা নিয়ে বিদ্রূপ করেছেন এবং তাঁকে ‘শতভাগ পাগল কমিউনিস্ট’ বলে তীব্র কটাক্ষ করেছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘জোহরান মামদানি শতভাগ পাগল কমিউনিস্ট, ডেমোক্রেটিক দলের প্রাইমারি জিতে এখন তিনি মেয়র হওয়ার পথে। এর আগেও আমরা উগ্র বামপন্থীদের দেখেছি, তবে এটা রীতিমতো হাস্যকর হয়ে উঠেছে। তিনি দেখতে ভয়ংকর, বিরক্তিকর কণ্ঠ, তাঁর বুদ্ধিসুদ্ধিও খুব একটা নেই।’ আরেক পো...

ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ‘পাবলিক’ রাখতে অনুরোধ যুক্তরাষ্ট্রের

ছবি
 🏠|আন্তর্জাতিক | ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার|২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| প্রায় প্রতিটি খেলায় খেলোয়াড়দের উৎসাহ দিতে গ্যালারিতে হাজির হন ভক্তরা। প্রিয় খেলোয়াড়কে ঘিরে বিশেষ কিছু বার্তা লিখে প্ল্যাকার্ড হাতে দেখা যায় ভক্তদের। সেই প্ল্যাকার্ডে পছন্দের খেলোয়াড়কে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায় হরহামেশায়। এমনই এক ঘটনা ঘটেছে চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে। লিওনেল মেসিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক নারী। যা রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটি ঘটে গত পরশু মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পালমেইরাসের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে। ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে মেসির মায়ামি। এই ম্যাচে গ্যালারিতে ৯৮ বছর বয়সী এক বৃদ্ধা মেসিকে প্ল্যাকার্ডে বিয়ের প্রস্তাব দেন। প্ল্যাকার্ডে লিখে আনেন, ‘মেসি উইল ইউ ম্যারি মি?’ ম্যাচের বিরতির সময় মাঠে ছিলেন মেসি। তখন সেই বৃদ্ধা গ্যালারি থেকে মেসির প্রতি প্ল্যাকার্ডটি উঁচিয়ে ধরে তাকে ডেকেছেন এবং বিয়ের কথাও বলেছেন। আর্জেন্টাইন কিংবদন্তিও দূর থেকে ইতিবাচকভাবে মিষ্টি হাসিতে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে হাতের ইশারায় তাকে প্...

মেসিকে বিয়ের প্রস্তাব দিলেন ৯৮ বছর বয়সী নারী

ছবি
 🏠|খেলা  | ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার|২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| প্রায় প্রতিটি খেলায় খেলোয়াড়দের উৎসাহ দিতে গ্যালারিতে হাজির হন ভক্তরা। প্রিয় খেলোয়াড়কে ঘিরে বিশেষ কিছু বার্তা লিখে প্ল্যাকার্ড হাতে দেখা যায় ভক্তদের। সেই প্ল্যাকার্ডে পছন্দের খেলোয়াড়কে বিয়ের প্রস্তাব দিতে দেখা যায় হরহামেশায়। এমনই এক ঘটনা ঘটেছে চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে। লিওনেল মেসিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক নারী। যা রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটি ঘটে গত পরশু মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পালমেইরাসের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচে। ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে মেসির মায়ামি। এই ম্যাচে গ্যালারিতে ৯৮ বছর বয়সী এক বৃদ্ধা মেসিকে প্ল্যাকার্ডে বিয়ের প্রস্তাব দেন। প্ল্যাকার্ডে লিখে আনেন, ‘মেসি উইল ইউ ম্যারি মি?’ ম্যাচের বিরতির সময় মাঠে ছিলেন মেসি। তখন সেই বৃদ্ধা গ্যালারি থেকে মেসির প্রতি প্ল্যাকার্ডটি উঁচিয়ে ধরে তাকে ডেকেছেন এবং বিয়ের কথাও বলেছেন। আর্জেন্টাইন কিংবদন্তিও দূর থেকে ইতিবাচকভাবে মিষ্টি হাসিতে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে হাতের ইশারায় তাকে প্ল...

বাংলাদেশ সিরিজ দিয়েই মাঠে ফিরছেন সূর্যকুমার!

🏠|খেলা | ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার|২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে সূর্যকুমার যাদব। তবে সেই চোট থেকে সেরে উঠছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টে বাংলাদেশ সিরিজ দিয়েই মাঠে ফিরতে পারেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক। চিকিৎসার জন্য বর্তমানে জার্মানির মিউনিখে অবস্থান করছেন সূর্যকুমার। গত রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক ছবি পোস্ট করে তিনি। ছবিতে দেখা যায় হাসপাতালে শুয়ে আছেন এই ভারতীয় ব্যাটার। পোস্টে সূর্য লিখেছেন, ‘পেটের ডানপাশে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করেছি। সফল অস্ত্রোপচারের কথা শেয়ার করতে পেরে ভালো লাগছে। আমি সেরে ওঠার পথেই আছি। মাঠে ফিরতে তর সইছে না।’ বর্তমানে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত সময় পার করছে ভারত। এই টেস্ট সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে ভারত। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি হবে বাংলাদেশের মাঠে। আগামী ১৭, ২০ ও ২৩ আগস্ট হবে বাংলাদেশ-ভারত সিরিজের তিন ওয়ানডে। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে আর তৃতীয় ম্যাচের ভেন্যু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ...

খামেনি এখন কোথায়?

 🏠|আন্তর্জাতিক | ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার  |২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| প্রায় এক সপ্তাহ ধরেই জনসমক্ষে অনুপস্থিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কোনো ভাষণ বা বার্তাও দেননি। অথচ দেশ তখন গভীর সংকটে। এরমধ্যেই ইসরায়েলের সঙ্গে ১২ দিন যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করেছে ইরান।বুধবার (২৫ জুন) এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের ব্যুরো চিফ ফারনাজ ফসিহি।প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির অনুপস্থিতির সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, জবাবে (সোমবার) ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে (মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল এক যুদ্ধবিরতিতে পৌঁছায়, যা কার্যকর হয় মঙ্গলবার সকাল থেকে। এই পুরো সময়ে খামেনি ছিলেন অনুপস্থিত। সরকারি কর্মকর্তারা বলছেন, তিনি এক সুরক্ষিত বাংকারে আছেন এবং হত্যাচেষ্টার আশঙ্কায় সব ধরনের ইলেকট্...

ফেসবুকের ‘ভিডিও’ থেকে আয় করা যাবে না আর

 🏠|সোশ্যাল মিডিয়া ও তথ্যপ্রযুক্তি  | ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার  |১২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও কনটেন্ট তৈরি করে যারা আয় করতেন, তাদের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে মেটার নতুন সিদ্ধান্ত। এবার থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না- সব ভিডিও-ই স্বয়ংক্রিয়ভাবে ‘রিলস’ হিসেবে গণ্য হবে। এর ফলে ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্মে আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে মেটা। সাম্প্রতিক এক ঘোষণায় মেটা জানিয়েছে, ব্যবহারকারীরা ফেসবুকে যে ভিডিওই আপলোড করবেন না কেন- তা ছোট হোক অথবা দীর্ঘই হোক, সেই সব ভিডিওই নিজে থেকে রিল হিসেবেই পোস্ট হবে। আগে ভিডিও ও রিলস ছিল আলাদা দুটি ফিচার। এবার থেকে ভিডিও ও রিলসের ব্যবধান মুছে যাচ্ছে। এতদিন ফেসবুকে ভিডিও এবং রিলের জন্য আলাদা আলাদা টুল ছিল। এখন একটি সিঙ্গেল সিম্পল ইন্টারফেসে সব কিছুকে নিয়ে আসতে চলেছে মেটা। এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই ভিডিও ক্রিয়েট, এডিট এবং শেয়ার করতে সক্ষম হবেন। এই নতুন আপডেটের সঙ্গে সঙ্গে একাধিক ক্রিয়েটিভ টুলও ...

ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম এবং যোগাযোগ প্ল্যাটফর্ম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেটাকে.....

 🏠|আন্তর্জাতিক | ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার  |১২:০০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| অপতথ্য মোকাবিলায় কার্যকর উপায় খুঁজতে মেটাকে প্রধান উপদেষ্টার আহ্বান ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম এবং যোগাযোগ প্ল্যাটফর্ম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেটাকে সামাজিক সম্প্রীতি ব্যাহত করে এবং ঘৃণা ছড়ায় এমন অপতথ্যের মোকাবিলায় আরও কার্যকর উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটি (অপতথ্য) একটি বড় সমস্যা। এর বিরুদ্ধে লড়াই করার জন্য আপনাদের অবশ্যই কার্যকর উপায় খুঁজে বের করতে হবে। বুধবার (২৫ জুন) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাবলিক পলিসি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সাইমন মিলনার এবং পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। একটি ভুল শব্দ পুরো দেশকে অস্থিতিশীল করতে পারে। কিছু লোক ইচ্ছাকৃতভাবে এমনটি ক...

জাইমা রহমানের পাশে আছি’, বললেন নীলা ইসরাফিল

 🏠|রাজনীতি | ২৫ জুন ২০২৫ বুধবার |১২:০০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জাইমার পাশে আছি—কারণ সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা।’ বুধবার (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ কথা লেখেন তিনি। ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, ‘একজন নারী যখন নিজ আলোয় এগিয়ে যান, কিছু চোখ তখন সত্য মেনে নিতে পারে না। ব্যারিস্টার জাইমা রহমানকে ঘিরে যে মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচার চালানো হচ্ছে, তা শুধু ব্যক্তিগত আঘাত নয়—সমাজের মূল্যবোধের ওপরও এক নির্মম আক্রমণ।’ নীলা ইসরাফিল আরও লিখেছেন, ‘একজন শিক্ষিত, সম্মানিত নারীর চরিত্র হরণে যে অসৎ প্রচেষ্টা চালানো হয়েছে, তা আমরা ঘৃণা করি। জাইমার পাশে আছি কারণ সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা।’

ইরান-ইসরায়েলের ‘যুদ্ধ থামানোয়’ নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন

 🏠|আন্তর্জাতিক  | ২৫ জুন ২০২৫ বুধবার |১২:০০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি চুক্তিতে সহায়তা করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে মনোনীত করেন মার্কিন রিপ্রেজেনটেটিভ বাডি কার্টার। তিনি নরওয়ের নোবেল কমিটির কাছে ট্রাম্পের নাম প্রস্তাব করে করে চিঠি দিয়েছেন। তিন চিঠিতে লিখেছেন, ট্রাম্পের কারণে দ্রুত সময়ে ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। যা অনেকে অসম্ভব মনে করেছিলেন। ট্রাম্প এখন শান্তি, যুদ্ধ বন্ধ ও আন্তর্জাতিক সৌহার্য্য এগিয়ে নিতে যা করছেন সেটির জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দিয়ে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। ৭৯ বছর বয়সী ট্রাম্প সোমবার মধ্যরাতে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। ওই সময় তিনি জানান, দুই পক্ষ পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যা গতকাল মঙ্গলবার সকাল থেকে কার্যকর হয়। যুদ্ধবিরতিটি এখনো বহাল আছে। সূত্র: নিউইয়র্ক পোস্ট

যুদ্ধবিরতির ঘোষণায় ইরানের ঘরে ঘরে ‘বিজয়’ উৎসব

 🏠|আন্তর্জাতিক  | ২৫ জুন ২০২৫ বুধবার |১২:০০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতিকে ঘিরে ঘরে ঘরে বিজয়ের আবহ বিরাজ করছে ইরানে। রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে সরকারি উদ্যোগে পালিত হচ্ছে ‘বিজয় উৎসব’। শীর্ষ নেতাদের ভাষ্য, এটি কেবল একটি কূটনৈতিক বিরতি নয়, বরং একটি “ঐতিহাসিক অর্জন”, যা ইরানকে বিশ্বমঞ্চে শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেন, "এই বিজয় পশ্চিমাদের শিং ভেঙে দিয়েছে। পুরো বিশ্ব আজ আমাদের সক্ষমতা নতুন চোখে দেখছে।" পার্লামেন্টের স্পিকার গালিবাফের উপদেষ্টা মেহদি মোহাম্মাদি একে "নতুন যুগের সূচনা" বলে অভিহিত করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেন, “পারমাণবিক কর্মসূচি এখন আর কেউ থামাতে পারবে না। আমাদের অটল অবস্থান কেউ নাড়াতে পারবে না।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ট্রুথ সোশ্যালে জানান, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি...

রাশিয়ার মিসাইল হামলায় কেঁপে উঠল মার্কিন দূতাবাস

 🏠|সারা দেশ | ২৫ জুন ২০২৫ বুধবার |১২:০০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| ইউক্রেনের রাজধানী কিয়েভে মধ্যরাতে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় ৩৫২টি ড্রোন ও ১৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। সোমবার (২৩ জুন) গভীর রাতে ইউক্রেনীয় কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য জানান। রাতের হামলায় আবাসিক এলাকায় আগুন লেগে রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো স্টেশন ও বোমা আশ্রয়কেন্দ্রের প্রবেশপথ। মার্কিন দূতাবাস থেকে এক কিলোমিটারেরও কম দূরে কিয়েভের ব্যস্ত শেভচেনকিভস্কি জেলার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। সেখান থেকে উদ্ধারকর্মীরা মৃতদেহ উদ্ধার করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জেলায় নিহতের সংখ্যা বাড়তে পারে। ৩৩ বছর বয়সী ভ্যালেরি মানকুতা বর্ণনা করেন, ক্ষেপণাস্ত্রের আঘাত হানার পর তিনি তার জানালা দিয়ে তৃতীয় তলায় লাফিয়ে পড়েন। কীভাবে বেঁচে গেছি জানি না। ভয়ংকর বিস্ফোরণ হচ্ছিল। রয়টার্স ওই এলাকায় বেশ কয়েকটি বিস...

খুলনায় এক এসআইকে মারধর করে পুলিশে সোপর্দ

 🏠|সারা দেশ | ২৫ জুন ২০২৫ বুধবার |১২:০০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| খুলনা ব্যুরো: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর ও সোনাডাঙ্গা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) সুকান্ত দাশকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে নগরের ইস্টার্ন গেট এলাকায় এ ঘটনা ঘটে। সুকান্ত দাশের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। বর্তমানে তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত আছেন। তিনি দীর্ঘদিন কেএমপির সদর ও সোনাডাঙ্গা থানায় দায়িত্ব পালন করেছেন বলেও জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গণঅভ্যুত্থানের পর তাকে খুলনা থেকে চুয়াডাঙ্গায় বদলি করা হয়। একটি মামলার সাক্ষ্য দিতে আজ খুলনায় যান তিনি। সদর ও সোনাডাঙ্গা থানায় কর্মরত থাকাকালীন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গণঅভ্যুত্থানের পর সুকান্ত দাসের বিরুদ্ধে কেএমপির বিভিন্ন থানায় চারটি মামলা হওয়ার তথ্য পাওয়া গেছে।  স্থানীয়রা জানায়, ইস্টার্ন গেট এলাকায় বিএনপির একটি কর্মসূচি ছিল। এ সময় সিএনজি চালিত থ্রি-হুইলারে করে...

হাসনাত আব্দুল্লাহর পোস্টে ভুল তথ্যের অভিযোগ, দুদকের সতর্ক বার্তা

 🏠|সারা দেশ | ২৫ জুন ২০২৫ বুধবার  |১২:০০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ভুল ও যাচাইবিহীন তথ্য ছড়ানোর অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের দাবি, ওই পোস্টে দুদকের মহাপরিচালকসহ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে, যা বাস্তবতার সঙ্গে মিল নেই। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট কমিশনের দৃষ্টি গোচর হয়েছে। পোস্টটিতে তিনি যাচাই-বাছাই ছাড়াই দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকসহ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন। এ বিষয়ে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে একটি প্রতারক চক্র দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছে। যার সাথে দুদকের কর্মকর্তাদের কোনো সম্পর্ক নেই। দুদক ইতোমধ্যে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে এবং প্রতারক চক্র...

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১

 ঘটনাস্থল থেকে বাসের চালক পালিয়ে গেছে। ঘাতক বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ 🏠|সারা দেশ | ২৪ জুন  ২০২৫ মঙ্গলবার  |১১:৫০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় এক নসিমন চালক নিহত এবং ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার রাজৈর উপজেলার কালীবাড়ি মোড়ে যাত্রীবাহী বাস, নসিমন ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ইন্দজিৎ ভদ্র (৪০) নামে এক নসিমন চালক নিহত হন। একই সাথে আহত হন নসিমনে থাকা শুভ বিশ্বাস (২১) নামে আরো একজন। তারা দুইজনই গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা। অপরদিকে দুপুর দেড়টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জেলার শিবচর উপজেলার দৌলতপুর নামক স্থানে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে নসিমন নিয়ে রাজৈর বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন ইন্দ্রজিৎ ও শুভ। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের কালিবাড়ী মোড় এলাকায় আসলে বরিশাল...

আইজিপির সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাক্ষাৎ

 🏠|সারা দেশ | ২৪ জুন ২০২৫ মঙ্গলবার |১২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের প্রতিনিধি ম্যাথিউ ক্র‍্যাফট বাংলাদেশ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৪ জুন) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সাথে সাক্ষাৎ করেন সুসান রাইল। সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে মানবপাচার, অর্থপাচার ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। আইজিপি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে পুলিশ সচেষ্ট রয়েছে বলে তাদেরকে অবহিত করেন। এসময় স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, সিআইডির অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাবা হতে চলেছেন নোবেল? কারাগারে বিয়ের পর পেলেন জামিন

ছবি
 🏠|সারা দেশ | ২৪ জুন ২০২৫ মঙ্গলবার |৫:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| ধর্ষণ ও মারধরের মামলায় গ্রেপ্তারের পর কারাগারে বসেই মামলার বাদী ইসরাত জাহান প্রিয়াকে বিয়ে করেছিলেন আলোচিত গায়ক মঈনুল আহসান নোবেল। সেই বিয়ের পাঁচ দিনের মাথায় জামিন পেলেন তিনি। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব শুনানি শেষে এই আদেশ দেন।তবে জামিনের খবরের চেয়েও বেশি আলোচনায় এখন একটাই তথ্য বাবা হতে চলেছেন নোবেল। আদালতে প্রিয়ার উপস্থিতি, হাসিমুখে একসঙ্গে দাঁড়িয়ে থাকা, আর পরে আইনজীবীদের মাধ্যমে প্রকাশ—তাদের সংসারে শিগগিরই আসছে নতুন অতিথি।আজ আদালত চত্বরে যেন দৃশ্যপটই বদলে গিয়েছিল। কড়া নিরাপত্তায় হাজির হন নোবেল। কিছুক্ষণ পর আসেন প্রিয়াও। কাঠগড়ায় গিয়ে স্বামীর সঙ্গে কিছুক্ষণ কথোপকথন। এরপর বিচারক প্রিয়াকে প্রশ্ন করেন, “জামিনে কোনো আপত্তি আছে?” সোজাসাপটা উত্তর, “না”। উভয়পক্ষের আইনজীবীরাও জানান, এটি মূলত ভুল বোঝাবুঝি ছিল। এখন সব কিছু মীমাংসা হয়ে গেছে। এরপর বিচারক জামিনের আদেশ দেন।নোবেলকে গারদে নেওয়ার সময়ও প্রিয়ার হাত ধরে ছিলেন তিনি। এমনকি আদালতের লিফটে ওঠার স...

দেশের ৫৭ কলেজের নাম পরিবর্তন

 🏠|সারা দেশ | ২৪ জুন ২০২৫ মঙ্গলবার |১২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে দেশের ৫৭টি সরকারি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এসব কলেজ থেকে শেখ মুজিবুর রহমানের পরিবার ও আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দেওয়া হয়েছে। সোমবার রাতে প্রকাশিত জাতীয় প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নবনির্ধারিত নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২৮ মে তারিখের প্রজ্ঞাপন এবং মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারির চিঠির আলোকে প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কলেজগুলোর পরিবর্তিত নামের তালিকাও সংযুক্ত করা হয়েছে। তালিকা অনুযায়ী ‘সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, ভোলা’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভোলা সরকারি মহিলা কলেজ’। একইভাবে ‘সরকারি মুজিব কলেজ, কোম্পানীগঞ্জ, নোয়াখালী’ হয়েছে ‘কোম্পানীগঞ্জ সরকারি কলেজ’। রাজধানীর ‘সরকারি বঙ্গবন্ধু...

মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন যুবলীগ নেতা

 🏠|সারা দেশ | ২৪ জুন ২০২৫ মঙ্গলবার |২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| জেলা প্রতিনিধিমে হেরপুর মেহেরপুরের গাংনীতে মায়ের জানাজা ও দাফনে উপস্থিত থাকার জন্য ২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের নেতা আনোয়ার হোসেন পাশা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টার দিকে কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় মায়ের জানাজায় অংশ নেন তিনি। জানা গেছে, গতকাল সােমবার বিকেল ৩টার দিকে চেয়ারম্যান আনােয়ার হােসেন পাশার মা জাহানারা বেগম (৭২) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে আনােয়ার হােসেন পাশাকে প্যারোলে মুক্তি দিতে আইনজীবীর মাধ্যমে মেহেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদেশে মঙ্গলবার সকাল ৮ থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, গত ২৪ মার্চ গাংনী উপজ...

মারা গেছেন পিয়া জান্নাতুলের বাবা

 🏠|সারা দেশ | ২৪ জুন ২০২৫ মঙ্গলবার |১২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| আলোচিত মডেল-অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার বাবা মাহমুদ হাসান চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৩ জুন) সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে পিয়া জান্নাতুলের পেজ থেকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে বাবার মৃত্যুর খবরে খুলনার উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেত্রী। সেখানেই তার বাবার জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এছাড়া পিয়া জান্নাতুলের পরিবারের পক্ষ থেকে অভিনেত্রীর বাবার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে। প্রসঙ্গত, ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া। এরপর কর্মজীবন শুরু করেন র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে। ফ্যাশন মডেল হিসেবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমা অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অভিনয় ছাড়াও আইন পেশার সঙ্গেও যুক্ত আছেন তি...

স্বামীর গোপনাঙ্গ কেটে পালালো দ্বিতীয় স্ত্রী, হাসপাতালে নিলেন তৃতীয় স্ত্রী

 🏠|সারা দেশ | ২৪ জুন ২০২৫ মঙ্গলবার |২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় উজ্বল নামে এক যুবকের গোপনাঙ্গ কেটে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (২৩ জুন) দিবাগত রাতে ২টার দিকে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী কল্পনা বেগম ও শ্বশুর বাবর আলী পলাতক রয়েছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চওড়াপাড়া গ্রামের শামসুজ্জামানের ছেলে। উজ্জ্বল দ্বিতীয় স্ত্রী কল্পনা বেগমের (২৫) সঙ্গে কিছুদিন ধরে কৃষ্ণপুর গ্রামে তার শ্বশুর বাবর আলীর বাড়িতে বসবাস করছিল। সবশেষ সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে উজ্বলের গোপনাঙ্গ কেটে ফেলেন কল্পনা বেগম। পরে উজ্বলকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার তৃতীয় স্ত্রী ফারজানাকে ফোন দেয় অজ্ঞাত এক ব্যক্তি। ফারজানা ছুটে গিয়ে উজ্জ্বলকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কা...

সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।

🏠|সারা দেশ | ২৪ জুন ২০২৫ মঙ্গলবার  |১২:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|  সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। সোমবার (২৩ জুন) সচিবালয়ে নিজ অফিস কক্ষে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে ৫৪ বছর লেগেছে। কিন্তু আমরা (বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার) মাত্র সাত-আট মাসের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ যোদ্ধা ও আহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করে ফেলেছি। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। আগামীতেও আহত যোদ্ধারা যাতে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী চাকরি বা ব্যবসা বাণিজ্য করতে পারেন, সেভাবে তাদেরকে পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে। উপদেষ্ট...

আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়েছে মাদারীপুরের কালকিনিতে...

ছবি
🏠|সারা দেশ | ২৪ জুন ২০২৫ মঙ্গলবার  |১:১০:পিএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| মাদারীপুরের কালকিনি মিলাদ শেষে আওয়ামী লীগের ঝটিকা মিছিল আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়েছে মাদারীপুরের কালকিনিতে। ২০২৪ সালেরর ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর কালকিনিতে এটাই আওয়ামী লীগের প্রথম ঝটিকা মিছিল।সোমবার (২৩ জুন) সন্ধ্যায় মিছিলটি শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ারহাট বাজারসংলগ্ন সেতুর ওপর থেকে শুরু হয়ে প্রায় ২০০ মিটার দূরেই শেষ হয়ে যায়।জানা যায়, এর আগে স্থানীয় একটি বিদ্যালয়ের কক্ষে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন দলটির কিছু কর্মী। এদিকে কাল রাত আটটার পর ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিল ও মিলাদের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে৩১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি গ্রামীণ সেতুর ওপর দাঁড়িয়ে একটি ব্যানার হাতে নিয়ে হাঁটছেন ও স্লোগান দিচ্ছেন। স্লোগানে বলা হচ্ছিল, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ কাঁপবে।’ নাম প্রকাশ না করার শর্তে শিকারমঙ্গল ইউনিয়নের একাধিক ব্যক্তি স...

মার্কিন ঘাঁটিতে হামলার পর যে বার্তা দিলেন খামেনেয়ি

 🏠|আন্তর্জাতিক  | ২৪ জুন ২০২৫ মঙ্গলবার |১২:১০:এএম 👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ| এই হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি বলেছেন, "আমরা কারো উপর আগ্রাসন করিনি এবং আমরা যেকোনো পরিস্থিতিতে কারো কাছ থেকে আগ্রাসন মেনে নেব না।" ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে বল প্রয়োগ করা হবে। তারা বলছে, এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন "দুর্বলতার" স্থান। ইরান নিজ দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা বা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনও আগ্রাসনের প্রতিক্রিয়ায় কখনো উত্তরহীন থাকবে না। ইরানের হামলার কথা নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। তবে ঘাঁটিতে হামলায় হতাহতের কোন খবর নেই বলে জানিয়েছেন দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা। মার্কিন প্রত...