মাহিরার নিখোঁজ ও উদ্ধারে বিস্তারিত তথ্য জানাল র‌্যাব

🏠|সারা দেশ | ৩০ জুন ২০২৫ সোমবার |২:১০:পিএম

👤|স্টাফ করেসপন্ডেন্ট|দৈনিক স্বপ্নের পৃথিবী নিউজ| মাদারীপুর ঢাকা বাংলাদেশ|

 এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তবে, মাহিরা কীভাবে নিখোঁজ ও উদ্ধার হলেন- বিস্তারিত সেই তথ্য জানিয়েছেন র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি।


সোমবার (৩০ জুন) দুপুরে র‍্যাবের এই কর্মকর্তা জানান, মাহিরা চলতি এইচএসসির পরীক্ষার্থী। তার বাসা বসুন্ধরা আবাসিক এলাকায় এবং পরীক্ষা কেন্দ্র ছিল মিরপুর কলেজ। রোববার সকাল ৮টায় সে পরীক্ষা দেওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু পরীক্ষা শেষে বাসায় না পেরায় তারা পরিবার কেন্দ্রে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, মাহিরা ওইদিন পরীক্ষা কেন্দ্রেই আসেনি। পরে তারা (পরিবার) রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 


উদ্ধার শিক্ষার্থীর ভাষ্য তুলে ধরে কে এন রায় নিয়তি বলেন, বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর এ নারী তার সঙ্গে কথা বলতে আসেন। কথা বলার এক পর্যায়ে ওই নারী তার নাকের সামনে কিছু একটা ধরলে মাহিরা অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরার পর সে নিজেকে একটি রুমের ভেতর আবিষ্কার করে।


র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, এরইমধ্যে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল মাহিরার সম্ভাব্য অবস্থান সাভার এলাকায় নিশ্চিত করে এবং অভিযান পরিচালনার জন্য মেয়েটির অবস্থানরত এলাকায় যায়। তবে, তার আগেই মেয়েটি ওই বাসা থেকে সুকৌশলে বের হয়ে যায় এবং র‌্যাব তাকে উদ্ধার করে এবং হেফাজতে নেয়। 


উদ্ধারের পর মাহিরাকে প্রাথমিক আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করে র‌্যাব।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরও ৪টি কমিশন গঠন করেছে সরকার

চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া মতিউর বেঁচে আছে,

ডাকসু নির্বাচন: কে হবেন ভিপি, কে হবেন জিএস? জানা গেলো সম্ভাব্য প্রার্থীদের নাম