পোস্টগুলি

নভেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৬৮

ছবি
  ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে শিক্ষা ক্যাডার পদে ৬৬৮ জনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এই বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্য পদ পূরণের জন্য প্রার্থী বাছাই করা হয়েছে। পিএসসি সূত্রে জানা গেছে, এ বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২১৯ জন। শিক্ষা ক্যাডারের জন্য বিশেষভাবে আয়োজিত এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২১ জুলাই এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর।

দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ সিএমপি কমিশনারের

ছবি
  আগ্নেয়াস্ত্র বহনকারী এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র এবার ব্রাশফায়ার করে হত্যার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। মঙ্গলবার দুপুরে ওয়্যারলেস সেটে সিএমপির সব সদস্যদের উদ্দেশে দেওয়া এক মৌখিক আদেশে তিনি টহল ও থানা পুলিশকে একযোগে এ নির্দেশনা দেন। রাতে সিএমপি কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন। সিএমপি কমিশনার হাসিব আজিজ গণমাধ্যমকে বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী-অপরাধী আবার চট্টগ্রামকে অন্ধকার জাহেলিয়াতের যুগে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা আমরা হতে দেব না। তার জন্য অস্ত্রধারী সন্ত্রাসী কয়েকটাকে যদি মেরে ফেলতে হয়, মেরে ফেলব; কিন্তু অন্ধকারের যুগে, জাহেলিয়াতের যুগে, চট্টগ্রামকে আর ফিরতে দেওয়া হবে না। সন্ত্রাসের অভয়ারণ্যে চট্টগ্রাম আবার পরিণত হবে না। এটাই আমার নির্দেশ। এজন্য যা যা করণীয় আমরা সবই করব। সূত্র জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত কয়েক দফায় সিএমপি কমিশনার বেতার বার্তায় নির্দেশনা দেন। যেখানে সিএমপি কমিশনার বলেছেন- ‘শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে।’ বেতার বার্তায় যেকোনো পরিস্থিতি এবং নাশকতা এড়াতে ট...

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অভিযান: ২০ রাউন্ড গুলিসহ ২টি শটগান জব্দ

ছবি
শিবচর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। মাদারীপুর শিবচরের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাঁচ্চর গোল চত্তরে একটি ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছে শিবচর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।  মঙ্গলবার- ১১ নভেম্বর সন্ধায় এ অভিযান চালিয়ে দুটি ট্রাক, ও ১৫ টি মোটরসাইকেল হতে মোট ৫৫ হাজার টাকা জরিমানা জরিমানা করেন এবং দুটি নোহা গাড়িতে অভিযান চালিয়ে ২০ রাউন্ড গুলিসহ ২টি শটগান জব্দ করেন।  অভিযানের সময় সড়ক ও জনপথে শৃঙ্খলা রক্ষা, যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই করেই যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, “সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং সড়কে শৃঙ্খলা বজায় থাকে, সেজন্যই এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে আইনের সীমা লঙ্ঘনের কারনে একটি নোহা গাড়ি হতে ২টি শুর্টগান ও ২০রাউন্ড গুলি জব্দ করে শিবচর থানায় পাঠানো হয়েছে। ভবিষ্যতে এধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।” শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ৬০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার

ছবি
  মো. আবদুল্লাহ আল মামুনছবি: পুলিশের সৌজন্যে চট্টগ্রামের পটিয়ায় তল্লাশিচৌকি বসিয়ে ৬০ হাজার ইয়াবা বড়ি, প্রায় আড়াই লাখ টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তাও রয়েছেন। গত শনিবার তিনি গ্রেপ্তার হন। গ্রেপ্তার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার নাম মো. আবদুল্লাহ আল মামুন (৪১)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেলের পটিয়ার মুজাফ্ফরাবাদ কার্যালয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তিনি লক্ষ্মীপুর সদর থানার মো. আবদুল মতিনের ছেলে। র‍্যাব জানায়, পটিয়া থানা এলাকায় টহলরত র‍্যাব সদস্যরা জানতে পারেন, কক্সবাজার থেকে দুটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি চট্টগ্রামে নেওয়া হচ্ছে। খবর পেয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার খরনা এলাকায় কাদের এলপিজি ফিলিং স্টেশনের সামনে তল্লাশিচৌকি বসানো হয়। তবে তল্লাশিচৌকি দেখে পালানোর চেষ্টাকালে প্রথমে একটি মাইক্রোবাস আটক করা হয়। পরে অন্য মাইক্রোবাসটিও আটক করা হয়। অভিযানে আবদুল্লাহ আল মামুনের প্যান্টের পকেট থেকে ১০টি ইয়াবা বড়ি; ১টি ওয়াকিটকি সেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্...

আগামী বছর হজে যেতে পারবেন ৭৮৫০০ বাংলাদেশি, চুক্তি স্বাক্ষরিত

ছবি
বাংলাদেশের সাম্প্রতিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন সৌদি হজ ও ওমরাহমন্ত্রী/ফাইল ছবি  আগামী বছর ২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালন করতে যেতে পারবেন। এ বিষয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় এ চুক্তি হয়। এতে বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে সে দেশের হজ ও ওমরাহমন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ সই করেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের রোডম্যাপ অনুযায়ী এরই মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ হয়েছে। আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ পালনের সুযোগ থাকলেও নিবন্ধন করেছেন ৭৮ হাজারের মতো হজযাত্রী। হজ চুক্তি স্বাক্ষরের সময় ধর্ম উপদেষ্টা সামগ্রিক হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি হজ ও ওমরাহমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। তিনি বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কেও সৌদি মন্ত্রীকে অবহিত করেন। এছাড়া, মিনা-আরাফা ও মুজদালিফার তাঁবু ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও স্যা...

২৩ বিচারকের ২২ জনকে হাইকোর্টে স্থায়ী নিয়োগ, বাদ বিএনপি নেতার ছেলে

ছবি
  হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি শপথ অনুষ্ঠান, ৯ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ২২ বিচারপতিকে স্থায়ী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির পরামর্শক্রমে তাদের নিয়োগ দিয়েছেন তিনি। তবে এ তালিকা থেকে বাদ পড়েছেন বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। মঙ্গলবার (১১ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগ কার্যকর করা হয়। এ নিয়োগ তাদের শপথ নেওয়ার দিন থেকে কার্যকর হবে। নিয়োগপ্রাপ্ত ২২ স্থায়ী বিচারপতি হলেন- মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন ও শিকদার মাহমুদুর রাজী। ২০২৪ সালের ৯ অক...

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ছবি
  নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। ‘লকডাউন’ কর্মসূচির নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা ও নাশকতা সৃষ্টির প্রতিবাদে তারা এ বিক্ষোভ মিছিল করে । মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পূর্বাচলের তিনশ ফিট সড়ক প্রদক্ষিণ করে পূর্বাচল সমু মার্কেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে সুলতান মাহমুদ বলেন, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা এখন ছলচাতুরী শুরু করেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানুষ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিহত করেছিল। আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচিও প্রতিহত করা হবেএসময় বক্তারা বলেন, ১৩ নভেম্বর আওয়ামী লীগ ও তার দোসরা আগামী নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে ঢাকা শহর লকডাউন করে যে অবরোধের ঘোষণা করেছে সেটা কখনও বাস্তবায়ন হবে না। তাদের বিরুদ্ধে ছাত্রদল সর্বদা মহাসড়কসহ দেশের বিভিন্ন স্থানে আনাচে-কানাচে অতন্ত্র প্রহরী হিসেবে থাকবে। তাদের যে কোনো নীল নকশা বানচাল করতে ছাত্রদল সর্বদা প্রস্তুত আছে।।

ব্রিগেডিয়ার আবু সায়েদ ২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট তৈরির লক্ষ্য নিয়েছে বিএনসিসি

ছবি
  রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনসিসি নিয়ে উপস্থাপনা দেন সংস্থার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়েদ আল মাসুদ/ছবি: সংগৃহীত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পসের (বিএনসিসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়েদ আল মাসুদ জানিয়েছেন, আগামী ২০৩০ সালের মধ্যে দেশে ৪০ লাখ দক্ষ ক্যাডেট তৈরির লক্ষ্য নিয়ে তাদের কাজ এগিয়ে চলেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সভায় ‘বিএনসিসির মাধ্যমে জাতীয় রূপান্তর’ শীর্ষক এক উপস্থাপনায় তিনি এ তথ্য জানান। উপস্থাপনাকালে ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়েদ বিএনসিসির বর্তমান কাঠামো, যুব দক্ষতা উন্নয়ন কাঠামো, জাতীয় যুব কর্মপরিকল্পনা, প্রয়োজনীয় জনবল, বাজেট, চ্যালেঞ্জ ও সুপারিশ তুলে ধরেন। তিনি বলেন, বিএনসিসিতে যোগদানের প্রাথমিক বয়সসীমা ১৭ থেকে ১৮ বছর। বিএনসিসির মহাপরিচালক জানান, বর্তমানে বিএনসিসির অধীনে ৫৬১টি শিক্ষাপ্রতিষ্ঠান নিবন্ধিত রয়েছে এবং ভবিষ্যতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এর শাখা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিএনসিসির লক্ষ্য...

সরকার উৎখাতের ষড়যন্ত্র হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত

ছবি
  ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংগৃহীত ছবি) অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নেওয়ার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত হয়েছে। এ মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিন মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা বদলির নির্দেশ দেন। পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। মামলার বাদী সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. এনামুল হক এরই মধ্যে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলার ২৮৬ আসামির মধ্যে ২৫৮ জন বর্তমানে পলাতক। গত ১৪ অক্টোবর শেখ হাসিনাসহ ২৬১ জন পলাতক থাকায় আদালত তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। পরে আরও তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ মোট ২৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।  গ্রেপ্তার হওয়া অন্যান্য উল্লেখযোগ্য আসামির মধ্য...

রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি
  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীফাইল ছবি রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি বলেন, রাস্তার পাশে তেল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে। এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটন ঘটিয়ে ফেলে। বিভিন্ন স্থানে যানবাহনে আগুনের ঘটনার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন কথা বললেন। ট্রাইব্যুনাল, মেট্রোরেল ও রেলওয়েতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, কেপিআই স্থাপনায় (গুরুত্বপূর্ণ স্থাপনা) নিরাপত্তা বাড়ানো হয়েছে। এসব আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গোয়েন্দাদের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বড় ধরনের কোনো মিছিল হচ্ছে না। বাসে আগুন ও কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে। এগুলো যাতে আর ঘটাতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। ১৩ নভেম্বর সামনে রেখে আইনশৃঙ্খলা র...

বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণের মামলার হুমকি ট্রাম্পের

ছবি
  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: রয়টার্স বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সংবাদমাধ্যমটিকে এ–সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। বিবিসির একটি তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য সম্পাদনা নিয়ে বিতর্কের মধ্যে এই হামলার হুমকি দেওয়া হলো। ট্রাম্পের আইনজীবীদের দেওয়া ওই চিঠিতে আগামী শুক্রবার পর্যন্ত বিবিসিকে সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সংবাদমাধ্যমটিকে ট্রাম্পের বক্তব্য থাকা তথ্যচিত্রটি প্রত্যাহার করতে, ক্ষমা চাইতে এবং ‘যথাযথভাবে ক্ষতিপূরণ’ দিতে বলা হয়েছে। এর ব্যত্যয় হলে কমপক্ষে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করবেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পকে নিয়ে বিবিসির ওই তথ্যচিত্রের নাম প্যানোরামা। এতে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের দুটি অংশ এমনভাবে জোড়া লাগানো হয়েছিল যে মনে হয়, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় সমর্থককে বেপরোয়াভাবে উৎসাহিত করেছিলেন তিনি। এই তথ্যচিত্র নিয়ে নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন। তথ্যচিত্রের বিষয়টি সামনে আসে বিবিসির একটি অভ্যন্তরীণ নথি তাদেরই...

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, আজ থেকেই ক্লাস

ছবি
  আন্দোলন স্থগিতের বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের মুখপাত্র খায়রুন নাহার লিপি। ছবি: সংগৃহীত অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তারা জানিয়েছেন, ১১তম গ্রেডে বেতন উন্নীতকরণের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় লিখিত আশ্বাস দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করে মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে শ্রেণিকক্ষে ফিরবেন শিক্ষকরা। সোমবার (১০ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের আন্দোলন স্থগিতের বিষয়টি বলেন প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের মুখপাত্র খায়রুন নাহার লিপি। তিনি জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি লিখিত বক্তব্যের মাধ্যমে শিক্ষকদের আশ্বাস দিয়েছে। তাদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করার বিষয়ে একটি প্রস্তাব এরইমধ্যে পে কমিশনে পাঠানো হয়েছে। কমিশন থেকে চূড়ান্ত সুপারিশ এলে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। খায়রুন নাহার লিপি বলেন, যেহেতু প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেড বিষয়ে মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, আমরা এটিকেই প্রজ্ঞাপন হিসেবে ধরে নিচ্ছি। এটি আমাদের প্রাথমি...

মধ্যরাতে জারাকে নিয়ে সারজিসের ফেসবুক পোস্টে চমক

ছবি
  ছবি: সংগৃহীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্ট করে চমক দিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, তাসনিম জারা, ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা, সবুজবাগ, মাণ্ডা)। জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তিনি ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা, সবুজবাগ, মাণ্ডা) আসন থেকে শাপলা কলি প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। নিজের প্রার্থিতা নিয়ে ডা. তাসনিম জারা বলেন, আমি ঢাকা-৯ আসনের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছি। দলের পক্ষ থেকে আমার জন্য নির্দেশনা আছে যে ১৩ তারিখের মধ্যে মনোনয়ন আবেদন ফরম জমা দিতে হবে। তো সেই প্রক্রিয়ায় যুক্ত হলাম। যদি সুযোগ পাই, আশা করছি এনসিপি থেকে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব।  মনোনয়ন ফরম সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তাসনিম জারা বলেন, আমরা সারা দেশ থেকে মনোনয়ন আবেদন ফরম প্রত্যাশা করছি। য...

মোহাম্মদপুরে চাপাতিসহ দুই যুবক গ্রেপ্তার

ছবি
  ছিনতাই বিরোধী অভিযানে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে আল আমিন ওরফে জ্যাক কাদের ও রবিন নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়। সোমবার (১০ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল আলম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায়েরবাজার এলাকায় ছিনতাই বিরোধী অভিযানে মোহাম্মদপুর থানার রায়ের বাজার মেকাপ খান রোডে অভিযান চালিয়ে চাপাতিসহ হাতেনাতে জ্যাক কাদের ও রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা রায়েরবাজার এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: মাঠে নামছে ১৭ হাজার পুলিশ

ছবি
  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির আগে সোমবার রাজধানী ঢাকায় একাধিক স্থানে বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ডিএমপি জানিয়েছে, ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার রাজধানীতে অন্তত ১৭ হাজার পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও মোতায়েন থাকবেন। উল্লেখ্য, একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ–অভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় ঘোষণার কথা রয়েছে। এ মামলায় আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুন (রাজসাক্ষী হিসেবে)। রাজধানীতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ সোমবার সন্ধ্যার পর ধানমন্ডির মিরপুর রোডে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়া হয়। এর আগে ভোরে বাড্ডা ও শাহজাদপুর এলাকায় যাত্রীবাহী দুটি বাসে একই ধরনের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার...

নির্বাচনী আচরণবিধির গেজেট প্রকাশ প্রচারণায় প্রথমবারের মতো নিষিদ্ধ পোস্টার, ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা

ছবি
  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ড্রোন ব্যবহার এবং বিদেশে যে কোনো ধরনের প্রচারণা কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতে রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য ‘আচরণ বিধিমালা, ২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই বিধিমালায় এসব বিষয় উঠে এসেছে। বিস্তারিত আসছে...

দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩

ছবি
 ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে যাত্রীবাহী গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। সোমবার সন্ধ্যার দিকের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐহিতাসিক পর্যটন স্থাপনা লাল কেল্লার পাশের এই বিস্ফোরণ ছিল অত্যন্ত শক্তিশালী। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে আশপাশে ছড়িয়ে ছিন্ন-ভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকটি গাড়ি। দিল্লি পুলিশ বলেছে, লাল কেল্লার পাশে অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা বলেছেন, লাল কেল্লা ট্রাফিক সিগন্যালের কাছে ধীরে চলা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। গাড়িটিতে যাত্রী ছিল। বিস্ফোরণে আশপাশের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিস্ফোরণে মোট ২২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের এই ঘটনায় ইতোমধ্যে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং ন্যাশনাল সিকিউরি...

ছেলের হাতে বাবা খুন!

ছবি
ঘটনাটি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় সংঘটিত হয়।  রবিবার দিবাগত রাত আনুমানিক রাত ১২ টার দিকে নিজ ছেলের হাতে নৃশংসভাবে খুন হয় বাবা মতি মিয়া (৬৫)। ছেলে ফারুক মিয়া (২৭) চাপাই নবাবগঞ্জের ভোলার হাট থানার বড়োহাটি এলাকায় মৃত ওই মতি মিয়ার মেঝ ছেলে। তিনি বলেন, বিকেল থেকেই এই পরিকল্পনা নিয়ে রাতে ঘুমাতে যায়। পরে ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে উপর্যুপরি কোপের মাধ্যমে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করেন। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম তাঁর একটি টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেন এবং উপস্থিত অবস্থায়ই আসামিকে গ্রেফতার করা হয়।

পুরান ঢাকায় গুলিতে নিহত ব্যক্তি ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন, বলছে পুলিশ

ছবি
  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ব্যক্তির স্বজনের আহাজারি ছবি  পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলিতে নিহত ব্যক্তির বিস্তারিত নাম-পরিচয় জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র প্রথম আলোকে বলছে, নিহত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন (৫৫), তিনি ‘শীর্ষ সন্ত্রাসী’। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাঁকে গুলি করে। পুলিশ বলছে, নিহত ব্যক্তি একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন, তবে অপরাধজগতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গুলির ঘটনার সিসিটিভির একটি ভিডিও ফুটেজ প্রথম আলোর হাতে এসেছে। এতে দেখা যায়, মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন। তখন দুই ব্যক্তি খুব কাছে থেকে তাঁকে গুলি করছেন। ঘটনাটি ঘটে তিন থেকে চার সেকেন্ডের মধ্যে। গুলি করার পর দুই ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন। সিসিটিভির ফুটেজে দেখা যায়, তারিক সাইফ মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন (বাঁয়ে)। দুই ব্যক্তি খুব কাছে থেকে তাঁকে গুলি করছেন (ডানে)ছবি: সিসিটিভির...

অনশন ভেঙেই ফেসবুকে তারেকের পোস্ট

ছবি
  দীর্ঘ ১৩৪ ঘণ্টা পর অনশন ভেঙেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। রোববার রাত সাড়ে ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙেন তিনি। পরে তৎক্ষণাৎ একটি অ্যাম্বুল্যান্সে করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয় মো. তারেক রহমানকে। হাসপাতালে গিয়ে নিজের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। হাসপাতালে বসে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেছেন তারেক। ওই ভিডিওতে দেখা যায় তিনি একটি চেয়ারে বসে ডাবের পানি পান করছেন।  ভিডিওর বর্ণনায় তিনি লিখেছেন, ‘আল্লাহর নিয়ামত গ্রহণ করছি। লড়াই শেষ করছি না। বাংলাদেশ ভালোবাসি, আপনাদের ভালোবাসি। ৭১ ভালোবাসি, ২৪ আমার লড়াই।’

জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

ছবি
ছবি: সংগৃহীত  হত্যাসহ পৃথক পাঁচটি মামলায় কারাগারে থাকা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আইভীর করা পৃথক জামিন আবেদনের শুনানি শেষে আজ রোববার বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল অ্যাবসলিউট (রুল নিষ্পত্তি করে চূড়ান্ত রায়) ঘোষণা করে এই জামিন মঞ্জুর করেন।  আইভীর বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে হত্যার অভিযোগে তিনটি এবং মারাত্মক জখমের অভিযোগের দুটি মামলা রয়েছে। চলতি বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া পৃথক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। আইভীর আইনজীবীর বক্তব্য: আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। আইনজীবী এস এম হৃদয় রহমান জানান, মামলাগুলোতে তাঁর মক্কেলের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি একজন নারী এবং তিনি ছয় মাস ধরে কারাগারে আছেন। এসব যুক্তিতে জামিন চাওয়া হয়েছিল। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুব...

রাজধানীতে বিশৃঙ্খলার জন্য ১ লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা ছিল আওয়ামী লীগের’

ছবি
 রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্যাস বেলুন উড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা ভেস্তে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবির বিভিন্ন বিভাগ। বুধবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। উপ-পুলিশ কমিশনার জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন বিভাগে অভিযান পরিচালিত হয়। এর মধ্যে ডিবি মিরপুর বিভাগে ৩ জন, রমনা বিভাগে ৩ জন, সাইবার বিভাগে ২ জন, মতিঝিল বিভাগে ৪ জন, ওয়ারী বিভাগে ৫ জন, উত্তরা বিভাগে ২ জন, তেজগাঁও বিভাগে ২ জন, লালবাগ বিভাগে ৩ জন এবং গুলশান বিভাগে ১ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। পাশাপাশি তারা আগামী ১০-১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাসহ রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের স্লোগান সম্বলিত এক লাখ গ্যাস বেলুন...

সরকারের সঙ্গে আলোচনা করে পদত্যাগের বিষয়ে দ্রুতই জানাবেন উপদেষ্টা আসিফ

ছবি
  সরকার থেকে পদত্যাগ করে ঢাকা থেকেই জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘কবে নাগাদ পদত্যাগ করবো সেটি সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে বসে সিদ্ধান্তের ওপর অনেকটাই নির্ভর করছে। আলোচনা করে সে বিষয়ে দ্রুতই জানাবো। রোববার (৯ নভেম্বর) দুপুরে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে এসে ঢাকা-১০ আসনের ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। আসিফ মাহমুদ বলেন, যেহেতু ঢাকা থেকে নির্বাচন করবো এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকেই নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসা। কারণ ভোটটা যাতে অপচয় না হয়।’ তিনি আরও বলেন, ‘আমি ভোটার হওয়ার পর দুটি নির্বাচন হয়েছে—২০১৮ ও ২০২৪ সালে। আপনারা সবাই জানেন, এই সময়ে কেউ ভোট দিতে পারেনি। এবার যেন ভোট দিতে পারি, সেটি নিশ্চিত করলাম।’ ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন কোথা থেকে করবো, সেটা এখনো চূড়ান্ত হয়নি। তবে ঢাকা থেকেই করবো, ইনশাআল্লাহ। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। দেখা যাক কী হয়। আমার কারও সঙ্গে কোনো আল...

তিন দিনের সফরে বাংলাদেশে পাকিস্তান নৌবাহিনীর প্রধান

ছবি
  পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ রোববার (৯ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। তিনি শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাকিস্তান নৌবাহিনীর প্রধান রাজধানীর বনানীতে নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে উভয়ে কুশলাদি বিনিময় করেন। তাদের মধ্যে দুই দেশের মধ্যকার পেশাগত ও প্রশিক্ষণসংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে দুজনেই আশাবাদ ব্যক্ত করেন। এ সময় পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধিদল, পাকিস্তান হাইকমিশনার, ডিফেন্স অ্যাটাশে, নৌবাহিনী সদর দপ্তরের পিএসও এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ ঢাক...

নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে আমরা বদ্ধপরিকর: আসিফ নজরুল

ছবি
  আসিফ নজরুল। ছবি: সংগৃহীত আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই’, এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (৯ নভেম্বর) রাজশাহী লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে ১৬-১৭ বছর ধরে নির্বাচন হয় না। ইলেকশনের অভ্যাসটাই হারিয়ে গেছে। অনেক মানুষের বয়স ৩২-৩৪ হয়েছে। কিন্তু জীবনে একবারও ভোট দিতে পারেনি। প্রায় ৫ কোটি মানুষ কখনও ভোট দিতে পারেনি, এটা কত গুরুত্বপূর্ণ বিষয়! আমি যেখানে যাই, পোস্টার দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখতে পাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘সরকার নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর।’ নির্বাচন বিলম্বিত করার মতো কোনো ঘটনা নেই বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, অবশ্যই নির্ধারিত সময়েই নির্বাচন হবে। কোনো বিকল্প চিন্তা বা নির্বাচন না হলে কী হবে, এই প্রশ্ন আমাদের মাথায় নেই। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সব রাজনৈতিক দল নির্বাচনের রাজনীতিতে বিশ্বাস করে। উৎসবমুখর পরিবেশ সৃষ্টি...

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ফিলিস্তিনি বংশোদ্ভূতদের জয়জয়কার

ছবি
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানির জয়ের পর যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে রয়েছে মুসলিম নেতাদের জয়জয়কার। ফেডারেল ও স্টেট পর্যায়ে বিভিন্ন পদে ২০ জনের বেশি নির্বাচিত মুসলিম নেতা রয়েছেন দেশটিতে। এদের মধ্যে ছয়জন আছেন সরাসরি ফিলিস্তিনি বংশোদ্ভূত, যাদের সবাই ডেমোক্র্যাট দলের হয়ে রাজনীতি করছেন। এদের প্রত্যেকের পরিবার গত শতাব্দীর আরব-ইসরায়েল যুদ্ধ এবং দখলদার ইসরায়েল রাষ্ট্রের জুলুম নির্যাতন থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। ইসলাম ধর্মে দীক্ষিত অভিবাসী এসব পরিবারের সন্তানেরা সততা, ন্যায় এবং মানবতার দৃষ্টান্ত স্থাপন করে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শক্ত অবস্থান গড়ে তুলেছেন। আসুন জেনে নেই কারা এই ছয়জন.. রাশিদা তালিব ১৯৭৬ যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে জন্মগ্রহণ করেন রাশিদা তালিব। ডেট্রয়েটে বেড়ে ওঠা রাশিদা ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম মুসলিম মহিলা কংগ্রেস সদস্য। তার পিতামাতার পরিবার ফিলিস্তিনের বাথলাহ গ্রাম থেকে যুক্তরাষ্ট্রে এসেছিল। ডেমোক্র্যাট দলের হয়ে মিশিগান থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস নির্বাচিত হন। ফাদি কাদ্দোরা ১৯৮০ সালে ফিলিস্...

আওয়ামী লীগের লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি
  স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী/ফাইল ছবি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল তেমনই থাকবে। তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না। আগামী ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ঠিক করা হবে।

ব্রাজিলের শহরে টর্নেডোর আঘাতে পাঁচ জনের মৃত্যু, ৪৩২ জন আহত

ছবি
  ফাইল ছবি। সংগৃহীত ব্রাজিলের দক্ষিণাঞ্চলের একটি শহরের ভয়াবহ তাণ্ডব চালানো টর্নেডোর আঘাতে কমপক্ষে পাঁচ জন নিহত এবং ৪০০ জনেরও বেশি আহত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। স্থানীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, শুক্রবার পারানা রাজ্যের রিও বোনিতো দো ইগুয়াকুতে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এতে বগু গাড়ি উল্টে যায় এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পারানা রাজ্য সরকার জানিয়েছে, অন্তত পাঁচ জন নিহত এবং ৪৩২ জন আহত হয়েছে। আরও দু'জন নিখোঁজ রয়েছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। পারানার পরিবেশগত প্রযুক্তি ও পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ১৪ হাজার জনসংখ্যার রিও বোনিতো দো ইগুয়াকুতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮০ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল। সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানিয়েছেন, শহরের ৮০ শতাংশ এখন ধ্বংস হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, তীব্র আঘাতে ঘরবাড়ি ভেঙে পড়েছে। পারানা সিভিল ডিফেন্স এজেন্সির প্রধান ফার্নান্দো শুনিগ সংবাদমাধ্যম জি১-কে বলেছেন, এটি একটি যুদ্ধক্ষেত্র। শহরের ঠিক মাঝখানে ঘূর্ণিঝড়টি আঘাত করায় আরও প্রাণহানির সম্ভাবনা বেশি। দেশটির আবহাওয়া কর্তৃ...

২০২৬ সালে রোজা শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি

ছবি
  পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি। এমন তথ্য জানিয়েছে ইসলামিক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’। শনিবার (৮ নভেম্বর) তাদের ফেসবুক পেজে জানায়, আগামী রমজান শুরু হতে শতদিন বাকি রয়েছে। জ্যোতির্বিদদের হিসাবে, ২০২৬ সালে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি থেকে, আর বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রমজান শুরু হতে পারে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার)। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটি-এর চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে জানান, ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে ১৭ ফেব্রুয়ারি, তবে ওইদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদটি অস্ত যাবে। ফলে সেটি খালি চোখে দেখা সম্ভব নয়, তাই রমজান শুরু হবে (মধ্যপ্রাচ্যে) ১৯ ফেব্রুয়ারি। তিনি আরও জানান, রমজানের প্রথমদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে (বেশিরভাগ দেশ— সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েত) রোজার সময়কাল হবে প্রায় ১২ ঘণ্টা, যা মাসের শেষের দিকে ১৩ ঘণ্টা পর্যন্ত বাড়তে পারে। সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা ক...

বিশ্বের বর্তমান পরিস্থিতিকে ১৯৩৯ সালের সঙ্গে তুলনা করলেন মার্কিন যুদ্ধমন্ত্রী

ছবি
  যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত বিশ্বের বর্তমান পরিস্থিতিকে ১৯৩৯ সালের সঙ্গে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। ওই বছরটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। ফোর্বস ব্রেকিং নিউজ ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে যুদ্ধমন্ত্রীকে এ কথা বলতে শোনা যায়। শুক্রবার (৭ নভেম্বর) ওয়াশিংটনের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের এক আয়োজনে যোগদানের সময় তিনি বলেন, 'এটি ১৯৩৯ সালের মুহূর্ত। অথবা আশা করি ১৯৮১ সালের মুহূর্ত। ক্রমবর্ধমান জরুরিতার মুহূর্ত। শত্রুরা জড়ো হয়, হুমকি বৃদ্ধি পায়। আপনি এটি অনুভব করেন, আমিও এটি অনুভব করি।' ১৯৮১ সালে সলিডারিটি ট্রেড ইউনিয়নের ধর্মঘটের কারণে পোল্যান্ডে সামরিক আইন প্রবর্তনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পেন্টাগন প্রধান আরও বলেন, 'যদি আমরা যুদ্ধ প্রতিরোধ করতে এবং এড়াতে চাই, যা আমরা সকলেই চাই, তাহলে আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে।' হেগসেথ বলেন, সম্ভাব্য যুক্তরাষ্ট্র-বিরোধীরা চুপ করে বসে নেই। তবে তিনি কাদের 'বিরোধী' মনে করছেন, সে বিষয়ে কিছু উল্লেখ...

লাঠিচার্জ ও টিয়ারগ্যাসে শিক্ষক-পুলিশসহ আহত ১১০

ছবি
  তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল শাহবাগে এলাকায় ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাসে শিক্ষক, পুলিশ, রিকশাচালকসহ আহত অন্তত ১১০ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার (৮ নভেম্বর) বিকেলের পর থেকে আহতরা একে একে হাসপাতালে আসেন। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, বিকেলের পর থেকে তাদেরকে হাসপাতালে আনা হয়। সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।আহতদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। বাকিরা এখনও চিকিৎসাধীন। এর আগে বিকেলে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এতে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল শাহবাগে এলাকায় ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই : মির্জা ফখরুল

ছবি
  হিন্দুদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্লোগান ধরে বলেন, হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। এসময় সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনও এই স্লোগান ধরেন। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন-২০২৫’-এ মির্জা ফখরুল তার বক্তব্যের শুরুতে এই স্লোগান দেন। আলোচনা সভার আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট। মতুয়া বহুজন সমাজের কাছ থেকে পাওয়া দাবি তারেক রহমানের কাছে তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এই দাবিগুলো তখনই বাস্তবায়ন হবে, যখন আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদে বসাতে পারবেন। ধানের শীষে ভোট দিতে হবে। সেই ব্যাপারে কি আপনারা আজ কথা দিচ্ছেন? আমি আপনাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি শুনতে চাই। কথা দিচ্ছেন তো, আপনারা আমার নেতাকে প্রধানমন্ত্রীত্বের পদে প্রতিষ্ঠিত করবেন? তাহলে আসুন, আমরা একসঙ্গে স্লোগান দেই ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’। ফখরুল বলেন, আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা চাই, অতীতের তিক্ততা ভুলে, পুরোনো বিভাজন পেছনে ফেলে একটি সত্যিকার অর্থে অসাম...

রোববার থেকে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

ছবি
  দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবিতে রোববার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ কর্মসূচির ঘোষণা দেয় শিক্ষকদের ৪টি সংগঠনের সমন্বয়ে গঠিত সংগঠন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। এর আগে ৩ দফা দাবিতে শাহবাগে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ওই সময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন শিক্ষক আহত হন। একইসঙ্গে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে গরম পানিও ছোড়া হয়। দাবি আদায়ে সকাল থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। পরবর্তীতে বিকেলের দিকে মিছিল নিয়ে তারা শাহবাগে এলে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ। ওই সময় ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে শিক্ষকদের ওপর চড়াও হয় পুলিশ। শিক্ষকদের অভিযোগ, বিনা উসকানিতে পুলিশ তাদের ওপর হামলা চালায়। যদিও পুলিশের দাবি, মিছিল নিয়ে শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে এগিয়ে যেতে চাইলে তাদের বাধা দেয়া হয়। এ বিষয়ে প্রাথমিক বিদ্যালয...

বাড়ছে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের দাম

ছবি
  ছবি: সংগৃহীত আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে পাওয়া যাবে এই ম্যাচের টিকিট। হাইভোল্টেজ এই ম্যাচের টিকিটের দাম বাড়ছে। বাংলাদেশ-ভারত ম্যাচের সাধারণ গ্যালারির মূল্য ধরা রাখা হয়েছে ৫০০ টাকা। ঘরের মাঠে সর্বশেষ দুটি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুর ও হংকংয়ের খেলায় সাধারণ গ্যালারি টিকিটের দাম ছিল ৪০০ টাকা। এছাড়া অন্যান্য ক্যাটাগরির টিকিটের দামও। ক্লাব হাউস-২ এর টিকিটের মূল্য ধরা হয়েছে ৩ হাজার টাকা। এর আগের দুটি এশিয়ান কাপ বাছাই ম্যাচে এই ক্যাটাগরির টিকিটের দাম ছিল দুই হাজার টাকা করে। টিকিটের দাম বাড়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। তিনি বলেন, 'ডিমান্ড আরও বেশি, টিকিটের দাম ইচ্ছে করেই আমরা ৫০০ টাকা করেছি। ভারত আমাদের প্রতিবেশি দেশ, এখানে অনেক চাহিদা আছে (দর্শক আগ্রহ), হাইভোল্টেজ ম্যাচ, তারপরও কিন্তু বেশি বাড়াইনি।'

দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলন হওয়ায় ক্ষুব্ধ ট্রাম্প, যাবেন না মার্কিন প্রতিনিধিরা

ছবি
  ফাইল ছবি। সংগৃহীত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে জোহানেসবার্গে গ্রুপ অফ টুয়েন্টি (G20)-এর আসন্ন শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। শনিবার (৭ নভেম্বর) রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে বলেছেন, 'এটা সম্পূর্ণ লজ্জাজনক যে, জি-২০ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হচ্ছে।' ট্রাম্প দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন - যার মধ্যে 'ভূমি নীতি' থেকে শুরু করে গাজায় মার্কিন মিত্র ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা। মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আফ্রিকানদের (যারা ডাচ বসতি স্থাপনকারীদের বংশধর এবং ফরাসি ও জার্মান অভিবাসী) হত্যা ও গলাকাটা হচ্ছে। তাদের জমি ও খামার অবৈধভাবে বাজেয়াপ্ত করা হচ্ছে।' তিনি বলেন, 'যতক্ষণ পর্যন্ত এই মানবাধিকার লঙ্ঘন চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো মার্কিন সরকারি কর্মকর্তা সেখানে যোগ দেবেন না। আমি ফ্লোরিডার মিয়ামিতে ২০২৬ সালের জি-২০ আয়োজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি!' আগামী ২২ এবং ২৩ নভেম্বর জোহানেসবার্গে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হ...

এখন খুব চিন্তা করে কথা বলতে হয় : তাহসান

ছবি
  দীর্ঘ পঁচিশ বছর ধরে গান গেয়ে শ্রোতাদের মন জয় করে আসছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান রহমান খান। কিন্তু ক্যারিয়ারের রজত জয়ন্তীতে পা রেখেই তার এক ঘোষণা হৃদয় ভেঙে দেয় শ্রোতা-ভক্তদের; জানান, সংগীত জগত থেকে নিজেকে গুটিয়ে ফেলবেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান ঘোষণা দেন, এটাই তার ওভারসিজ ব্যান্ডের সঙ্গে শেষ ট্যুর। এরপরই সামাজিক মাধ্যমে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই ধরে নেন, গায়ক হয়তো পুরোপুরি সংগীত ছাড়ছেন। এ নিয়ে সম্প্রতি আবারও প্রশ্নের মুখে পড়েন তাহসান। এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই শিল্পী বলেন, ‘গান থেকে বিরতি নিব, সকলে একদিন আস্তে আস্তে ভুলে যাবে। কিন্তু আমি তো এটা চাইনি, যে বিষয়টা ন্যাশনাল ইস্যু হয়ে উঠুক। ন্যাশনাল ইস্যু হয়ে গেছে বলে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।’ তাহসান বলেন, ‘একটা কথার ফলেই অনেক কিছু হয়ে গেছে। আমার ছবির ওপর টুপি বসিয়ে রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, এগুলো আসলে খেলারই অংশ। কিছু মানুষ তো আসলে ওই কারণেই এসছেন। এটা দোষের কিছু না। এটা সারা পৃথিবীতেই হচ্ছে।’ এই শিল্পী জানান, এই প্রথম নয়, বরং ক্যারিয়ারে এর আগেও কয়েকবার...

রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম, পুলিশ সার্জেন্ট ক্লোজড

ছবি
  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক পুলিশের এক সদস্যকে ক্লোজ (দায়িত্ব থেকে প্রত্যাহার) করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়, “ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে (বিপি নং ৯২১৫১৭৪১৩২) প্রশাসনিক কারণে অত্র বিভাগ থেকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত (ক্লোজ) করা হলো।” এতে আরও উল্লেখ করা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী আহমেদ গাড়িতে উঠতে গেলে সার্জেন্ট আরিফুল ইসলাম তার পা ছুঁয়ে সালাম করেন। সেই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ

ছবি
  বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত নানারকম মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব ভুয়া ও বানোয়াট তথ্য থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক সতর্ক বার্তায় এই আহ্বান জানানো হয়েছে।  বার্তায় বলা হয়েছে, ‘ইদানীং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।' সেনাবাহিনীর পক্ষ থেকে এই পোস্টের সঙ্গে সেনাপ্রধানকে নিয়ে নির্বাচন ঘিরে ছড়িয়ে পড়া ছয়টি ভুয়া প্রচারণার স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া উল্লেখ্য, গত ১৯ জুনও একই ধরনের প্রচারণার বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল বলে পোস্টে একটি লিঙ্ক শেয়ার করা হয়।